A
থমাস হবসন, হুগো, গ্রোসিয়াস ও জন লক-এর লেখনী থেকে
B
ম্যাগনা কার্টা থেকে
C
গ্রিক, খ্রিস্টান ও মধ্যযুগীয় ধর্মতত্ত্ব থেকে
D
কনফুসিয়ানিজম থেকে
উত্তরের বিবরণ
প্রাকৃতিক আইন
প্রাকৃতিক আইনের উদ্ভব হয় থমাস হবসন, হুগো ও জন লক-এর লেখনী থেকে।
• দার্শনিকদের মতবাদ:
- ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ও আধুনিক গণতন্ত্রের জনক জন লক ‘টু ট্রিটিজেস অন সিভিল গভর্নমেন্ট’ গ্রন্থে সামাজিক চুক্তি মতবাদ বিশ্লেষণ করেছেন।
- হবসের মতো লকও প্রকৃতির রাজ্যের বর্ণনা দিয়েছেন।
- তবে জন লকের মতে, প্রকৃতির রাজ্যে প্রাকৃতিক আইন ছিল। মানুষ প্রাকৃতিক আইন মেনে চলত, তার মতে প্রকৃতির রাজ্য ছিল শান্তিময় ও সম্পদে পরিপূর্ণ।
- মানুষেরা নিজের ইচ্ছামত প্রকৃতির আইন ব্যাখ্যা করতে থাকে।
- কেননা আইনের ব্যাখ্যা কিংবা প্রয়োগের জন্য কোন সাধারণ কর্তৃপক্ষ ছিল না। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য প্রকৃতির রাজ্যের অধিবাসীরা দুটি চুক্তি করে।
• চুক্তিদ্বয়:
- প্রথম চুক্তি সম্পাদিত হয় আদিবাসীদের মধ্যে। তারা একটি সাধারণ কর্তৃপক্ষের কাছে ক্ষমতা ও অধিকার পরিত্যাগে সম্মত হয়।
- দ্বিতীয় চুক্তি করা হয় সমাজ পরিচালনার নিমিত্তে। সমাজ বা সম্প্রদায় শর্তসাপেক্ষে সরকারকে কিছু ক্ষমতা দান করে।
• চুক্তির শর্ত:
- চুক্তির শর্ত অনুযায়ী সরকার জনগণের জীবন, সম্পদ ও স্বাধীনতা রক্ষা করবে। এসব শর্ত পূরণে সরকার ব্যর্থ হলে জনগণের অধিকার আছে সরকারকে ক্ষমতাচ্যুত করার। এভাবে লক সামাজিক চুক্তির মাধ্যমে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেন।
উৎস: পৌরনীতি ও সুশাসন, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 day ago
'মংডু' কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
Created: 1 week ago
A
বাংলাদেশ-মায়ানমার
B
মিয়ানমার-চীন
C
বাংলাদেশ-ভারত
D
ভারত-মায়ানমার
মংডু ও বাংলাদেশের সীমান্ত
-
মংডু:
মংডু হলো মায়ানমারের রাখাইন প্রদেশের একটি জেলা শহর, যা বাংলাদেশের কক্সবাজার জেলার সীমান্তে অবস্থিত। মংডু ও বাংলাদেশের টেকনাফ শহরকে আলাদা করেছে নাফ নদী। এছাড়া, টেকনাফ-মংডু সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্যও চলে। -
বাংলাদেশের সীমান্তজেলা:
বাংলাদেশের মোট ৩২টি জেলা সীমান্ত সংলগ্ন। এর মধ্যে:-
৩০টি জেলা ভারতের সঙ্গে সীমান্ত ভাগ করে।
-
৩টি জেলা (কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান) মায়ানমারের সঙ্গে সীমান্ত ভাগ করে।
-
রাঙ্গামাটি জেলা বিশেষ, কারণ এটি একমাত্র জেলা যা ভারত ও মায়ানমার—দুই দেশের সাথেই সীমান্তযুক্ত।
-
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন, পত্রিকা রিপোর্ট।

0
Updated: 1 week ago
EURO is the currency of -
Created: 2 weeks ago
A
Asia
B
Europe
C
America
D
Africa
ইউরো মুদ্রা
-
ইউরো হলো ইউরোপীয় ইউনিয়নের (EU) অনেক দেশ মিলিয়ে ব্যবহৃত একক মুদ্রা।
-
ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
-
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (European Central Bank) ১ জানুয়ারি ১৯৯৯ সালে EU অঞ্চলে ইউরো মুদ্রা চালু করে।
-
ইউরো মুদ্রা € প্রতীক দিয়ে প্রকাশ করা হয়।
ইতিহাস ও দেশসমূহ
-
১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ প্রথমবার ইউরো ব্যবহার শুরু করে:
অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো, ভ্যাটিকান সিটি। -
পরবর্তী বছরগুলোতে আরও দেশ ইউরো গ্রহণ করে:
-
২০০৮ সালে সাইপ্রাস ও মাল্টা
-
২০১৫ সালে লিথুয়ানিয়া
-
২০২৩ সালে ক্রোয়েশিয়া, যা ২০তম দেশ হিসেবে ইউরো গ্রহণ করে।
-
বর্তমানে ইউরো ব্যবহারকারী ২০টি দেশ:
অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া।
উৎস: European Union ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?
Created: 1 month ago
A
১৯৭৭
B
১৯৭৮
C
১৯৭৯
D
১৯৮১
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
-
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যা যুক্তরাজ্য থেকে পরিচালিত হয়।
-
এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬১ সালে।
-
এর সদর দপ্তর অবস্থিত লন্ডনে, যুক্তরাজ্যে।
-
বর্তমানে সংস্থাটির মহাসচিবের পদে আছেন অ্যাগনেস ক্যালামার্ড।
-
১৯৭৭ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শান্তির জন্য নোবেল শান্তি পুরস্কার অর্জন করে।
বিশেষ দ্রষ্টব্য: অ্যাগনেস ক্যালামার্ড, ফ্রান্সের নাগরিক, ২০২১ সালে এই সংস্থার মহাসচিব হিসেবে নিযুক্ত হন।
তথ্যের উৎস: Amnesty International-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 month ago