‘মন না মতি’ বাগধারার অর্থ কী?
A
চালবাজি
B
অস্থির মানব মন
C
অরাজক পরিস্থিতি
D
অমূল্য সম্পদ
উত্তরের বিবরণ
মন না মনি বাগ্ধারাটিত সঠিক অর্থ: অস্থির মানব মন। বাক্যের উদাহরণ: মানুষের মন তো বদলেই থাকে; কথায় বলে – ‘মন না মতি’।

0
Updated: 1 month ago
‘ছাই চাপা আগুন' কী অর্থ প্রকাশ করে?
Created: 2 weeks ago
A
গোপন গুণ
B
গোপন দোষ
C
প্রতিশোধের আগুন
D
ক্রোধ দেখানো
বাগধারা এবং অর্থ:
-
ছাই চাপা আগুন → অপ্রকাশিত প্রতিভা, গোপন গুণ
-
বাক্য: মানিক হচ্ছে ছাই চাপা আগুন, তার উন্নতি হবেই।
-
অন্যান্য গুরুত্বপূর্ণ বাগধারা:
-
কালে ভদ্রে → কদাচিৎ
-
ডাকাবুকো → নির্ভীক
-
পায়া ভারি → অহঙ্কার
-
কানকাটা → বেহায়া
-
বকধার্মিক → ভণ্ড
-
ঝিঙেফুল → আয়ু ফুরিয়ে আসা

0
Updated: 2 weeks ago
'ঈদের চাঁদ' বাগ্ধারার অর্থ কী?
Created: 4 weeks ago
A
অত্যন্ত প্রিয়জন
B
কাল্পনিক বস্তু
C
বিশিষ্ট ব্যক্তি
D
আকাঙ্ক্ষিত বস্তু
বাংলা ভাষায় বিভিন্ন বাগ্ধারা বা প্রবাদসমূলক শব্দবন্ধের নির্দিষ্ট অর্থ রয়েছে। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্ধারা ও তাদের অর্থ উদাহরণসহ দেওয়া হলো।
-
‘ঈদের চাঁদ’
-
অর্থ: আকাঙ্ক্ষিত বস্তু
-
উদাহরণ বাক্য: হারানো ছেলেকে ফিরে পেয়ে মা যেন ঈদের চাঁদ হাতে পেলেন।
-
-
‘আঁধার ঘরের মানিক’
-
অর্থ: অত্যন্ত প্রিয়জন
-
-
‘আকাশকুসুম’
-
অর্থ: কাল্পনিক বস্তু
-
-
‘কেউকেটা’
-
অর্থ: বিশিষ্ট ব্যক্তি
-

0
Updated: 4 weeks ago
‘দহরম মহরম’ – এর বিপরীত বাগধারা কোনটি?
Created: 1 month ago
A
জিলাপির প্যাঁচ
B
অহিনকুল
C
দুধের মাছি
D
বসন্তের কোকিল
‘দহরম - মহরম' বিপরীতার্থক বাগধারা 'অহিনকুল' উল্লেখ্য, অহিনকুল অর্থ ভীষণ শত্রুতা। দুধের মাছি এবং বসন্তের কোকিল অর্থ সুসময়ের বন্ধু। জিলাপির প্যাচ অর্থ কুটিল বুদ্ধি।

0
Updated: 1 month ago