Coleridge, along with which other major poet, published Lyrical Ballads (1798), a foundational text of English Romanticism?
A
Lord Byron
B
Percy Bysshe Shelley
C
William Wordsworth
D
John Keats
উত্তরের বিবরণ
Lyrical Ballads (1798) ছিল Coleridge এবং Wordsworth-এর যৌথ প্রকাশনা, যা ইংরেজি রোমান্টিক আন্দোলনের সূচনা চিহ্নিত করে। এতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় emotion, nature, imagination এবং ordinary life in poetry-এর ওপর।
-
Lyrical Ballads (1798) joint publication ছিল Samuel Taylor Coleridge এবং William Wordsworth-এর।
-
এটি English Romantic movement-এর সূচনা হিসেবে ধরা হয়।
-
এই আন্দোলনে মূলত emotion, nature, imagination এবং common man-এর জীবন কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছিল।
-
পরবর্তীতে Lord Byron, P. B. Shelley, এবং John Keats রোমান্টিক কবি হিসেবে খ্যাতি পান, কিন্তু তারা এই original publication-এর সঙ্গে যুক্ত ছিলেন না।

0
Updated: 2 weeks ago
Who recognizes the Mariner’s need for redemption?
Created: 1 month ago
A
The sailors
B
The Hermit
C
The Pilot’s Boy
D
The Wedding Guest
কবিতার শেষে Hermit মেরিনারের আত্মিক মুক্তির প্রতীক হয়ে ওঠে। মেরিনার তার কাছে নিজের অপরাধ স্বীকার করে। Hermit-ই বোঝেন, মেরিনারের একমাত্র প্রয়োজন হলো ঈশ্বরের ক্ষমা ও আধ্যাত্মিক পরিশুদ্ধি।

1
Updated: 1 month ago
The river Alph flows "Through caverns measureless to man / Down to a..."
Created: 1 month ago
A
sunlit bay
B
living sea
C
sea of dreams
D
sunless sea
লাইনগুলো কবিতা "Kubla Khan" থেকে Alph নদীর চূড়ান্ত, রহস্যময় গন্তব্যকে বর্ণনা করে। "sunless sea" বা পৃথিবীর গভীর অন্ধকার সমুদ্রের ইমেজ কবিতার অন্যজগতীয় অনুভূতি এবং subconscious depth বা অন্তরজগতের গভীরতাকে আরও উজ্জ্বল করে তোলে।
-
এই অংশে river Alph-এর যাত্রা চূড়ান্তভাবে কোথায় শেষ হয় তা নিয়ে রহস্য তৈরি করা হয়েছে।
-
"sunless sea" শব্দবন্ধে lightlessness এবং অন্ধকারের আভা ব্যবহার করে এক ধরনের অলৌকিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে।
-
কবিতার dream-like, mystical atmosphere এবং subconscious বা মনস্তাত্ত্বিক স্তরের গভীরতার সঙ্গে এই ইমেজটি সংযুক্ত।
-
পাঠককে একটি অজানা, রহস্যময় জগতে প্রবেশ করানোর কাজ করে।

0
Updated: 2 weeks ago
How many miles of fertile ground were enclosed around Kubla Khan’s dome?
Created: 1 month ago
A
Five miles
B
Twice five miles
C
Twice ten miles
D
Twenty miles
কবিতায় বলা হয়েছে—“So twice five miles of fertile ground…” অর্থাৎ দশ মাইল উর্বর জমি প্রাচীর ও টাওয়ার দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। এটি কুবলাই খানের ক্ষমতা ও প্রাকৃতিক সমৃদ্ধির প্রতীক।

0
Updated: 1 month ago