What is the dominant tone of the poem's final stanza?
A
Bitter and resentful
B
Completely hopeless and despairing
C
Tender, gentle, and selfless
D
Joyful and optimistic
উত্তরের বিবরণ
Why this is the correct answer:
-
Stark Contrast: The final stanza sharply contrasts with the rest of the ode, which is dominated by the speaker’s despair, grief, and inner torment.
-
Selfless Blessing: The speaker shifts focus from his own suffering to the “Dear Lady” (Sara Hutchinson), expressing a sincere wish for her happiness and peace.
-
Tender Imagery: Gentle and soothing imagery—like “gentle Sleep! with wings of healing” and waking with a “light heart”—replaces the stormy, tormented images of previous stanzas.
-
Emphasis on Joy: He blesses her with the joy he has lost, hoping it will “lift her spirit” and “attune her voice,” highlighting his enduring love and care despite his own dejection.
This final stanza underscores selflessness, tenderness, and the speaker’s capacity for love even amid personal despair.

0
Updated: 1 month ago
Which of Coleridge's famous poems is a prime example of his exploration of the exotic, the supernatural, and the psychological depths of guilt and penance within a dream-like, imaginative landscape?
Created: 1 month ago
A
Kubla Khan
B
Lines Written in Early Spring
C
Ode to a Nightingale
D
Tintern Abbey
"Kubla Khan" (পূর্ণ শিরোনাম "Kubla Khan; or, A Vision in a Dream: A Fragment") কোলরিজের সেই কবিতা যার মাধ্যমে তিনি তার exotic, supernatural, এবং dream-like imaginative landscape ধারণাগুলো সবচেয়ে ভালোভাবে প্রকাশ করেছেন।
এটি মূলত একটি দৃষ্টি বা স্বপ্নের রূপে উপস্থাপিত হয়েছে, যা কবিতাটিকে এক অন্যরকম, অতিপ্রাকৃতিক গুণাবলী দেয়।
-
Exotic: কবিতার পটভূমি একটি কাল্পনিক ও অসাধারণ ভুবন, যা কুবলাই খানের সমর্যাদায়ী প্রাসাদ Xanadu দ্বারা অনুপ্রাণিত। এখানে আছে "Alph, the sacred river," "caverns measureless to man," এবং "gardens bright with sinuous rills," যা দৃশ্যটিকে এক রহস্যময় ও আকর্ষণীয় করে তোলে।
-
Supernatural: কবিতাটি একটি দৃষ্টি বা স্বপ্নের মাধ্যমে উপস্থাপিত হয়েছে, যা তাকে অতিপ্রাকৃতিক এবং মায়াবী করে তোলে। "damsel with a dulcimer" এবং বক্তার "dome in air" নির্মাণ করার আকাঙ্ক্ষা অতিপ্রাকৃতিক উপাদান হিসেবে কাজ করে।
-
Psychological Depths of Guilt and Penance: যদিও "Kubla Khan" মূলত সৃজনশীল প্রক্রিয়া এবং কল্পনার শক্তি নিয়ে লেখা, তবুও এটি স্বপ্ন-সদৃশ, প্রায়শই অস্থির পরিবেশের মাধ্যমে গভীর মানসিক অবস্থা অন্বেষণ করে। তবে, guilt and penance এর ক্ষেত্রে "The Rime of the Ancient Mariner" আরও শক্তিশালী উদাহরণ।
যদি অপশনগুলোর মধ্যে বাছাই করতে হয়, তবে "Kubla Khan" সবচেয়ে উপযুক্ত কবিতা exotic, supernatural, এবং dream-like imaginative landscape অংশের জন্য।

0
Updated: 3 weeks ago
How does Coleridge characterize his “viper thoughts”?
Created: 1 month ago
A
Dreams of joy
B
Reality’s dark dream
C
Holy prayers
D
Songs of the wind
কবি তাঁর নেতিবাচক চিন্তাগুলোকে “viper thoughts” বা বিষাক্ত সাপের সাথে তুলনা করেছেন এবং বলেন এগুলো হলো “Reality’s dark dream।” অর্থাৎ বাস্তবতার অন্ধকার স্বপ্ন। এগুলো তাঁর মনের চারপাশে জড়িয়ে ধরছে। এই চিত্রকল্পে বোঝানো হয়েছে, দুঃখ ও হতাশা তাঁর মনের স্বাধীনতাকে বিষাক্ত সাপের মতো আবদ্ধ করে রেখেছে।

1
Updated: 1 month ago
In Section VI of “Dejection : an Ode”, what role did Imagination play for Coleridge in the past?
Created: 1 month ago
A
It distracted him from joy
B
It transformed suffering into dreams of happiness
C
It destroyed his spiritual faith
D
It prevented him from working
কবি স্বীকার করেন যে অতীতে তাঁর কল্পনা দুঃখকে হালকা করে আনন্দে রূপান্তর করত। তিনি লিখেছেন—“This joy within me dallied with distress, / And all misfortunes were but as the stuff / Whence Fancy made me dreams of happiness।” অর্থাৎ কল্পনা তাঁকে প্রতিকূল অবস্থার মাঝেও সুখ খুঁজে পেতে সাহায্য করত। এখন সেই ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন।

1
Updated: 1 month ago