"Water, water, every where, / And all the boards did shrink; / Water, water, every where, / Nor any drop to drink." This is an example of:
A
Metaphor
B
Simile
C
Anaphora and repetition
D
Personification
উত্তরের বিবরণ
এই লাইনগুলো Samuel Taylor Coleridge এর “The Rime of the Ancient Mariner” কবিতা থেকে নেওয়া হয়েছে যেখানে anaphora নামের literary device ব্যবহার করা হয়েছে।
এখানে successive lines–এর শুরুতে একই শব্দ বা phrase পুনরাবৃত্তি করা হয়েছে, যেমন—"Water, water, every where"। এর মাধ্যমে পানির অপ্রতিরোধ্য উপস্থিতি জোরালোভাবে প্রকাশ পেয়েছে।
-
Anaphora মানে successive lines–এর শুরুতে শব্দ বা phrase এর repetition।
-
"Water, water, every where" phrase টির পুনরাবৃত্তি কবিতায় repetition technique হিসেবেও কাজ করেছে।
-
এই repetition নাবিকদের desperate situation বা হতাশাজনক অবস্থাকে আরও তীব্রভাবে ফুটিয়ে তুলেছে।

0
Updated: 2 weeks ago
What type of poem is The Rime of the Ancient Mariner?
Created: 1 month ago
A
Epic
B
Ode
C
Ballad
D
Sonnet
এটি একটি দীর্ঘ বর্ণনামূলক ব্যালাড কবিতা। এখানে গানধর্মী ছন্দ ও গল্প বলার ধারা আছে। ব্যালাডে সাধারণত লোককাহিনি, অভিযান, রহস্য ও শিক্ষা মেশানো থাকে।

0
Updated: 1 month ago
The epigraph of "Dejection: An Ode" is taken from which ballad?
Created: 1 month ago
A
"The Unquiet Grave"
B
"La Belle Dame Sans Merci"
C
"Ballad of Sir Patrick Spence"
D
"Bonny Barbara Allen"
The epigraph from the “Ballad of Sir Patrick Spence” does more than just decorate the poem—it establishes both tone and theme:
-
Somber and ominous tone: The imagery of a “new Moon with the old Moon in her arms” is eerie and unnatural, suggesting something is wrong or out of balance.
-
Foreshadowing inner turmoil: Just as the sailors in the ballad anticipate a literal storm, Coleridge’s speaker anticipates an emotional and creative storm—his own dejection and loss of imaginative power.
-
Connection to nature and fate: The epigraph reflects a Romantic preoccupation with nature as a mirror of human emotion, showing how external signs (the moon, the storm) symbolize inner states of mind.
In short, the epigraph sets up the central metaphor of the poem: the poet’s inner dejection as a turbulent storm threatening to overwhelm his spirit.

0
Updated: 1 month ago
The ballad quotation at the start predicts—
Created: 1 month ago
A
A deadly storm
B
A coming wedding
C
A royal victory
D
A spiritual blessing
উদ্ধৃতিতে বলা হয়েছে—“We shall have a deadly storm।” অর্থাৎ প্রকৃতিতে এক ভয়ঙ্কর ঝড় আসছে। এটি শুধু বাহ্যিক ঝড় নয়, বরং কবির অন্তরের ঝড় বা মানসিক অশান্তির প্রতীক। Coleridge ঝড়ের চিত্র দিয়ে দেখিয়েছেন, প্রকৃতির আবহাওয়া ও মানুষের অন্তরের অবস্থা একে অপরের প্রতিফলন হতে পারে।

1
Updated: 1 month ago