A
UNO
B
NAM
C
GATT
D
ASEAN
উত্তরের বিবরণ
জাতিসংঘ (United Nations Organization)
-
জাতিসংঘ বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থা।
-
এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
-
জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন ১৯৪৫, স্থান: যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।
-
কার্যক্রম শুরু হয়: ২৪ অক্টোবর ১৯৪৫ → এ দিনটিই জাতিসংঘ দিবস।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫১টি রাষ্ট্র, বর্তমানে সদস্য সংখ্যা ১৯৩টি।
-
সর্বশেষ যোগ দেওয়া দেশ: দক্ষিণ সুদান।
-
বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
-
সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
ভাষা
-
দাপ্তরিক ভাষা: ৬টি → ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি।
-
কার্যকরী ভাষা: ইংরেজি ও ফরাসি।
বিশেষ তথ্য
-
স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র: ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন।
-
মূল অঙ্গসংস্থা: ৬টি (সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক বিচার আদালত, সচিবালয়, ট্রাস্টিশিপ কাউন্সিল)।
-
১৯৯৫ সালে জাতিসংঘ তার ৫০ বছর পূর্তি বা গোল্ডেন জুবিলি উদযাপন করে।
উৎস: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 1 day ago
IMF-এর সদর দপ্তর অবস্থিত-
Created: 5 days ago
A
ওয়াশিংটন ডিসি
B
নিউইয়র্ক
C
জেনেভা
D
রোম
IMF (International Monetary Fund) বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল:
-
প্রতিষ্ঠা ও ইতিহাস:
১৯৩০ সালের মহামন্দার পর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলন (Bretton Woods Conference) এর মাধ্যমে IMF গঠিত হয়। এই সম্মেলনে ৪৪টি দেশের নেতা অংশ নেন। মূল উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes, যাদের IMF ও বিশ্বব্যাংকের “Founding Fathers” বলা হয়। -
উদ্দেশ্য:
আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা এবং দেশের মধ্যে আর্থিক সহযোগিতা নিশ্চিত করা। -
সদস্যপদ:
বর্তমানে IMF-এর সদস্য দেশ ১৯০টি, বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট সদস্যপদ লাভ করে। -
সদর দপ্তর ও নেতৃত্ব:
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা -
প্রধান বৈশিষ্ট্য:
IMF-এর রিজার্ভ মুদ্রা হলো ৫টি: ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান। -
উল্লেখযোগ্য ফলাফল:
ব্রেটন উডস সম্মেলনের ফলশ্রুতিতে IMF, বিশ্বব্যাংক, এবং পরবর্তীতে GATT (বর্তমান WTO) গঠিত হয়।
উৎস: IMF-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 5 days ago
কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়?
Created: 5 days ago
A
NATO
B
SALT
C
NPT
D
CTBT
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও সামরিক জোট
1. SALT (Strategic Arms Limitation Talks)
-
উদ্দেশ্য: কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত করা।
-
শুরু: ১৯৬৯ সালে, হেলসিংকিতে।
-
পক্ষ: যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন।
-
চুক্তি:
-
SALT-I: ২৬ মে ১৯৭২
-
SALT-II: ১৮ জুন ১৯৭৯
-
-
গুরুত্বপূর্ণ শর্ত: পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ‘ফ্রিজ’ করা, কোনো পক্ষ সংখ্যা বাড়াতে পারবে না।
-
অনুপ্রেরণা: Anti-Ballistic Missile Treaty।
2. NPT (Nuclear Non-Proliferation Treaty)
-
উদ্দেশ্য: পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ।
-
স্বাক্ষরিত: ১ জুলাই ১৯৬৮
-
কার্যকর: ৫ মার্চ ১৯৭০
-
স্বাক্ষরকারী দেশ: ১৯১টি
-
পারমাণবিক শক্তিধর দেশ: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল।
3. CTBT (Comprehensive Nuclear Test Ban Treaty)
-
উদ্দেশ্য: সব ধরনের পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করা।
-
গ্রহণ: জাতিসংঘ সাধারণ পরিষদে ১০ সেপ্টেম্বর ১৯৯৬
-
স্বাক্ষরিত: ২৪ সেপ্টেম্বর ১৯৯৬
-
স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি
4. NATO (North Atlantic Treaty Organisation)
-
স্বরূপ: উত্তর আটলান্টিক চুক্তির ভিত্তিতে তৈরি একটি সামরিক জোট।
-
লক্ষ্য: পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করা।
-
প্রতিষ্ঠিত: ৪ এপ্রিল ১৯৪৯
-
সদস্য:
-
প্রতিষ্ঠাতা: ১২টি
-
বর্তমান: ৩২টি (সর্বশেষ: সুইডেন)
-
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক
উল্লেখযোগ্য:
-
SALT, NPT, CTBT পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত।
-
NATO পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নয়; এটি একটি সামরিক জোট।
উৎস: Arms Control Association, NATO অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 5 days ago
"Imperialism, the Highest Stage of Capitalism " বইটি কার লেখা?
Created: 1 day ago
A
টমাস হবসন
B
ভি. আই লেনিন
C
কার্ল মার্কস
D
এন্টিনিও গ্রামসি
ভ্লাদিমির ইলিচ লেনিন ছিলেন সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা। তিনি পুঁজিবাদের প্রকৃত রূপ বিশ্লেষণ করে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন। ১৯১৭ সালে প্রকাশিত সেই বইটির নাম “Imperialism, the Highest Stage of Capitalism”।
এতে লেনিন দেখিয়েছেন যে, পুঁজিবাদ শুধু অর্থনীতির ওপর নির্ভরশীল নয়, বরং এর ভেতরে অর্থনীতি একটি প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করে। এই গ্রন্থে তিনি ব্যাখ্যা করেছেন কীভাবে পুঁজিবাদ ধাপে ধাপে সাম্রাজ্যবাদে রূপ নেয়। তাই এটি পুঁজিবাদ সম্পর্কিত একটি বিখ্যাত ও প্রভাবশালী গ্রন্থ হিসেবে পরিচিত।
উৎস: Britannica

0
Updated: 1 day ago