Kubla Khan" is often described as a "fragment" or "dream-vision" because:
A
Coleridge never intended it to be a finished poem.
B
He was interrupted while writing it and could not recall the rest of his dream.
C
It was part of a larger, unfinished epic poem.
D
It only describes a small portion of Kubla Khan's life.
উত্তরের বিবরণ
Composition of Kubla Khan
-
Dream Inspiration:
-
Coleridge composed the poem after waking from an opium-induced dream.
-
The dream provided a vivid vision of Xanadu, the river Alph, and the pleasure dome.
-
-
Interruption:
-
While writing down the vision, he was interrupted by a visitor from Porlock.
-
-
Incomplete Poem:
-
After the visitor left, Coleridge could no longer recall the rest of the dream.
-
As a result, the poem remained an unfinished fragment.
-
This story emphasizes the dreamlike, imaginative, and fragmentary nature of Kubla Khan, which is central to its Romantic qualities.

0
Updated: 1 month ago
What role do the First Voice and Second Voice play?
Created: 1 month ago
A
Sailors guiding the ship
B
Angels singing
C
Spirits deciding Mariner’s penance
D
Demons punishing him
First Voice এবং Second Voice মেরিনারের পাপ ও শাস্তি নিয়ে আলোচনা করে। তারা বলে যে, মেরিনার আংশিক পাপমোচন পেয়েছে, তবে তাকে আরও শাস্তি ভোগ করতে হবে। এই কণ্ঠস্বরগুলো divine judgment-এর প্রতীক।

0
Updated: 1 month ago
How does the Mariner compel the Wedding-Guest to listen to his tale?
Created: 1 month ago
A
By offering him gold
B
By threatening him with a dagger
C
With his hypnotic, "glittering eye"
D
By singing a beautiful, sad song
The given lines show how the Ancient Mariner forces the Wedding-Guest to hear his story. প্রথমে সে তাকে হাতে ধরে থামানোর চেষ্টা করে, কিন্তু যখন সে হাত ছাড়ে,
তখনও his "glittering eye" বা ঝকঝকে চোখ দিয়ে তাকে এক ধরনের hypnotic power এর মধ্যে ফেলে।এতে করে Wedding-Guest আর নড়াচড়া করতে পারে না এবং বাধ্য হয়ে শোনে।
-
শুরুতে Mariner তার skinny hand দিয়ে Guest-কে থামায়, কিন্তু সে মুক্ত হতে চায়।
-
পরে শুধু glittering eye দিয়েই Guest-কে স্তব্ধ করে ফেলে।
-
Guest হয়ে যায় একেবারে শিশুর মতো—"like a three-years’ child"—যে কেবল শুনতে পারে।
-
সে একটি পাথরে বসে যায় এবং আর কোনো choice থাকে না।
-
এভাবেই Mariner তার will প্রতিষ্ঠা করে এবং গল্প শুরু করে।
অর্থাৎ, এখানে বোঝানো হয়েছে যে Mariner-এর চোখের অদ্ভুত শক্তিই Wedding-Guest-কে compelled করে তার কাহিনি শোনার জন্য।

0
Updated: 2 weeks ago
What is the role of water imagery in Kubla Khan?
Created: 1 month ago
A
It symbolizes both creation and destruction
B
It represents purity only
C
It shows Kubla’s wealth
D
It is irrelevant
কবিতায় পানি বা জলের চিত্র দুইভাবে এসেছে। একদিকে Alph নদী উর্বর জমি ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক, অন্যদিকে ফোয়ারা আর সূর্যহীন সাগর ধ্বংস ও মৃত্যুর প্রতীক। জলের এই দ্বৈততা Romantic Sublime–এর মূল বৈশিষ্ট্য—প্রকৃতি একইসাথে জীবনদায়ক এবং ধ্বংসাত্মক। Coleridge দেখাতে চেয়েছেন কল্পনার শক্তিও একইভাবে সৃজনশীল ও ভয়াবহ হতে পারে।

1
Updated: 1 month ago