A
ষ্টেশন
B
রুগ্ণ
C
বিপ্রকর্স
D
সাধারন
উত্তরের বিবরণ
শুদ্ধ বানান হলো - স্টেশন , বিপ্রকর্ষ , সাধারণ।

0
Updated: 1 day ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 6 days ago
A
অপরাহ্ন
B
অপরাহ্ণ
C
অপরাণ্য
D
অপরান্য
শুদ্ধ বানান = অপরাহ্ণ। অপরাহ্ণ (বিশেষ্য) সংস্কৃত শব্দ। প্রকৃতি প্রত্যয় = অপর + অহ্ণ। অর্থ: মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কাল, বিকেল।

0
Updated: 6 days ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 2 weeks ago
A
নিষ্কলঙ্ক
B
নিস্কলঙ্ক
C
নিষ্কলংক
D
নিস্কলংক
উত্তর: ক) নিষ্কলঙ্ক
ব্যাখ্যা:
নিষ্কলঙ্ক শব্দটি নিঃ (ই-ধ্বনি) এবং কলঙ্ক থেকে গঠিত। নিয়ম অনুযায়ী, ই-যুক্ত বর্ণের পরে সাধারণত ষ ব্যবহৃত হয়। তাই শুদ্ধ বানান হবে নিষ্কলঙ্ক (কলঙ্কমুক্ত)।
বানানের নিয়ম:
-
বিসর্গযুক্ত অ-ধ্বনির সঙ্গে সন্ধি হলে সাধারণত 'স' যুক্ত হয়।
উদাহরণ: পুরঃ + কার = পুরস্কার -
বিসর্গযুক্ত ই-ধ্বনির সঙ্গে সন্ধি হলে সাধারণত 'ষ' যুক্ত হয়।
উদাহরণ: বহিঃ + কার = বহিষ্কার -
ই-যুক্ত বর্ণের পরে সাধারণত 'ষ' হবে।
উদাহরণ: আবিষ্কার, নিষ্কলঙ্ক, পরিষ্কার, নিষ্ফল, নিষ্প্রভ, নিষ্পাপ, নিষ্পন্ন, নিষ্কর, জ্যোতিষ্ক ইত্যাদি। -
তবে স্প / স্ত / স্থ সংক্রান্ত ক্ষেত্রে 'ষ' হয় না।
উদাহরণ: নিস্পন্দ, নিস্তব্ধ, দুস্থ
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 weeks ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
মুমুর্ষু
B
মুমূর্ষু
C
মূমুর্ষু
D
মূমূর্ষূ
মুমূর্ষু (বিশেষণ)
-
সংস্কৃত থেকে নেয়া একটি শব্দ।
অর্থ:
-
মৃত্যুর শেষ সীমায় থাকা; জীবন-মরণ যুদ্ধরত।
-
মরণাপন্ন অবস্থা।
-
প্রাণশক্তিহীন, প্রায় মৃত্যুবরণকারী।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

0
Updated: 1 month ago