শুদ্ধ বানান কোনটি?
A
ষ্টেশন
B
রুগ্ণ
C
বিপ্রকর্স
D
সাধারন
উত্তরের বিবরণ
শুদ্ধ বানান হলো - স্টেশন , বিপ্রকর্ষ , সাধারণ।

0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ?
Created: 1 month ago
A
হ্ + ঋ = হ্র
B
হ্ + র = হ্র
C
হ্ + স = হ্র
D
হ্ + য = হ্র
• শুদ্ধ যুক্তবর্ণের গঠন:
-
হ্ + র = হ্র
• গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
হ্ + ঋ = হৃ
-
হ্ + ম = হ্ম
-
হ্ + উ = হু
-
হ্ + ণ = হ্ণ
-
হ্ + ন = হ্ন

0
Updated: 1 month ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
মুমুর্ষু
B
মূমুর্ষূ
C
মুমূর্ষু
D
মূমূর্ষ
মুমূর্ষু শব্দটির সঠিক বানান হলো মুমূর্ষু। এটি একটি বিশেষণ যা মূলত সংস্কৃত ভাষা থেকে এসেছে।
-
অর্থ:
-
মৃত্যুকাল আসন্ন এমন ব্যক্তি বা প্রাণী।
-
মরণাপন্ন।
-
মৃতপ্রায়।
-

0
Updated: 1 month ago
বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?
Created: 4 months ago
A
হাতি/হাতী
B
নারি/নারী
C
জাতি/জাতী
D
দাদি/দাদী
বাংলা একাডেমি বানান অভিধান অনুসারে:
-
নারি, নারী — উভয়ই বানান শুদ্ধ।
নারি (ক্রিয়া পদ)
-
এটি একটি বাংলা শব্দ।
-
অর্থ: না পারি।
-
উদাহরণ: যারে দেখতে নারি তার চলন বাঁকা।
নারী (বিশেষ্য পদ)
-
এটি একটি সংস্কৃত শব্দ।
-
অর্থ: স্ত্রীকুলের প্রাপ্তবয়স্ক মানুষ, মানবী।
অন্যদিকে,
-
হাতি, জাতি, দাদি — এই বানানগুলো শুদ্ধ।
-
তবে হাতী, জাতী, দাদী বানানগুলো অশুদ্ধ।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

0
Updated: 4 months ago