Which river is mentioned in the poem "Kubla Khan"?
A
Amazon
B
Nile
C
Alph
D
Thames
উত্তরের বিবরণ
In "Kubla Khan," Coleridge introduces the River Alph as a central element of his poetic imagination. এটি বাস্তব কোনো নদী নয়, বরং কবির fictional invention, যা বোঝায় যে যদিও কবিতার setting বাস্তব ইতিহাসের সাথে সম্পর্কিত, কিন্তু পুরো কাজটি মূলত কল্পনার উপর ভিত্তি করে।
-
Fictional Invention: The sacred river Alph is a creation of Coleridge’s imagination, not a real geographical location. এটি গুরুত্বপূর্ণ কারণ এটি পাঠককে সতর্ক করে দেয় যে কবিতার ভৌগোলিক দিকটি বাস্তব হলেও, এর মধ্যে রয়েছে কবির সৃজনশীল কল্পনা।
-
Symbolism of Creativity: River Alph symbolizes the flow of creativity and inspiration. এর "ceaseless turmoil" এবং অপ্রত্যাশিত course দেখায় শিল্পী কিভাবে inspiration এর সাথে কাজ করেন—কখনও এটি wild এবং violent, আবার কখনও placid এবং meandering। This dual nature reflects the unpredictable and dynamic essence of artistic creativity।

0
Updated: 2 weeks ago
What literary device is most evident in the phrase “sunny pleasure-dome with caves of ice”?
Created: 1 month ago
A
Simile
B
Irony
C
Paradox
D
Hyperbole
“Sunny pleasure-dome with caves of ice”—এই বাক্যে একই সাথে উষ্ণতা (sunny) এবং শীতলতা (ice) উল্লেখ আছে। দুটি বিপরীত উপাদান একত্রে এসেছে। এটিকে বলা হয় paradox—যেখানে আপাতবিরোধী ধারণা একসাথে থেকে গভীর সত্য প্রকাশ করে। এটি দেখায় প্রকৃতির দ্বৈততা, এবং মানুষের কল্পনার ভেতর বৈপরীত্যপূর্ণ উপাদানও সহাবস্থান করে।

1
Updated: 1 month ago
Which myth-like image is invoked in the description of the chasm?
Created: 1 month ago
A
A prophet crying
B
A ghost rising from river
C
A child lost in forest
D
A woman wailing for her demon-lover
চাসম বা খাদ বর্ণনার সময় কোলরিজ বলেছেন, “By woman wailing for her demon-lover!” এই চিত্রটি প্রাচীন লোককাহিনির মতো, যেখানে অতিপ্রাকৃত প্রেম ও বেদনার প্রতীক পাওয়া যায়।

1
Updated: 1 month ago
Which theme is central to the ending of Kubla Khan?
Created: 1 month ago
A
Loss of empire
B
Religious devotion
C
Supernatural inspiration
D
Satire on politics
কবিতার শেষ অংশে কোলরিজ বলেন, সংগীত ও কল্পনার শক্তি কবিকে এক অতিমানবীয় রূপ দেয়। Honey-dew এবং Milk of Paradise প্রতীক করে রহস্যময় অনুপ্রেরণা। এই divine inspiration–এর ফলে কবি অলৌকিক শক্তির অধিকারী বলে মনে হয়। তাই শেষ অংশের মূল থিম হলো কবির কল্পনার অতিপ্রাকৃত উৎস।

3
Updated: 1 month ago