What is the outcome of the dice game between Death and Life-in-Death?
A
The game is a draw, so they curse the ship together
B
Death wins the crew, and Life-in-Death wins the Mariner
C
Life-in-Death wins both the crew and the Mariner
D
Death wins both the crew and the Mariner
উত্তরের বিবরণ
In Samuel Taylor Coleridge-এর "The Rime of the Ancient Mariner," গল্পে Life-in-Death এবং Death-এর মধ্যে একটি dice game চলে, যেখানে Life-in-Death জিতে যায়।
এর ফলে Ancient Mariner একটি অভিশপ্ত, জীবিত মৃত্যুর মতো জীবন কাটাতে হয়, যেখানে তিনি ক্রমাগত কষ্ট ও যন্ত্রণার মধ্যে থাকেন। অন্যদিকে, Death জিতে নেন তার shipmates-এর আত্মা, যারা এরপর মারা যান।
Life-in-Death-এর জয় মানে Mariner-এর জীবন হবে haunted এবং tortured, শান্তি পেতে পারবে না যতক্ষণ না সে তার penance শেষ করে এবং তার গল্প share করে। এটা দেখায় যে তার শাস্তি একটি দীর্ঘমেয়াদি, spiritual suffering, যা swift বা দ্রুত মৃত্যু নয়।

0
Updated: 2 weeks ago
What happens to the Mariner at the end?
Created: 1 month ago
A
He dies
B
He is freed completely
C
He is cursed to tell his tale forever
D
He becomes a hermit
আলবাট্রস হত্যার প্রায়শ্চিত্ত হিসেবে মেরিনার আজীবন ঘুরে বেড়িয়ে তার কাহিনি শোনাতে বাধ্য হয়। এটাই তার শাস্তি।

0
Updated: 1 month ago
Which natural objects does the poet describe in Section II of “Dejection : an Ode” without feeling their beauty?
Created: 1 month ago
A
Sea waves and birds
B
Moon, stars, and clouds
C
Flowers and trees
D
Mountains and rivers
দ্বিতীয় অংশে কবি বলেন তিনি পশ্চিম আকাশে চাঁদ, তারা আর মেঘ দেখছেন—সব সুন্দর মনে হচ্ছে, কিন্তু তিনি তা অনুভব করতে পারছেন না। তার চোখ দেখে, কিন্তু হৃদয় অনুভব করে না। এর মাধ্যমে Coleridge দেখিয়েছেন কিভাবে বিষণ্ণতা মানুষের অনুভূতিশক্তিকে নিস্তেজ করে দেয়।

1
Updated: 1 month ago
Who inspired Coleridge to publish Kubla Khan in 1816?
Created: 1 month ago
A
John Murray
B
Thomas De Quincey
C
George Gordon Byron
D
William Wordsworth
Kubla Khan প্রথম প্রকাশিত হয় ১৮১৬ সালে, লর্ড বায়রনের উৎসাহে। কোলরিজ কবিতাটিকে “একটি ভিশনারি ফ্র্যাগমেন্ট” বা অসম্পূর্ণ স্বপ্নকাব্য হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি নিজে প্রকাশ করতে দ্বিধায় ছিলেন, কারণ মনে করতেন এটি অসম্পূর্ণ। কিন্তু বায়রন তাকে উৎসাহ দেন এবং পাঠকরা একে অসাধারণ কল্পনা ও রোমান্টিক শক্তির নিদর্শন হিসেবে গ্রহণ করেন। তাই প্রকাশনায় বায়রনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

6
Updated: 1 month ago