A
ঢাকা
B
নয়াদিল্লী
C
কলম্বো
D
কাঠমান্ডু
উত্তরের বিবরণ
SAARC (দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা ফোরাম)
-
পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation
-
প্রতিষ্ঠা: ৮ ডিসেম্বর ১৯৮৫, ঢাকায়
-
প্রথম মহাসচিব: আবুল আহসান (বাংলাদেশ), দায়িত্বকাল: ১৬ জানুয়ারি ১৯৮৭ – ১৫ অক্টোবর ১৯৮৯
-
সদরদপ্তর: কাঠমুন্ডু, নেপাল
-
সদস্য দেশ (বর্তমান ৮টি):
১. বাংলাদেশ
২. ভারত
৩. পাকিস্তান
৪. নেপাল
৫. শ্রীলংকা
৬. ভুটান
৭. মালদ্বীপ
৮. আফগানিস্তান (সর্বশেষ সদস্য, ৩ এপ্রিল ২০০৭ সালে যোগ দেয়) -
প্রথম সার্ক সম্মেলন: ৭–৮ ডিসেম্বর ১৯৮৫, ঢাকায়
-
প্রতিষ্ঠাতা সদস্য: মূল ৭টি দেশ (আফগানিস্তান পরে যোগ হয়)
উৎস: SAARC ওয়েবসাইট

0
Updated: 1 day ago
জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে?
Created: 1 week ago
A
ফিজি
B
পাপুয়া নিউগিনি
C
গোয়াম
D
মালদ্বীপ
মালদ্বীপে সমুদ্রের তলদেশে মন্ত্রিসভার বৈঠক
মালদ্বীপ সরকার জলবায়ু পরিবর্তনের হুমকির গুরুত্ব বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে একটি অনন্য উদ্যোগ নিয়েছে। ভারত মহাসাগরের তলদেশে ডুবুরির পোশাকে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের নেতৃত্বে মন্ত্রীরা এই বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকের জন্য বিশেষভাবে টেবিল বসানো হয়, যার চারপাশে প্রবাল এবং উজ্জ্বল রঙের মাছের মধ্য দিয়ে মন্ত্রীরা হাতের ইশারায় আলোচনা করেন এবং দলিলে স্বাক্ষর করেন। যারা স্কুবা ডাইভিং জানতেন না, তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল, এবং প্রত্যেক মন্ত্রীর সঙ্গে একজন প্রশিক্ষক থাকতেন।
বৈঠকের পর জলের ওপর উঠে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট নাশিদ জানান, এই অভিনব উদ্যোগের মাধ্যমে তারা বিশ্বের কাছে জরুরি বার্তা পাঠাতে চেয়েছেন। বৈঠকে মন্ত্রীসভার একমাত্র মহিলা সদস্যও উপস্থিত ছিলেন। এছাড়াও, বৈঠক থেকে পরিবেশের জন্য ক্ষতিকারক কার্বন-ডাই অক্সাইড নির্গমন কমানোর আহ্বান জানানো হয়।
উল্লেখযোগ্য, ২০০৯ সালে নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার এবং অন্যান্য ২২ জন মন্ত্রী হিমালয়ের কালাপাথর শৃঙ্গ থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭,১৯২ ফুট উচ্চতায় বৈঠক করেছিলেন। নেপালের প্রধানমন্ত্রী বলেছিলেন, বৈশ্বিক উষ্ণতার ফলে হিমালয়ের বরফ বিপজ্জনকভাবে গলছে এবং এতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে নেপাল অন্যতম। তিনি তুষারের স্বাভাবিক চূড়ান্ত দৃশ্য ও তুষারঝড় দেখতে আগ্রহ প্রকাশ করেছিলেন।
তথ্যসূত্র: বিবিসি বাংলা, ১৭ অক্টোবর ২০০৯; ডয়েচভেলে রিপোর্ট।

0
Updated: 1 week ago
IAEA-এর সদর দপ্তর হচ্ছে:
Created: 1 week ago
A
জেনেভা
B
ভিয়েনা
C
ওয়াশিংটন
D
প্যারিস
IAEA-এর সদর দপ্তর ও তথ্য
IAEA বা International Atomic Energy Agency হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা পারমাণবিক শক্তি সংক্রান্ত নিরাপত্তা, গবেষণা এবং শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার জন্য কাজ করে।
-
প্রতিষ্ঠা: ২৯ জুলাই, ১৯৫৭
-
সদস্য দেশ: ১৭৮টি (সর্বশেষ: গিনি)
-
সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
-
বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)
-
বিশেষ অর্জন: ২০০৫ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার অর্জন
-
বাংলাদেশের সদস্যপদ: ১৯৭২ সালে
উৎস: IAEA ওয়েবসাইট

0
Updated: 1 week ago
সার্ক-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল -
Created: 2 months ago
A
মালেতে
B
কলম্বোতে
C
বাঙ্গালোরে
D
কাঠমান্ডুতে
SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation — অর্থাৎ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্যে গঠিত একটি বহুপাক্ষিক সংগঠন।
প্রতিষ্ঠা ও সদরদপ্তর
-
প্রতিষ্ঠার তারিখ: ৮ ডিসেম্বর, ১৯৮৫
-
প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ
-
সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল
সদস্য দেশসমূহ
-
প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা: ৭টি দেশ
-
বর্তমান সদস্য সংখ্যা: ৮টি দেশ
সদস্য রাষ্ট্রগুলো হলো:
১. বাংলাদেশ
২. ভারত
৩. পাকিস্তান
৪. নেপাল
৫. শ্রীলঙ্কা
৬. ভুটান
৭. মালদ্বীপ
৮. আফগানিস্তান (২০০৭ সালের ৩ এপ্রিল সদস্যপদ লাভ করে)
শীর্ষ সম্মেলনের উল্লেখযোগ্য তথ্য
-
প্রথম সম্মেলন:
➤ ৭-৮ ডিসেম্বর, ১৯৮৫
➤ ঢাকা, বাংলাদেশ -
৬ষ্ঠ শীর্ষ সম্মেলন:
➤ ২১ ডিসেম্বর, ১৯৯১
➤ কলম্বো, শ্রীলঙ্কা -
সর্বশেষ (১৮তম) শীর্ষ সম্মেলন:
➤ ২০১৪
➤ নেপাল
তথ্যসূত্র: SAARC-এর সরকারি ওয়েবসাইট

0
Updated: 2 months ago