The overall tone of the poem can be described as:
A
Light-hearted and whimsical
B
Didactic and moralistic
C
Solemn, eerie, and supernatural
D
Cynical and satirical
উত্তরের বিবরণ
কবিতার ভেতরে যে টোন ও থিমগুলো আছে, সেগুলো মূলত serious, mysterious এবং supernatural ধারায় প্রবাহিত। বিষয়বস্তু তুলে ধরা যায় এভাবে:
-
Solemnity: পুরো কবিতায় একটি serious এবং moralizing undertone রয়েছে। The Rime of the Ancient Mariner আসলে পাঠকদের সতর্ক করে দেয় যে nature এবং divine law ভঙ্গ করলে তার ভয়াবহ পরিণতি হতে পারে। The Mariner’s tale এখানে একটি cautionary story, যেখানে guilt, repentance এবং redemption মূল শিক্ষার জায়গায় থাকে।
-
Eerie and Mysterious: কবিতায় রয়েছে অদ্ভুত ও ভয়ের মতো imagery—যেমন ghostly ship, spectral crew, death-like stillness of the ocean। এগুলো পুরো narrative জুড়ে একটি suspense এবং supernatural foreboding তৈরি করে।
-
Supernatural Elements: Coleridge খুব দক্ষভাবে albatross-এর symbolic power, spirits, divine retribution ইত্যাদি ব্যবহার করেছেন। এখানে natural এবং supernatural-এর মিশ্রণ আছে, যা কবিতার mood-কে গভীর করে এবং moral ও psychological tension বাড়ায়।
-
Contrast with Other Tones: কবিতাটি মোটেও whimsical বা light-hearted নয়; বরং ঘটনা গুলো গুরুতর এবং মাঝে মাঝে ভীতিকর। এটি শুধুই didactic নয়, কারণ direct teaching নয় বরং experience এবং emotional impact-এর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এটি cynical বা satiricalও নয়, কারণ Coleridge তাঁর supernatural এবং moral themes গুলোকে সম্পূর্ণ earnestness দিয়ে উপস্থাপন করেছেন।

0
Updated: 2 weeks ago
The river Alph flows "Through caverns measureless to man / Down to a..."
Created: 1 month ago
A
sunlit bay
B
living sea
C
sea of dreams
D
sunless sea
লাইনগুলো কবিতা "Kubla Khan" থেকে Alph নদীর চূড়ান্ত, রহস্যময় গন্তব্যকে বর্ণনা করে। "sunless sea" বা পৃথিবীর গভীর অন্ধকার সমুদ্রের ইমেজ কবিতার অন্যজগতীয় অনুভূতি এবং subconscious depth বা অন্তরজগতের গভীরতাকে আরও উজ্জ্বল করে তোলে।
-
এই অংশে river Alph-এর যাত্রা চূড়ান্তভাবে কোথায় শেষ হয় তা নিয়ে রহস্য তৈরি করা হয়েছে।
-
"sunless sea" শব্দবন্ধে lightlessness এবং অন্ধকারের আভা ব্যবহার করে এক ধরনের অলৌকিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে।
-
কবিতার dream-like, mystical atmosphere এবং subconscious বা মনস্তাত্ত্বিক স্তরের গভীরতার সঙ্গে এই ইমেজটি সংযুক্ত।
-
পাঠককে একটি অজানা, রহস্যময় জগতে প্রবেশ করানোর কাজ করে।

0
Updated: 2 weeks ago
How does the Mariner signal his spiritual rebirth?
Created: 1 month ago
A
By killing more birds
B
By sleeping
C
By blessing the water-snakes unconsciously
D
By leaving the ship
পানিসাপেদের সৌন্দর্য দেখে হঠাৎ মেরিনারের মনে ভালোবাসা জন্মায়। সে তাদের অজান্তেই আশীর্বাদ করে। এই মুহূর্তেই তার হৃদয়ে আধ্যাত্মিক পরিবর্তন ঘটে এবং তার গলায় ঝুলানো আলবাট্রস পড়ে যায়।

0
Updated: 1 month ago
‘He prayeth best, who loveth best.’ —Who said it?
Created: 2 months ago
A
John Milton
B
John Donne
C
Lord Byron
D
S.T. Coleridge
Samuel Taylor Coleridge (1772-1834) ইংরেজি সাহিত্যের Romantic Age-এর অন্যতম প্রসিদ্ধ কবি ও লেখক। তাঁকে Poet of Supernaturalism বলা হয়ে থাকে। প্রশ্নোক্ত চরণটি S.T. Coleridge রচিত The Rime of the Ancient Mariner কবিতা হতে উদ্ধৃত। এ কবিতার কয়েকটি বিখ্যাত চরণ নিম্নরূপ:
• Water, Water, everywhere,
Nor any drop to drink
• Alone, Alone all alone
• He prayeth best who loveth best
• Alone a wide, wide seaalex
• All things both great and small

1
Updated: 2 months ago