কোনটির আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয়?
A
নেতা
B
কবি
C
দাতা
D
বাদশাহ
উত্তরের বিবরণ
কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচক শব্দ বলে। যেমন – কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি। কতগুলো পুরূষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে স্ত্রীবাচক করা হয়।
যেমন- কবি থেকে মহিলা কবি, ডাক্তার থেকে মহিলা ডাক্তার। আবার কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে। যেমন- সতীন, সৎমা, সধবা ইত্যাদি।

0
Updated: 1 month ago
নিত্য নারীবাচক শব্দের উদাহরণ কোনটি?
Created: 2 months ago
A
নেত্রী
B
শিক্ষিকা
C
সতীন
D
তেজস্বিনী
• নিত্য নারীবাচক শব্দের উদাহরণ = সতীন।
- নিত্য নারীবাচক শব্দের কোন নরবাচক শব্দ নেই।
অন্যদিকে,
- নেতা - নেত্রী,
- তেজস্বী - তেজস্বিনী
- শিক্ষক - শিক্ষিকা,

0
Updated: 2 months ago
'অনাথ' এর স্ত্রীলিঙ্গ কী?
Created: 1 month ago
A
অনার্থীনি
B
অনাথিনী
C
অনাথি
D
নাথবর্তী
'অনাথ' শব্দের স্ত্রীলিঙ্গ অনাথিনী বা অনাথা।

0
Updated: 1 month ago
’আমি’ শব্দটি কোন লিঙ্গ?
Created: 2 months ago
A
পুংলিঙ্গ
B
স্ত্রীলিঙ্গ
C
ক্লীব লিঙ্গ
D
উভয় লিঙ্গ
‘আমি’ শব্দটি একটি সর্বনাম (pronoun), যা বক্তা নিজেকে বোঝাতে ব্যবহার করে। এটি কোনো নির্দিষ্ট লিঙ্গ নির্দেশ করে না। তাই এটি সব লিঙ্গের ক্ষেত্রেই ব্যবহার করা যায়।
সঠিক উত্তর: ঘ) উভয় লিঙ্গ ✅

0
Updated: 2 months ago