A
প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা রোধ
B
পরিবেশ সংরক্ষণ
C
মানবাধিকার সংরক্ষণ
D
ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ
উত্তরের বিবরণ
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, যার মূল কার্যালয় যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে এবং মানবাধিকার রক্ষার জন্য কাজ করে আসছে।
এ সংস্থার বর্তমান মহাসচিব হলেন ফরাসি নাগরিক অ্যাগনেস ক্যালামার্ড, যিনি ২০২১ সালে এই পদে নিযুক্ত হন। মানবাধিকারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৭৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
উৎস: Amnesty International-এর সরকারি ওয়েবসাইট

0
Updated: 1 day ago
'গ্রিনপিস' যাত্রা শুরু করে -
Created: 5 days ago
A
১৯৪৫
B
২০১১
C
২০১৩
D
১৯৭১
গ্রিনপিস (Greenpeace)
গ্রিনপিস একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা, যা ১৯৭১ সালে কানাডার ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়ায় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদর দফতর আমস্টারডাম, নেদারল্যান্ডসে অবস্থিত।
সংক্ষিপ্ত ইতিহাস:
-
১৯৬৯ সালে পারমাণবিক শক্তি এবং পারমাণবিক বোমার পরীক্ষা রোধ করার উদ্দেশ্যে "Don’t Make a Wave Committee" গঠন করা হয়।
-
১৯৭১ সালে এই কমিটি ‘গ্রিনপিস’ নামে পরিচিত হয়।
উদ্দেশ্য:
গ্রিনপিস মূলত পৃথিবীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, বন্য পরিবেশ ধ্বংস রোধ, গ্লোবাল ওয়ার্মিং কমানো, অতিরিক্ত মৎস্য শিকার ও বানিজ্যিক তিমি শিকার বন্ধ এবং পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ন্ত্রণে কাজ করে।
বিশ্বব্যাপী কার্যক্রম:
গ্রিনপিসের কার্যক্রম ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিস্তৃত। এটি ৫৫টিরও বেশি দেশে ২৫টি স্বাধীন জাতীয় ও আঞ্চলিক সংস্থা এবং একটি সমন্বয়কারী সংস্থা, Greenpeace International-এর মাধ্যমে পরিচালিত হয়।
উৎস: Greenpeace International ওয়েবসাইট।

0
Updated: 5 days ago
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?
Created: 1 week ago
A
৮০ বিলিয়ন ডলার
B
১০০ বিলিয়ন ডলার
C
১৫০ বিলিয়ন ডলার
D
২০০ বিলিয়ন ডলার
গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund)
গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF) গঠিত হয় ২০১০ সালে, যার মূল উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলিকে সহায়তা করা।
ফান্ডটির মাধ্যমে এসব দেশকে অর্থ সহায়তা প্রদান করা হয় যাতে তারা কার্বন নির্গমন কমাতে পারে এবং জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবেলা করতে সক্ষম হয়।
ফান্ডটি প্রথম ঘোষণা করা হয় মেক্সিকোর ক্যানকুনে অনুষ্ঠিত COP-16 সম্মেলনে, যেখানে বিশ্বের নেতারা বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রতি সম্মতি জানায়। সম্মেলনের সময়, দরিদ্র দেশগুলোর জন্য ১০০ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়।
সদর দফতর: ইনচন, দক্ষিণ কোরিয়া।
উৎস: Green Climate Fund ওয়েবসাইট

0
Updated: 1 week ago
'উইঘুর' হলো-
Created: 1 week ago
A
চীনের একটি খাবারের নাম
B
চীনের একটি ধর্মীয় স্থানের নাম
C
চীনের একটি শহরের নাম
D
চীনের একটি সম্প্রদায়ের নাম
উইঘুর ও জিনজিয়াং
-
উইঘুর: চীনের একটি মুসলিম সম্প্রদায়।
-
জিনজিয়াং প্রদেশ:
-
চীনের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত।
-
রাজধানী হলো উরুমকি।
-
এখানে উইঘুর এবং হানা সম্প্রদায়ের মানুষ বাস করে।
-
-
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
১৯৪৯ সালের আগে জিনজিয়াং একটি স্বাধীন রাষ্ট্র ছিল, যার নাম ছিল পূর্ব তুর্কিস্থান।
-
স্বাধীনতা হারানোর পর চীনা কমিউনিস্ট সরকার দ্বারা এখানকার মুসলিমদের উপর কঠোর দমন চালানো হচ্ছে।
-
-
বর্তমান পরিস্থিতি:
-
পুনঃশিক্ষা কেন্দ্র বা "বন্দিশিবিরে" প্রায় ১২ লাখ উইঘুর মুসলিম আটক রয়েছেন।
-
এই কারণে জিনজিয়াংকে প্রায়ই “পৃথিবীর বৃহত্তম কারাগার” বলা হয়।
-
রোহিঙ্গাদের পরে উইঘুররা বিশ্বের সবচেয়ে বেশি নির্যাতিত জনগোষ্ঠীর মধ্যে পড়ে।
-
তথ্যসূত্র: Amnesty International, Human Rights Watch, ব্রিটানিকা, Council on Foreign Relations (CFR) ও অন্যান্য অনলাইন সূত্র।

0
Updated: 1 week ago