‘মহকুমা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
A
তুর্কি
B
আরবি
C
ফারসি
D
ফরাসি
উত্তরের বিবরণ
মহকুমা - আরবি শব্দ। এ ভাষা থেকে আগত আরও কয়েকটি শব্দ হলো - তসবি, তওবা, বাকি, নগদ, রায়, কলম, দোয়াত, এজলাস, উকিল ইত্যাদি।

0
Updated: 1 month ago
যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশুগৃহে তার দেখিবে না আর নিশিথে ভাতি- এই অংশের সম্প্রসারণে কোন ভাষাটি সঠিক?
Created: 1 month ago
A
দিনের বেলায় আলোর উৎস সূর্য
B
দিনের বেলায় প্রদীপ জ্বালানো আবশ্যক
C
দিনের বেলায় প্রদীপ জ্বালানো অপচয়ের নামান্তর
D
অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক
উক্ত পংক্তিতে কবি বোঝাতে চেয়েছেন— যে ব্যক্তি দিনের আলো থাকাকালীন অকারণে মোমবাতি জ্বালায়, সে আসল প্রয়োজনের সময় (রাত্রে) আর আলো জ্বালাতে পারবে না।
এর অর্থ হলো, অযথা ব্যয় করলে বা অপচয় করলে প্রয়োজনকালে অভাব দেখা দেয়। তাই এখানে মূল শিক্ষা হলো অপব্যয়ের পরিণাম দুঃখজনক।
ক, খ, গ বিকল্পে আংশিক সত্য থাকলেও মূল বক্তব্যকে ধারণ করে না। সঠিক সম্প্রসারণ হলো "অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক"।

0
Updated: 1 month ago
‘Watery grave’-এর অর্থ কী?
Created: 3 weeks ago
A
পানির নালা
B
সলিল সমাধি
C
পানিযুক্ত কবর
D
কোনোটিই নয়
‘Watery grave’ বলতে বোঝায়—জল বা সমুদ্রে ডুবে মৃত্যু হওয়া। অর্থাৎ, ডুবে মারা গেলে যেটিকে বাংলায় বলা হয় সলিল সমাধি।
সঠিক উত্তর: খ) সলিল সমাধি
ব্যাখ্যা:
-
Watery = জল/পানি সম্পর্কিত।
-
Grave = সমাধি বা কবর।
-
একত্রে “watery grave” মানে হলো এমন সমাধি, যা পানির ভেতরে হয়— অর্থাৎ, ডুবে মৃত্যু পাওয়া।

0
Updated: 3 weeks ago
'মরণ রে তুঁহু মম শ্যাম সমান।' - পংক্তিটির রচয়িতা-
Created: 1 month ago
A
বিদ্যাপতি
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
গােবিন্দদাস
D
কৃষ্ণদাস কবিরাজ
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী—তিনি কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ এবং সমাজ-সংস্কারক। প্রধানত কবি হিসেবে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোট গল্পের জনক বলা হয়।
-
তিনি রচিত ‘গীতাঞ্জলি’ অবলম্বনে ইংরেজি অনুবাদ ‘Song Offerings’ ১৯১২ সালে প্রকাশিত হয়।
-
নোবেল পুরস্কার প্রাপ্তি বাংলা ‘গীতাঞ্জলি’ জন্য নয়, বরং ইংরেজি অনুবাদ ‘Song Offerings’ এর জন্য।
-
ব্রিটিশ সরকার ১৯১৫ সালে তাকে নাইটহুড উপাধি প্রদান করে।
-
ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৩৬ সালে তাকে ডি. লিট্ উপাধি প্রদান করে।
আধুনিক কবিদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর পদাবলী রচনায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
-
পদাবলী নিয়ে তার রচিত কাব্যের নাম ‘ভানুসিংহের পদাবলী’, যার বেশির ভাগ পদ ব্রজবুলি ভাষায় রচিত।
-
গ্রন্থটি ১৮৮৪ সালে প্রকাশিত হয়।
-
এর অন্তর্গত একটি লেখা: ‘মরণ রে, তুঁহু মম শ্যাম সমান! মেঘ বরণ তুঝ, মেঘ জটাজুট রক্ত কমল কর.......’

0
Updated: 1 month ago