A
জলধি
B
গগন
C
পানি
D
অবনি
উত্তরের বিবরণ
জলধি- সাগর, সমুদ্র, সিন্ধু, অর্ণব, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি। গগন- আকাশ, আসমান, অম্বর, নভোঃ, নভোমণ্ডল, খগ, ব্যোম, অন্তরীক্ষ।
অবনী- পৃথিবী, ধরা, ধরিত্রী, ধরণী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ - মণ্ডল। অম্বু- পানি, জল, বারি, সলিল, উদক, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয় ।

0
Updated: 1 day ago
‘বৃক্ষ’ শব্দের সর্মাথক শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
কলাপী
B
নীরধি
C
বিটপী
D
অবনি
সমার্থক শব্দের উদাহরণ
-
‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ: গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।
-
‘ময়ূর’ শব্দের সমার্থক শব্দ: কলাপী।
-
‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ: নীরধি।
-
‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ: অবনি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 weeks ago
প্রসুন-এর প্রতিশব্দ হলো –
Created: 1 month ago
A
ভ্রমর
B
পত্র
C
ফল
D
পুষ্প
"প্রসুন" শব্দের অর্থ হলো ফুল বা পুষ্প।
এটি সাধারণত গাছের সুশোভিত, সুবাসিত অংশকে বোঝায়, যেখান থেকে ফল উৎপন্ন হয়।
অন্যান্য বিকল্পগুলোর অর্থঃ
-
ভ্রমর = মৌমাছি
-
পত্র = পাতা
-
ফল = গাছে ফল ধরলে যেটা হয়
সুতরাং, 'প্রসুন' শব্দের প্রতিশব্দ 'পুষ্প'ই সঠিক।

0
Updated: 1 month ago
'শিষ্টাচার'-এর সমার্থক শব্দ কোনটি?
Created: 3 months ago
A
নিষ্ঠা
B
সদাচার
C
সততা
D
সংযম
• শিষ্টাচার (বিশেষ্য পদ),
অর্থ:
- ভদ্র ব্যবহার;
- নম্র আচরণ।
• সদাচার (বিশেষ্য পদ),
অর্থ:
- সৎ ও মার্জিত আচরণ,
- শাস্ত্রবিহিত আচরণ।
সুতরাং শিষ্টাচার শব্দের সমার্থক শব্দ- সদাচার।
অন্যদিকে:
---------------------
• নিষ্ঠা (বিশেষ্য)
অর্থ:
- দৃঢ় অনুরাগ; আস্থা; বিশ্বাস; শ্রদ্ধা; ভক্তি; মনোযোগ।
• সততা (বিশেষ্য)
অর্থ:
- ন্যায়পরায়ণতা; সাধুতা।
• সংযম (বিশেষ্য)
অর্থ:
- সংযতকরণ; নিয়ন্ত্রণ,
- দমন; আয়ত্তে আনয়ন (ইন্দ্রিয় সংযম)।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।

0
Updated: 3 months ago