The poet states, "my shaping spirit of Imagination" has-
A
grown stronger with age.
B
been misunderstood by others.
C
fled from his soul.
D
found a new home in philosophy.
উত্তরের বিবরণ
In Dejection: An Ode, Coleridge mourns the loss of his “shaping spirit of Imagination”, the inner creative and inspiring force that once allowed him to experience joy and compose poetry. Its absence leaves him emotionally numb and unable to fully perceive or respond to the beauty of nature. This reflects the poem’s central theme: the profound impact of lost creative vitality on both the poet’s emotional life and his engagement with the world around him.

0
Updated: 1 month ago
How does Coleridge characterize his “viper thoughts”?
Created: 1 month ago
A
Dreams of joy
B
Reality’s dark dream
C
Holy prayers
D
Songs of the wind
কবি তাঁর নেতিবাচক চিন্তাগুলোকে “viper thoughts” বা বিষাক্ত সাপের সাথে তুলনা করেছেন এবং বলেন এগুলো হলো “Reality’s dark dream।” অর্থাৎ বাস্তবতার অন্ধকার স্বপ্ন। এগুলো তাঁর মনের চারপাশে জড়িয়ে ধরছে। এই চিত্রকল্পে বোঝানো হয়েছে, দুঃখ ও হতাশা তাঁর মনের স্বাধীনতাকে বিষাক্ত সাপের মতো আবদ্ধ করে রেখেছে।

1
Updated: 1 month ago
What is the moral lesson the Mariner imparts to the Wedding-Guest?
Created: 1 month ago
A
Always be kind to strangers.
B
Respect all of God's creatures and love humankind.
C
Never embark on long sea voyages.
D
Confess your sins immediately.
The poem “The Rime of the Ancient Mariner” explores sin, realization, and penance through the Mariner's journey. নিচে বিষয়গুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো:
-
The Sin: Mariner-এর বিপদ শুরু হয় যখন সে একটি albatross, যা একটি seabird এবং crew-এর জন্য শুভ সংকেত হিসেবে ধরা হতো, অযথা হত্যা করে। এই কাজটি প্রকৃতির বিরুদ্ধে এবং implicitly, ঈশ্বরের বিরুদ্ধে একটি অপরাধ। এর ফলে জাহাজের উপর শাপ নেমে আসে, যা পরে supernatural troubles-এর সম্মুখীন হয়।
-
The Realization: Mariner-এর মুক্তি শুরু হয় তখন, যখন তার একাকী যন্ত্রণার মধ্যে সে জাহাজের চারপাশের sea snakes এর সৌন্দর্যে মুগ্ধ হয়। সে তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ করে, যা তার আগের thoughtless violence-এর সাথে সম্পূর্ণ বিপরীত। এই sincere, unprompted reverence একটি সাধারণ প্রাণীর প্রতি শাপ ভেঙে দেয় এবং মৃত albatross তার ঘাড় থেকে পড়ে যায়।
-
The Penance: Mariner-এর প্রায়শ্চিত্ত হলো wander করা এবং তার গল্প বলার মাধ্যমে অন্যদের শিক্ষা দেওয়া, যেমন Wedding-Guest-এর ক্ষেত্রে। এর মাধ্যমে explicit moral প্রকাশ পায় তার নিজের কথায়:
-
"He prayeth best, who loveth best
All things both great and small;
For the dear God who loveth us,
He made and loveth all"
-
এইভাবে কবিতার মূল থিমগুলো পাপ, উপলব্ধি এবং প্রায়শ্চিত্ত–এর মাধ্যমে ফুটে ওঠে।

0
Updated: 2 weeks ago
Which dramatist does Coleridge compare the wind’s softer tale to?
Created: 1 month ago
A
Shakespeare
B
Otway
C
Milton
D
Marlowe
Coleridge বাতাসের কম ভয়ঙ্কর সুরকে তুলনা করেন নাট্যকার Thomas Otway–এর কোমল ট্র্যাজিক কবিতার সাথে—“As Otway’s self had framed the tender lay।” অর্থাৎ কখনও বাতাসের সুরে তিনি মমতা ও কোমলতার ছোঁয়া পান। এই তুলনা প্রমাণ করে কোলরিজের সাহিত্যজ্ঞান এবং প্রকৃতিকে নাট্যরূপে কল্পনা করার ক্ষমতা।

2
Updated: 1 month ago