In Lyrical Ballads, Coleridge was responsible for contributing poems that explored which aspect, often drawing on the supernatural and the exotic?
A
he beauty of everyday life and common speech
B
Tales of social injustice and political reform.
C
The profound beauty of the natural world.
D
The mysteries of human nature and the power of imagination, often with a Gothic or fantastical element.
উত্তরের বিবরণ
Correct Answer:
d) The mysteries of human nature and the power of imagination, often with a Gothic or fantastical element.
Explanation:
-
Lyrical Ballads (1798) was a joint work of Wordsworth and Coleridge, but their approaches differed.
-
Wordsworth: Focused on ordinary life, simplicity of language, and the beauty of nature. He celebrated common human experiences in natural settings.
-
Coleridge: Explored the mysteries of human nature and the power of imagination, often blending in supernatural, Gothic, or fantastical elements.
-
Example: In The Rime of the Ancient Mariner, Coleridge used supernatural events, moral and psychological struggles, and dream-like imagery, which reflect his unique contribution to Romanticism.

0
Updated: 1 day ago
What figure of speech is used in “woman wailing for her demon-lover”?
Created: 1 week ago
A
Simile
B
Metaphor
C
Alliteration
D
Personification
এখানে প্রকৃতির এক অংশকে এক নারীর রূপে কল্পনা করা হয়েছে, যে তার দৈত্য–প্রেমিকের জন্য ক্রন্দন করছে। এটি Personification—অমানবিক জিনিসকে মানবিক রূপ দেওয়া। Coleridge এর মাধ্যমে প্রকৃতির রহস্যময় ও ভীতিপ্রদ চরিত্রকে শক্তিশালীভাবে প্রকাশ করেছেন। এতে প্রকৃতিকে এক জীবন্ত, আবেগময় চরিত্র হিসেবে দেখা যায়।

4
Updated: 1 week ago
When was Kubla Khan written, according to Coleridge?
Created: 1 week ago
A
1797
B
1816
C
1798
D
1802
কোলরিজ স্বয়ং বলেছেন তিনি ১৭৯৭ সালে Kubla Khan রচনা শুরু করেছিলেন। তখন তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসার জন্য আফিম খেতেন। আফিম-প্রভাবিত স্বপ্নেই তার মনে জ্যানাডুর জাদুকরী দৃশ্য আসে। তিনি প্রায় ২০০ লাইন লিখতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ অতিথি আসায় কবিতাটি অসম্পূর্ণ থেকে যায় ৫৪ লাইন পর্যন্ত। পরবর্তীতে এটি ১৮১৬ সালে প্রকাশিত হয়। ফলে রচনার সাল ও প্রকাশনার সালের পার্থক্য বোঝা জরুরি। এটি রোমান্টিক যুগের একটি স্বপ্ন-প্রসূত সৃজনশীল কাব্যখণ্ড।

1
Updated: 1 week ago
What sound does the wind produce in Section VII of “Dejection : an Ode”?
Created: 1 week ago
A
Gentle lullaby
B
Agonized scream of torture
C
Joyful melody
D
Silent whisper
কবি বাতাসকে শোনেন যন্ত্রণার চিৎকারের মতো—“What a scream / Of agony by torture lengthened out / That lute sent forth!”। এটি প্রকৃতির ভয়াবহ শক্তির প্রতীক। বাতাসকে তিনি বীণার মতো কল্পনা করেছেন, যা যন্ত্রণার সুর বাজাচ্ছে। এর মাধ্যমে তিনি তাঁর অন্তরের অশান্তি ও কষ্ট প্রকাশ করেছেন।

1
Updated: 1 week ago