A
চীন
B
জাপান
C
ভারত
D
আসিয়ান
উত্তরের বিবরণ
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) হলো চীনের একটি বিশাল পরিকল্পনা যা ২০১৩ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো ঘোষণা করেন। এটি ওয়ান বেল্ট ওয়ান রোড বা নিউ সিল্ক রোড নামেও পরিচিত।
এই প্রকল্পের মূল লক্ষ্য হলো পূর্ব এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত ভৌত অবকাঠামোর মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগকে সংযুক্ত করা, অর্থাৎ বিভিন্ন দেশকে একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা।
বিশ্বব্যাংকের বিশ্লেষণ:
মে ২০১৮ থেকে, বিশ্বব্যাংক ১৯টি ব্যাকগ্রাউন্ড পেপার প্রকাশ করেছে এবং একটি সারসংক্ষেপ প্রতিবেদন তৈরি করেছে, যা দেখায় BRI কীভাবে বাণিজ্য, বিনিয়োগ, ঋণ, পরিবেশ, দারিদ্র্য হ্রাস ও অবকাঠামোর উন্নয়নের সঙ্গে সংযুক্ত।
BRI-র প্রতিদ্বন্দ্বী উদ্যোগ – PGII
চীনের BRI-কে সমান্তরালে মোকাবিলা করার জন্য জি-৭ (G7) দেশগুলো একটি নতুন প্রকল্প শুরু করেছে, যার নাম PGII।
-
পূর্ণরূপ: Partnership for Global Infrastructure and Investment
-
প্রকল্পের উদ্দেশ্য: বৈশ্বিক অবকাঠামো ও বিনিয়োগ অংশীদ্বারিত্ব গড়ে তোলা এবং BRI-এর প্রভাবের মোকাবিলা করা।
-
উল্লেখযোগ্য ঘটনা: ৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলন ২০২২ সালের ২৬–২৮ জুন জার্মানির ব্যাভারিয়ান রাজ্যের শ্লোস এলমাই শহরে অনুষ্ঠিত হয়।
উৎস: Britannica

0
Updated: 1 day ago
গুয়াম-এর গভর্নরের নাম হচ্ছে - (আগস্ট, ২০২৪)
Created: 1 day ago
A
এ্যডি ক্যালভো
B
ডোনাল্ড ডাক
C
রন ব্লুম
D
লু লিয়ন গুয়েরেরো
গুয়াম
-
গুয়াম হলো যুক্তরাষ্ট্রের অধীনে একটি দ্বীপ, যা প্রশান্ত মহাসাগরের (ওশেনিয়া অঞ্চলে) পশ্চিম দিকে অবস্থিত।
-
রাজধানী: হাগাতনা।
-
রাষ্ট্রপ্রধান: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
-
সরকারের প্রধানের পদবি: গভর্নর।
-
বর্তমান গভর্নর: লু লিয়ন গুয়েরেরো (Lou Leon Guerrero), যিনি ২০১৮ সাল থেকে এই দায়িত্ব পালন করছেন।
উৎস: Governor Lou Leon Guerrero
[মনে রাখবেন- এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

0
Updated: 1 day ago
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে?
Created: 2 weeks ago
A
ইরাক
B
ইরান
C
সৌদি আরব
D
আলজেরিয়া
ফিলিস্তিন
-
ফিলিস্তিন মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি অঞ্চল, যা এশিয়া মহাদেশের অন্তর্গত।
-
এটি মূলত দুই ভাগে বিভক্ত: পশ্চিম তীর (West Bank) ও গাজা উপত্যকা (Gaza Strip)।
-
ইসরায়েল ও ফিলিস্তিনিদের দীর্ঘদিনের দ্বন্দ্বের কারণে এই অঞ্চল বিশ্বব্যাপী আলোচনায় থাকে।
গুরুত্বপূর্ণ তথ্য
-
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয় ১৯৮৮ সালের ১৫ নভেম্বর।
-
এ ঘোষণা আসে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভায়।
-
সেই সময় ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে রাষ্ট্র ঘোষণা করেছিলেন।
-
ঘোষণার পর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য কাজ শুরু করে।
-
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ ছিল আলজেরিয়া।
-
পরবর্তীতে, ২০১২ সালের ২৯ নভেম্বর জাতিসংঘ ফিলিস্তিনকে "পর্যবেক্ষক রাষ্ট্র" হিসেবে স্বীকৃতি দেয়।
উৎস: UN ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
IMF (International Monetary Fund) is the result of -
Created: 2 weeks ago
A
Hawana Conference
B
Geneva Conference
C
Rome Conference
D
Brettonwood Conference
IMF (আন্তর্জাতিক মুদ্রা তহবিল)
-
পূর্ণরূপ: International Monetary Fund
-
গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪
-
আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭
-
প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference
-
সদস্য সংখ্যা: ১৯১টি দেশ
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা
-
রিজার্ভ মুদ্রা: মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েন, ইউরো, চীনা ইউয়ান
Bretton Woods Conference
-
সময় ও স্থান: ১-২২ জুলাই, ১৯৪৪, নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
অংশগ্রহণকারী দেশ: ৪৪টি
-
প্রধান উদ্যোক্তা: হ্যারি ডেক্সটার হোয়াইট (যুক্তরাষ্ট্র) ও জন মেনার্ড কেইনস (যুক্তরাজ্য)
-
তাদেরকে IMF ও World Bank-এর Founding Fathers বলা হয়
-
সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় দুটি প্রতিষ্ঠান গড়ার:
১. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
২. আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (World Bank) -
এই এবং আরও কয়েকটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান একত্রে পরিচিত Bretton Woods Institutions নামে
উৎস: U.S. Department of State।

0
Updated: 2 weeks ago