A
ভারতীয় জনতা পার্টি
B
কমুনিস্ট পার্টি
C
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
D
বহুজন সমাজ পার্টি
উত্তরের বিবরণ
ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হলো ভারতীয় জাতীয় কংগ্রেস। এটি ছিল ভারতবর্ষের সর্বপ্রথম সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন।
-
ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ১৮৮৫ সালে।
-
এর প্রতিষ্ঠাতা ছিলেন ইংরেজ প্রশাসনিক কর্মকর্তা অ্যালান অক্টাভিয়ান হিউম।
-
প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জী।
-
এর আগে সুরেন্দ্রনাথ ব্যানার্জী ১৮৭৬ সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে তুলেছিলেন, যা কংগ্রেস গঠনের পথ সুগম করেছিল।
অতএব, ভারতীয় উপমহাদেশের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে কংগ্রেস ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
উৎস: Encyclopedia Britannica

0
Updated: 1 day ago
কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়?
Created: 1 month ago
A
অছি পরিষদ
B
সাধারণ পরিষদ
C
নিরাপত্তা পরিষদ
D
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গসংস্থা
জাতিসংঘের কার্যক্রম পরিচালনার জন্য এর ছয়টি প্রধান অঙ্গসংস্থা রয়েছে। এরা হলো:
-
সাধারণ পরিষদ (General Assembly)
-
নিরাপত্তা পরিষদ (Security Council)
-
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council)
-
আন্তর্জাতিক বিচার আদালত (International Court of Justice)
-
অছি পরিষদ (Trusteeship Council)
-
জাতিসংঘ সচিবালয় (Secretariat)
নিরাপত্তা পরিষদ (UN Security Council)
-
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মোট ১৫ সদস্যের সমন্বয়ে গঠিত।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী পাঁচটি পরাশক্তি এই পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রয়েছে।
-
এই পাঁচটি দেশ হচ্ছে: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।
-
একত্রে এদের ‘পি-৫ (P-5)’ নামে ডাকা হয়।
-
নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতেই সাধারণ পরিষদ নতুন সদস্য রাষ্ট্রকে জাতিসংঘে অন্তর্ভুক্ত করে।
-
মহাসচিব নিয়োগ এবং আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক নির্বাচনের ক্ষেত্রেও নিরাপত্তা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
মহাসচিব নির্বাচন হয় নিরাপত্তা পরিষদের সুপারিশে এবং সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
-
জাতিসংঘ সনদের ২৩ নম্বর অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্যদের সম্পর্কে বিশদভাবে উল্লেখ রয়েছে।
অস্থায়ী সদস্য
-
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা নির্বাচিত হন দুই বছরের মেয়াদে।
-
বর্তমানে পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো:
-
২০২৪ সালের মেয়াদে: ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক, সুইজারল্যান্ড।
-
২০২৫ সালের মেয়াদে: আলজেরিয়া, গায়ানা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া।
উৎস: UN Security Council (আধিকারিক ওয়েবসাইট)
-

0
Updated: 1 month ago
কোপেনহেগেন কোন দেশের রাজধানী?
Created: 2 weeks ago
A
ডেনমার্ক
B
বেলজিয়াম
C
ভিয়েতনাম
D
আর্মেনিয়া
ডেনমার্ক
ডেনমার্ক ইউরোপের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত একটি দেশ। এটি স্ক্যান্ডিনেভিয়ার গুরুত্বপূর্ণ অংশ এবং নর্ডিক দেশগুলোর মধ্যে অন্যতম। সরকারিভাবে দেশটির নাম “কিংডম অফ ডেনমার্ক”। রাজধানী হল কোপেনহেগেন, আর বৃহত্তম শহরগুলোর মধ্যে আরহুস এবং আলব্রোগা রয়েছে। ডেনমার্কের সরকারি ভাষা হলো ডেনিশ, এবং দেশের জাতীয় পতাকা ১২১৯ সাল থেকে ব্যবহৃত হচ্ছে।
অন্য দেশের উদাহরণ:
-
বেলজিয়ামের রাজধানী: ব্রাসেলস
-
ভিয়েতনামের রাজধানী: হানয়
-
আর্মেনিয়ার রাজধানী: ইয়েরেভান
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago
শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
Created: 2 weeks ago
A
মিসর
B
ইরাক
C
ইরান
D
থাইল্যান্ড
থাইল্যান্ড
-
থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
-
দেশটির ভূগোল বৈচিত্র্যময়: উত্তর দিকে আছে পাহাড়ি বনাঞ্চল, কেন্দ্রীয় অংশে উর্বর ধানের মাঠ, উত্তর-পূর্বে বিস্তৃত মাটি এবং দক্ষিণ উপদ্বীপে সুন্দর সমুদ্রতট।
-
'থাই' শব্দের অর্থ মুক্ত, তাই 'থাইল্যান্ড' মানে মুক্ত ভূমি।
-
রাজধানী: ব্যাংকক।
-
মুদ্রা: বাথ।
ঐতিহাসিক তথ্য
-
প্রাচীনকালে থাইল্যান্ডকে শ্যাম দেশ বলা হতো।
-
১৯৩৯ সাল পর্যন্ত দেশটির নাম শ্যাম ছিল।
-
থাইল্যান্ড কখনও ইউরোপীয় ঔপনিবেশের অধীনে আসেনি।
-
১৯৩২ সালে একটি বিপ্লবের মাধ্যমে থাইল্যান্ডের নিরঙ্কুশ রাজতন্ত্র থেকে সাংবিধানিক রাজতন্ত্রে রূপান্তর ঘটে। এরপর থেকে দেশটি নির্বাচিত সংসদ দ্বারা শাসিত হচ্ছে।
সূত্র: Britannica

0
Updated: 2 weeks ago