Where does the initial encounter occur in the poem “The Rime of The Ancient Mariner”?
A
In the open air.
B
At sea.
C
Inside a chapel.
D
At a wedding reception.
উত্তরের বিবরণ
কবিতাটি শুরু হয় নিম্নলিখিত লাইন দিয়ে যেখানে আমরা দেখি এক ancient mariner একজন বিয়ের অতিথিকে থামিয়ে দেয় এবং তার কাহিনি বলার জন্য উদ্যোগী হয়।
-
এখানে দেখা যায়, wedding feast বা reception-এর সময় অতিথিদের মধ্যে থেকে একজনকে বেছে নেয় Mariner।
-
Mariner-এর long grey beard এবং glittering eye তাকে রহস্যময় এবং অদ্ভুত করে তোলে, যা wedding guest-কে থামতে বাধ্য করে।
-
কবিতার opening setting স্পষ্টতই একটি wedding house যেখানে আনন্দ–উৎসব, feast এবং merry din চলছে।
-
কিন্তু এই joyous occasion-এর মধ্যেই শুরু হয় এক ভিন্ন গল্পের যাত্রা, যেখানে wedding guest শোনে Mariner-এর extraordinary sea voyage and sufferings।
অর্থাৎ, শুরু থেকেই কবি Coleridge আনন্দঘন wedding scene-এর বিপরীতে এক ভয়াবহ এবং রহস্যময় narrative-এর সূচনা ঘটান।

0
Updated: 2 weeks ago
The ballad quotation at the start predicts—
Created: 1 month ago
A
A deadly storm
B
A coming wedding
C
A royal victory
D
A spiritual blessing
উদ্ধৃতিতে বলা হয়েছে—“We shall have a deadly storm।” অর্থাৎ প্রকৃতিতে এক ভয়ঙ্কর ঝড় আসছে। এটি শুধু বাহ্যিক ঝড় নয়, বরং কবির অন্তরের ঝড় বা মানসিক অশান্তির প্রতীক। Coleridge ঝড়ের চিত্র দিয়ে দেখিয়েছেন, প্রকৃতির আবহাওয়া ও মানুষের অন্তরের অবস্থা একে অপরের প্রতিফলন হতে পারে।

1
Updated: 1 month ago
How does the Pilot’s Boy react when he sees the Mariner alive?
Created: 1 month ago
A
He prays
B
He faints
C
He laughs madly, thinking the Devil is driving the ship
D
He cries loudly
জাহাজ ডোবার পর যখন মেরিনারকে জীবিত দেখে, Pilot’s Boy ভয়ে পাগলের মতো হাসতে থাকে। সে ভাবে, আজকাল শয়তানও জাহাজ চালায়। Coleridge এই প্রতিক্রিয়ার মাধ্যমে মেরিনারের ভয়াবহ অবস্থা ও অন্যদের কাছে তার ভুতুড়ে রূপ বোঝাতে চেয়েছেন।

0
Updated: 1 month ago
Which poem did Coleridge write in response to Wordsworth's Immortality Ode?
Created: 1 week ago
A
The Rime of the Ancient Mariner
B
Kubla Khan
C
Dejection: An Ode
D
Christabel
কোলরিজের “Dejection: An Ode” মূলত ওয়ার্ডসওয়ার্থের “Ode: Intimations of Immortality” কবিতার প্রতিক্রিয়া হিসেবে লেখা। এই কবিতায় কোলরিজ নিজের মানসিক অবসাদ, সৃষ্টিশীল আনন্দ হারানোর যন্ত্রণা এবং প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার অনুভূতি প্রকাশ করেছেন।
যেখানে ওয়ার্ডসওয়ার্থের কবিতায় আত্মার অমরত্ব ও শৈশবের পবিত্র আনন্দের স্মৃতি উদযাপিত হয়েছে, সেখানে কোলরিজ দেখিয়েছেন তার সেই আনন্দ অনুভব করার ক্ষমতা হারানোর বেদনা।
মূল দিকগুলো:
-
কোলরিজ এই কবিতায় ব্যক্তিগত “dejection” বা মানসিক অবসাদকে কেন্দ্র করে তাঁর আত্মিক সংকট প্রকাশ করেন।
-
কবিতাটি ওয়ার্ডসওয়ার্থের আশাবাদী স্বরের বিপরীতে এক প্রকার অন্তর্দহন ও আত্মবিচ্ছেদের প্রতিফলন।
-
এখানে কোলরিজের উদ্দেশ্য ছিল ওয়ার্ডসওয়ার্থের ভাবনার পুনর্মূল্যায়ন—তিনি দেখাতে চেয়েছেন, বাহ্যিক প্রকৃতি তখনই আনন্দ দিতে পারে যখন অন্তরের আনন্দ জীবিত থাকে।
তাই “Dejection: An Ode” শুধুমাত্র প্রতিক্রিয়া নয়, বরং এক গভীর আত্মপ্রকাশ যেখানে কোলরিজ নিজের কবি-সত্তার ক্ষয় স্বীকার করেছেন।

0
Updated: 1 week ago