A
বীরপুত্র
B
রত্নগর্ভা
C
স্বর্ণমাতা
D
বীরপ্রসূ
উত্তরের বিবরণ
‘বীর সন্তান প্রসব করে যে নারী’ – বীরপ্রসূ। যে নারীর হিংসা নেই = অনসূয়া। যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ। যে নারী বীর = বীরাঙ্গনা। যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা। যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা। যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী। যে নারীর হাসি পবিত্র = শুচিস্মিতা। যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ংবদা। যে নারীর নতুন বিয়ে হয়েছে = নবোঢ়া। যে মেয়ের বিয়ে হয়নি = অনূঢ়া।

0
Updated: 1 day ago
'অক্ষির সমীপে'-এর সংক্ষেপণ হলো-
Created: 1 month ago
A
সমক্ষ
B
পরোক্ষ
C
প্রত্যক্ষ
D
নিরপেক্ষ
অক্ষির সাথে সম্পর্কিত কিছু এককথা শব্দের ব্যাখ্যা:
-
‘অক্ষির সমীপে’ বোঝাতে এক শব্দে বলা হয় — সমক্ষ।
-
‘অক্ষির অভিমুখে’ বোঝাতে এক শব্দে বলা হয় — প্রত্যক্ষ।
-
‘অক্ষির অগোচরে’ বোঝাতে এক শব্দে বলা হয় — পরোক্ষ।
আরও কিছু গুরুত্বপূর্ণ বাক্যের এককথা রূপ:
-
‘চক্ষুর সম্মুখে সংঘটিত ঘটনা’ বোঝাতে — চাক্ষুষ।
-
‘সাপের খোলস’ বোঝাতে — নির্মোক বা কঞ্চুক।
-
‘জীবিত থাকা সত্বেও মৃত অবস্থায়’ বোঝাতে — জীবন্মৃত।
-
‘যিনি বক্তৃতায় পারদর্শী’ বোঝাতে — বাগ্মী।
-
‘যার স্বভাব নষ্ট হওয়া’ বোঝাতে — নশ্বর।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago
'ক্ষমার যোগ্য'-এর বাক্য সংকোচন-
Created: 3 months ago
A
ক্ষমার্হ
B
ক্ষমাপ্রার্থী
C
ক্ষমা
D
ক্ষমাপ্রদ
• 'ক্ষমার যোগ্য' এর বাক্য সংকোচন - ক্ষমার্হ।
আরও কিছু এক কথায় প্রকাশ:
- ‘ক্ষমা করার ইচ্ছা’ এক কথায় প্রকাশ - তিতিক্ষা।
- ‘ক্ষমা করতে ইচ্ছুক’ এক কথায় প্রকাশ - তিতিক্ষু।
- ‘প্রশংসার যোগ্য’ এক কথায় প্রকাশ - প্রশংসার্হ।
- ‘স্মরণের যোগ্য’ এক কথায় প্রকাশ - স্মরণার্হ।
- ‘ধন্যবাদের যোগ্য’ এক কথায় প্রকাশ - ধন্যবাদার্হ।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 3 months ago
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি– এক কথায় কী হবে?
Created: 2 days ago
A
ঐতিহাসিক
B
ইতিহাসবিদ
C
ইতিহাস রচয়িতা
D
ইতিহাসবেত্তা
ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা।

0
Updated: 2 days ago