A
টমাস হবসন
B
ভি. আই লেনিন
C
কার্ল মার্কস
D
এন্টিনিও গ্রামসি
উত্তরের বিবরণ
ভ্লাদিমির ইলিচ লেনিন ছিলেন সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা। তিনি পুঁজিবাদের প্রকৃত রূপ বিশ্লেষণ করে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন। ১৯১৭ সালে প্রকাশিত সেই বইটির নাম “Imperialism, the Highest Stage of Capitalism”।
এতে লেনিন দেখিয়েছেন যে, পুঁজিবাদ শুধু অর্থনীতির ওপর নির্ভরশীল নয়, বরং এর ভেতরে অর্থনীতি একটি প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করে। এই গ্রন্থে তিনি ব্যাখ্যা করেছেন কীভাবে পুঁজিবাদ ধাপে ধাপে সাম্রাজ্যবাদে রূপ নেয়। তাই এটি পুঁজিবাদ সম্পর্কিত একটি বিখ্যাত ও প্রভাবশালী গ্রন্থ হিসেবে পরিচিত।
উৎস: Britannica

0
Updated: 1 day ago
IMF (International Monetary Fund) is the result of -
Created: 2 weeks ago
A
Hawana Conference
B
Geneva Conference
C
Rome Conference
D
Brettonwood Conference
IMF (আন্তর্জাতিক মুদ্রা তহবিল)
-
পূর্ণরূপ: International Monetary Fund
-
গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪
-
আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭
-
প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference
-
সদস্য সংখ্যা: ১৯১টি দেশ
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা
-
রিজার্ভ মুদ্রা: মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েন, ইউরো, চীনা ইউয়ান
Bretton Woods Conference
-
সময় ও স্থান: ১-২২ জুলাই, ১৯৪৪, নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
অংশগ্রহণকারী দেশ: ৪৪টি
-
প্রধান উদ্যোক্তা: হ্যারি ডেক্সটার হোয়াইট (যুক্তরাষ্ট্র) ও জন মেনার্ড কেইনস (যুক্তরাজ্য)
-
তাদেরকে IMF ও World Bank-এর Founding Fathers বলা হয়
-
সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় দুটি প্রতিষ্ঠান গড়ার:
১. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
২. আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (World Bank) -
এই এবং আরও কয়েকটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান একত্রে পরিচিত Bretton Woods Institutions নামে
উৎস: U.S. Department of State।

0
Updated: 2 weeks ago
এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
Created: 2 weeks ago
A
নেপাল
B
ভারত
C
ভুটান
D
মালদ্বীপ
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।
নেপালকে ১৯৬২ ও ১৯৯০ সালের সংবিধানের মাধ্যমে সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল। ২০০৭ সালের জানুয়ারিতে, অন্তর্বর্তীকালীন সংসদের মাধ্যমে নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করা হলেও,
তখন ধর্মের স্বাধীনতাকে বিশেষভাবে প্রভাবিত করে এমন কোনো আইন পরিবর্তন করা হয়নি। তবে ২০০৮ সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে নেপাল প্রজাতন্ত্র ঘোষণা করা হয়, এবং এর পর নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সংবিধানে চিহ্নিত করা হয়।
- অপশনের ৪টি রাষ্ট্র সাংবিধানিকভাবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র।
উৎস: U.S. Department of State (.gov) ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago
মাথাপিছু গ্রিনহাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি?
Created: 5 days ago
A
রাশিয়া
B
যুক্তরাষ্ট্র
C
ইরান
D
জার্মানি
মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ
গ্রিনহাউস গ্যাস (Greenhouse Gases)
গ্রিনহাউস গ্যাস হলো সেই গ্যাসগুলো যা পৃথিবীর বায়ুমণ্ডলে তাপ ধরে রাখতে সাহায্য করে। এগুলি সূর্য থেকে আসা অতিবেগুনী রশ্মি শোষণ করে এবং পুনরায় মহাশূন্যে ফিরিয়ে দেয়। এর ফলে পৃথিবীর তাপমাত্রা স্থিতিশীল থাকে। প্রধান গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে রয়েছে:
-
জলীয় বাষ্প (Water vapor)
-
কার্বন ডাই-অক্সাইড (CO₂)
-
মিথেন (CH₄)
-
ওজোন (O₃)
-
নাইট্রাস অক্সাইড (N₂O)
-
ক্লোরোফ্লোরোকার্বন (CFCs)
মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ
গত সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মাথাপিছু (per capita) গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষ অবস্থানে রয়েছে কাতার। অন্যান্য শীর্ষ দেশগুলোর মধ্যে আছে: বাহরাইন, ব্রুনাই, কুয়েত, ত্রিনিদাদ ও টোবাগো, সংযুক্ত আরব আমিরাত, ওমান, মঙ্গোলিয়া, সৌদি আরব, এবং অস্ট্রেলিয়া।
উৎস: Our World in Data

0
Updated: 5 days ago