‘আমন্ত্রণ’ শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি নয়?
A
আহ্বান
B
নিমন্ত্রণ
C
প্রত্যাবান
D
আবাহন
উত্তরের বিবরণ
‘আমন্ত্রণ’ শব্দের সমার্থক শব্দ- নিমন্ত্রণ, আহ্বান, আবাহন, আহূতি, ডাক, সম্ভাষণ, নেমন্তন্ন ইত্যাদি।

0
Updated: 1 month ago
কোনটি সমার্থক শব্দ নয়?
Created: 2 months ago
A
পাবক
B
পবন
C
বহ্নি
D
অনল
পাবক, অনল ও বহ্নি হলো আগুন শব্দের সমার্থক শব্দ । পবন শব্দের সমার্থক শব্দ বাতাস, বায়ু, অনিল, সমীরণ, বাত, মরুৎ, সমীর ইত্যাদি।

1
Updated: 2 months ago
'অতিথি' এর সমার্থক শব্দ কোনটি?
Created: 1 week ago
A
অভ্যাগত
B
কুটুম
C
কুটুম্ব
D
উপরের সবগুলোই
‘অতিথি’ শব্দের প্রতিশব্দ হলো এমন সব শব্দ, যা কাউকে আগন্তুক বা আগমনকারী হিসেবে নির্দেশ করে। এরা সকলেই কোনো গৃহ, সমাজ বা স্থানে আগত ব্যক্তিকে বোঝায়।
‘অতিথি’-এর প্রতিশব্দসমূহ:
-
অভ্যাগত
-
মেহমান
-
নিমন্ত্রিত
-
আমন্ত্রিত
-
কুটুম
-
কুটুম্ব
-
আগন্তুক
এসব শব্দে অর্থের সূক্ষ্ম পার্থক্য থাকলেও মূলত এরা সকলেই আগত বা আমন্ত্রিত ব্যক্তিকে প্রকাশ করে।

0
Updated: 1 week ago
‘পতাকা’- এর সমার্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
কেতন
B
মার্গ
C
নলিন
D
ভাজন
পতাকা - ' এর সমার্থক শব্দ হলো ' কেতন'। এরুপ - ঝাণ্ডা, ধ্বজা, নিশান বৈজয়ন্তী।

0
Updated: 2 months ago