A
আহ্বান
B
নিমন্ত্রণ
C
প্রত্যাবান
D
আবাহন
উত্তরের বিবরণ
‘আমন্ত্রণ’ শব্দের সমার্থক শব্দ- নিমন্ত্রণ, আহ্বান, আবাহন, আহূতি, ডাক, সম্ভাষণ, নেমন্তন্ন ইত্যাদি।

0
Updated: 1 day ago
‘হাতি’-এর সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
কুন্তল
B
ফণী
C
তনু
D
কর
'হাতি' এর সমার্থক শব্দ গজ, দন্তী, দ্বিপ, হস্তী, করী, বৃংগল, নশ, বারণ, কুঞ্জর ইত্যাদি।

0
Updated: 1 month ago
'উদক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 4 weeks ago
A
পর্বত
B
পানি
C
মেঘ
D
হাতি
'পানি' শব্দের সমার্থক শব্দ
পানি শব্দটির একাধিক সমার্থক (অর্থে মিল আছে এমন) শব্দ আছে। যেমন: জল, নীর, উদক, সলিল, অপ, প্রাণদ, তোয়, জীবন ইত্যাদি।
ব্যাখ্যাঃ
‘পানি’ শব্দের মতো অর্থ বোঝাতে বাংলা ভাষায় আরও কিছু শব্দ ব্যবহার করা হয়। এই শব্দগুলো হচ্ছে—জল, নীর, উদক, সলিল, অপ, তোয়, প্রাণদ ও জীবন। এসব শব্দকেই সমার্থক শব্দ বলা হয়, কারণ এগুলোর মানে মূলত একই—সবই পানিকেই বোঝায়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ)

0
Updated: 4 weeks ago
‘পৃথিবী’ শব্দের সমার্থক নয়–
Created: 4 days ago
A
পৃথ্বী
B
মেদিনী
C
প্রাণদ
D
ধরিত্রী
পৃথিবী এর সমার্থক শব্দঃ ভূ, পৃথ্বী, জগৎ, বিশ্ব, ভূবন, দুনিয়া, বসুন্ধরা, ধরা, ধরণী, ধরিত্রী, ধরাতল প্রাণদ মানে প্রাণ দানকারী বা রক্ষাকারী।

0
Updated: 4 days ago