What is the poet's final wish for the "Lady"?
A
That she will remember him fondly
B
That she will find a love as great as his
C
That she may sleep peacefully and "evermore rejoice"
D
That she will write poetry inspired by the storm
উত্তরের বিবরণ
In the final, tender stanza of Dejection: An Ode, Coleridge offers a selfless blessing to Sara Hutchinson, the "Dear Lady" of the poem. Though the speaker remains mired in his own unimpassioned grief and sleeplessness, he wishes her the happiness and vitality he himself cannot feel. The lines convey his hopes that she may experience:
-
Healing rest, as in "gentle Sleep! with wings of healing."
-
Renewed joy and lightness of spirit, rising "With light heart" and "Gay fancy, cheerful eyes."
-
Lasting delight, with "Joy lift her spirit, joy attune her voice," so that she may "ever, evermore rejoice."
This closing stanza emphasizes the poet’s altruistic love, contrasting his own despondency with his desire for her enduring happiness.

0
Updated: 1 month ago
Why is Kubla Khan considered incomplete?
Created: 1 month ago
A
Coleridge lost interest
B
It was interrupted while writing
C
The manuscript was destroyed
D
It was censored
Coleridge নিজেই বলেছেন যে তিনি আফিম–ঘুম থেকে উঠে কবিতাটি লিখতে শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ একজন ভিজিটর তাঁকে বিরক্ত করলে তাঁর স্বপ্নময় কল্পনা ভেঙে যায়। ফলে কবিতাটি অসম্পূর্ণ থেকে যায়। তাই এটি “fragment” নামে পরিচিত। এই অসম্পূর্ণতাই কবিতাকে আরও রহস্যময় করে তুলেছে।

1
Updated: 1 month ago
Which genre best describes Kubla Khan?
Created: 1 month ago
A
Epic narrative
B
Dream poem
C
Mock-heroic
D
Pastoral elegy
Kubla Khan একটি “Dream Poem” বা স্বপ্নকবিতা। কবি আফিমের ঘোরে এক স্বপ্ন দেখে তার কাব্য রচনা শুরু করেছিলেন। তিনি প্রায় ২০০ লাইন লিখতে চেয়েছিলেন, কিন্তু মাঝপথে বাধা পড়ায় এটি মাত্র ৫৪ লাইনে অসম্পূর্ণ থেকে যায়। তাই এটি “Poetic Fragment” নামেও পরিচিত। কবিতায় বাস্তব ও কল্পনা মিলেমিশে যায়। প্রকৃতি, অতিপ্রাকৃত দৃশ্য, রহস্যময় স্থাপত্য সবকিছু মিলে এক ভিন্ন জগতের সৃষ্টি হয়। রোমান্টিক যুগের কল্পনা, রহস্য ও অনুভূতির শ্রেষ্ঠ উদাহরণ এই কবিতা।

1
Updated: 1 month ago
How does the sea appear after the Albatross is killed?
Created: 1 month ago
A
Calm and blue
B
Rotting, full of slimy creatures
C
Green and fertile
D
Covered with ice
আলবাট্রস হত্যার পর সমুদ্র পচা অবস্থায় রূপ নেয়। সাপ-বিচ্ছুর মতো ভয়ংকর প্রাণী দেখা যায়। এটি দেখায় যে প্রকৃতিকে অপমান করলে সে ভয়ংকর রূপ ধারণ করে এবং শাস্তি আনে।

0
Updated: 1 month ago