The poem "Dejection: An Ode" was originally a much longer, more personal verse-letter addressed to whom?
A
William Wordsworth
B
Dorothy Wordsworth
C
Sara Fricker
D
Sara Hutchinson
উত্তরের বিবরণ
Dejection: An Ode was initially written as a personal verse-letter to Sara Hutchinson, with whom Coleridge shared a close emotional bond. In the poem, he conveys profound melancholy, a sense of creative stagnation, and unfulfilled emotional longing. These sentiments were originally directed toward her, expressing his private feelings, before the work was later revised and published as a public ode.

0
Updated: 1 month ago
What do the seraphs (bright angelic forms) above the dead sailors symbolize?
Created: 1 month ago
A
Demons of the sea
B
The Mariner’s madness
C
Spiritual redemption and divine forgiveness
D
Death of the sailors
প্রতিটি মৃতদেহের উপরে এক একটি জ্যোতির্ময় আত্মা দেখা যায়। এগুলো হলো ঈশ্বরের আশীর্বাদ—যা মেরিনারের পাপমোচন ও মুক্তির ইঙ্গিত দেয়।

0
Updated: 1 month ago
'He prayeth best, who loveth best.’ —Who said it?
Created: 1 month ago
A
John Milton
B
John Donne
C
Lord Byron
D
S.T. Coleridge
Samuel Taylor Coleridge, একজন প্রখ্যাত ইংরেজ কবি ও সাহিত্য সমালোচক, তাঁর চিন্তাভাবনা ও কবিতার মাধ্যমে মানবতা, প্রাকৃতিক সৌন্দর্য ও জ্ঞানকে গুরুত্ব দিয়েছেন।
তিনি বিশ্বাস করতেন যে সত্যিকারের প্রার্থনা ও ভালোবাসা সব জীবের প্রতি সমান হওয়া উচিত। তাঁর সাহিত্য ও উক্তিগুলো মানবিকতা, জ্ঞান এবং প্রেরণার গভীর ধারণা প্রকাশ করে।
-
উক্তি থেকে মূল বার্তা: "He prayeth best, who loveth best" নির্দেশ করে যে সবচেয়ে সঠিক প্রার্থনা তিনি করেন যিনি সমস্ত জীব—ছোট-বড়—ভালবাসেন। ঈশ্বর যিনি আমাদের ভালোবাসেন, তিনিই সমস্ত সৃষ্টি ভালোবাসেন।
-
অন্যান্য উল্লেখযোগ্য উক্তি:
-
"Common sense in an uncommon degree is what the world calls wisdom."—সাধারণ বুদ্ধিমত্তা যদি অস্বাভাবিক মাত্রায় প্রকাশ পায়, তাকে জ্ঞান হিসেবে গণ্য করা হয়।
-
"Silence does not always mark wisdom."—নীরবতা সর্বদা জ্ঞান প্রদর্শন করে না।
-
"He who is best prepared can best serve his moment of inspiration."—যিনি সৎভাবে প্রস্তুত, তিনি তার অনুপ্রেরণার মুহূর্তে সেরা সেবা দিতে পারেন।
-
-
জীবনকাল: 1772 থেকে 1834।
-
প্রধান কাজসমূহ:
-
Biographia Literaria
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
-
The Rime of the Ancient Mariner
-

0
Updated: 1 month ago
What is the outcome of the dice game between Death and Life-in-Death?
Created: 1 month ago
A
The game is a draw, so they curse the ship together
B
Death wins the crew, and Life-in-Death wins the Mariner
C
Life-in-Death wins both the crew and the Mariner
D
Death wins both the crew and the Mariner
In Samuel Taylor Coleridge-এর "The Rime of the Ancient Mariner," গল্পে Life-in-Death এবং Death-এর মধ্যে একটি dice game চলে, যেখানে Life-in-Death জিতে যায়।
এর ফলে Ancient Mariner একটি অভিশপ্ত, জীবিত মৃত্যুর মতো জীবন কাটাতে হয়, যেখানে তিনি ক্রমাগত কষ্ট ও যন্ত্রণার মধ্যে থাকেন। অন্যদিকে, Death জিতে নেন তার shipmates-এর আত্মা, যারা এরপর মারা যান।
Life-in-Death-এর জয় মানে Mariner-এর জীবন হবে haunted এবং tortured, শান্তি পেতে পারবে না যতক্ষণ না সে তার penance শেষ করে এবং তার গল্প share করে। এটা দেখায় যে তার শাস্তি একটি দীর্ঘমেয়াদি, spiritual suffering, যা swift বা দ্রুত মৃত্যু নয়।

0
Updated: 2 weeks ago