A
ট
B
থ
C
ড
D
ভ
উত্তরের বিবরণ
যে বর্ণগুলো উচ্চারণ করতে ফুসফুস থেকে অপেক্ষাকৃত অধিক বাতাস প্রবাহিত হয় এবং উচ্চারণ নিনাদিত হয় তাদের ঘোষ বর্ণ বলে। বর্গের ৩য় - ৪র্থ বর্ণ ঘোষ বর্ণঃ গ - ঘ - জ - ঝ - ড - ঢ - দ - ধ - ব - ভ .

0
Updated: 1 day ago
৩৫) বাংলা বর্ণমালায় ফলা বর্ণের সংখ্যা কয়টি?
Created: 2 weeks ago
A
৭টি
B
৬টি
C
৫টি
D
৪টি
অনুবর্ণ
সংজ্ঞা:
ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপকে অনুবর্ণ বলা হয়। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ ও বর্ণসংক্ষেপ।
১. ফলা
-
ব্যঞ্জনবর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে বা ডান পাশে ঝুলে থাকে, সেগুলোকে ফলা বলে।
-
বাংলা বর্ণমালায় ৬টি ফলা বর্ণ রয়েছে।
-
উদাহরণ: ন-ফলা, ব-ফলা, ম-ফলা, য-ফলা, র-ফলা, ল-ফলা
২. রেফ
-
র-এর একটি অনুবর্ণকে রেফ বলা হয়।
৩. বর্ণসংক্ষেপ
-
যুক্তবর্ণ লিখতে অনেক সময় বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়। সেগুলোকে বর্ণসংক্ষেপ বলা হয়।
-
উদাহরণ: ৎ বর্ণটি ত-এর একটি বর্ণসংক্ষেপ, যা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)

0
Updated: 2 weeks ago
২৯) বাংলা বর্ণমালায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি?
Created: 2 weeks ago
A
৩২টি
B
৩০টি
C
৩৭টি
D
২৫টি
মৌলিক ধ্বনি
সংজ্ঞা:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে বায়ু মুখগহ্বরের কোথাও বাধা পায় না, সেগুলোকে স্বরধ্বনি বলা হয়।
মৌলিক ধ্বনির সংখ্যা: বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
১. মৌলিক স্বরধ্বনি
মৌলিক স্বরধ্বনি ৭টি:
[ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]
২. মৌলিক ব্যঞ্জনধ্বনি
মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)

0
Updated: 2 weeks ago
বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি?
Created: 2 hours ago
A
৫টি
B
৩টি
C
৪টি
D
১টি
পরাশ্রয়ী ধ্বনি: – ং, ঃ, ঁ এ তিনটি স্বাধীন ভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না। তাই এ বর্ণগুলােকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। ং এর উচ্চারণ ঙ-এর উচ্চারণের মতো। যেমন- রং (রঙ), বাংলা (বাংলা) ইত্যাদি। উচ্চারণে অভিন্ন হয়ে যাওয়ায় ং-এর বদলে ঙ এবং ঙ-এর বদলে ং-এর ব্যবহার খুবই সাধারণ। ং ঃ ‘-এ তিনটি বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না। এ বর্ণে দ্যোতিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়। তাই এ বর্ণগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ।

0
Updated: 2 hours ago