নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত?
A
প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা রোধ
B
পরিবেশ সংরক্ষণ
C
মানবাধিকার সংরক্ষণ
D
ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ
উত্তরের বিবরণ
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, যার মূল কার্যালয় যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে এবং মানবাধিকার রক্ষার জন্য কাজ করে আসছে।
এ সংস্থার বর্তমান মহাসচিব হলেন ফরাসি নাগরিক অ্যাগনেস ক্যালামার্ড, যিনি ২০২১ সালে এই পদে নিযুক্ত হন। মানবাধিকারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৭৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
উৎস: Amnesty International-এর সরকারি ওয়েবসাইট

0
Updated: 1 month ago
ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
Created: 1 month ago
A
মন্টিনিগ্রো
B
লিথুয়ানিয়া
C
আলবেনিয়া
D
সুইডেন
NATO (ন্যাটো)
-
পূর্ণরূপ: North Atlantic Treaty Organisation
-
প্রকৃতি: এটি একটি আন্তঃসরকারি সামরিক জোট, যা উত্তর আটলান্টিক চুক্তির ভিত্তিতে গঠিত।
-
প্রতিষ্ঠা: ৪ এপ্রিল, ১৯৪৯
-
উদ্দেশ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপে নিরাপত্তা নিশ্চিত করা।
-
প্রথম সদস্য: ১২টি দেশ
-
বর্তমান সদস্য: ৩২টি দেশ
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
বর্তমান মহাসচিব: মার্ক রুট
-
মুসলিম দেশ সদস্য: আলবেনিয়া ও তুরস্ক
-
সর্বশেষ যোগদানকারী (৩২তম): সুইডেন
-
সংযোজনীয় তথ্য:
-
৭ মার্চ ২০২৪-এ সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেয়।
-
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর সুইডেন ন্যাটোতে যোগদানের আবেদন করে।
-
উৎস: NATO ওয়েবসাইট

0
Updated: 1 month ago
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর শীর্ষ পদটি কি?
Created: 1 month ago
A
প্রশাসক
B
মহাপরিচালক
C
মহাসচিব
D
প্রেসিডেন্ট
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (UNDP) ও প্রশাসক
-
পূর্ণরূপ: United Nations Development Programme (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী)।
-
প্রতিষ্ঠা: ২২ নভেম্বর, ১৯৬৫।
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলিতে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান।
-
মূল কাজ: মানব উন্নয়ন সূচক (HDI) রিপোর্ট প্রকাশ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও আর্থিক সহায়তা দেওয়া।
প্রশাসক:
-
UNDP-এর শীর্ষ পদ হলো প্রশাসক।
-
প্রশাসক ৩৬ সদস্যের নির্বাহী বোর্ডের তত্ত্বাবধানে কাজ করেন, যেখানে উন্নয়নশীল ও উন্নত দেশের প্রতিনিধিরা থাকেন।
-
বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।
উৎস: UNDP ওয়েবসাইট

0
Updated: 1 month ago
'ডমিনো' তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
Created: 1 month ago
A
নিকট প্রাচ্য
B
পূর্ব আফ্রিকা
C
দক্ষিণ-পূর্ব এশিয়া
D
পূর্ব ইউরোপ
ডমিনো তত্ত্ব (Domino Theory)
-
সংজ্ঞা: ডমিনো তত্ত্ব হলো একটি পররাষ্ট্র নীতি, যা যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধের সময়ে গ্রহণ করেছিল। তত্ত্বটি বলেছে, “যদি কোনো একটি দেশে সাম্যবাদীরা ক্ষমতায় আসে, তবে কাছাকাছি থাকা অন্যান্য দেশগুলিও ক্রমান্বয়ে সাম্যবাদীদের দখলে চলে যাবে।”
-
লক্ষ্য: মূল লক্ষ্য ছিল দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাম্যবাদের বিস্তার রোধ করা।
-
ইতিহাস: ১৯৫০ থেকে ১৯৮০ সালের মধ্যে যুক্তরাষ্ট্র এই তত্ত্বকে নীতি হিসেবে প্রচার করেছিল। সাবেক প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান তত্ত্বের প্রবর্তক, কিন্তু এটি প্রথম বাস্তবে প্রয়োগ করেছিলেন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার।
-
প্রয়োগ: দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এই নীতি ব্যবহার করেছিল।
উৎস: History.com

0
Updated: 1 month ago