A
১৯৩
B
১৬৮
C
১৯৯
D
১৯৬
উত্তরের বিবরণ
কপ সম্মেলন (COP Conference)
-
COP-এর পূর্ণরূপ: Conference of the Parties।
-
উদ্দেশ্য: মানুষের কর্মকাণ্ডের কারণে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমানো এবং এ সংক্রান্ত অগ্রগতি পর্যবেক্ষণ করা।
-
পটভূমি: ১৯৯২ সালে ১৫৪টি দেশ জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC) স্বাক্ষর করে।
-
অনুষ্ঠান: জলবায়ু পরিবর্তন বিষয়ক COP সম্মেলন প্রতি বছর অনুষ্ঠিত হয়। এখানে ক্ষতিকর প্রভাব কমানোর উপায়, নীতি এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।
সাম্প্রতিক কপ-২৮ সম্মেলন
-
তারিখ ও স্থান: ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩, সংযুক্ত আরব আমিরাত।
-
প্রধান আলোচনা বিষয়: পরিবেশ দূষণ কমানো ও জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধান।
-
সভাপতি: সুলতান আহমেদ আল জাবের, আবুধাবি জাতীয় তেল কোম্পানির সিইও ও সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তি মন্ত্রী।
-
অংশগ্রহণকারী দেশ: ১৯৯টি দেশ।
সূত্র: UNFCCC ওয়েবসাইট।

0
Updated: 1 day ago
সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
Created: 5 days ago
A
ইতালি
B
ইংল্যান্ড
C
ফ্রান্স
D
রাশিয়া
সামন্তবাদ ও এর সূত্রপাত
সামন্তবাদ হলো মধ্যযুগে ইউরোপে ভূমিভিত্তিক শাসনব্যবস্থা, যেখানে জমির মালিকানা ও শাসনের উপর ভিত্তি করে সমাজ ও রাজনীতি গড়ে উঠেছিল। মূলত এটি ছিল জমিদারের মাধ্যমে পরিচালিত রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা।
ইতিহাসে দেখা যায়, ইউরোপে সামন্তবাদের প্রথম সূত্রপাত হয় ইতালিতে। তখন পবিত্র রোমান সাম্রাজ্য রাজতন্ত্র ও পোপতন্ত্র দ্বারা পরিচালিত হতো। পঞ্চদশ শতকে ইউরোপে রেনেসাঁসের প্রভাবে সাম্রাজ্য ভেঙ্গে পড়তে শুরু করে এবং দক্ষিণ ইউরোপের ফ্লোরেন্স, ভেনিস, জেনোয়া প্রভৃতি অঞ্চলের বণিকেরা স্বাধীনভাবে বাণিজ্য পরিচালনা করতে থাকে। এর ফলে দক্ষিণ ইতালিকে কেন্দ্র করে একটি স্বাধীন বাণিজ্যিক অর্থনীতি গড়ে ওঠে। ধীরে ধীরে এই প্রক্রিয়ায় সামন্তবাদের পরিবর্তে বাণিজ্যবাদ প্রতিষ্ঠিত হয়।
উল্লেখযোগ্য:
-
পঞ্চদশ শতকে ইউরোপে সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতিতে যে বড় পরিবর্তন শুরু হয়, সেটাই সাধারণভাবে ইউরোপের রেনেসাঁস বা নবজাগরণ নামে পরিচিত।
-
যেহেতু নবজাগরণ ইতালিতে শুরু হয়, তাই অনেক ইতিহাসবিদ এটিকে ইতালিয়ান রেনেসাঁস হিসেবে অভিহিত করেন।
দ্রষ্টব্য: সামন্তবাদের সূত্রপাত নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ইতিহাসবিদ রোমানদের পেট্রোসিয়াম এবং জার্মানদের কমিটেটাস থেকে এটি উদ্ভব বলে মনে করেন। অন্যদিকে, ফ্রান্সেও ভূস্বামী ও প্রজার মধ্যে সামন্তবাদের অনুরূপ ব্যবস্থা ছিল। তবে মূলত রোমান সাম্রাজ্যের পতনের পর এটি প্রসারিত হওয়ায় ইতালি প্রায়শই সূত্র হিসেবে উল্লেখ করা হয়।
উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।, World History Encyclopedia.

0
Updated: 5 days ago
'উইঘুর' হলো-
Created: 1 week ago
A
চীনের একটি খাবারের নাম
B
চীনের একটি ধর্মীয় স্থানের নাম
C
চীনের একটি শহরের নাম
D
চীনের একটি সম্প্রদায়ের নাম
উইঘুর ও জিনজিয়াং
-
উইঘুর: চীনের একটি মুসলিম সম্প্রদায়।
-
জিনজিয়াং প্রদেশ:
-
চীনের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত।
-
রাজধানী হলো উরুমকি।
-
এখানে উইঘুর এবং হানা সম্প্রদায়ের মানুষ বাস করে।
-
-
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
১৯৪৯ সালের আগে জিনজিয়াং একটি স্বাধীন রাষ্ট্র ছিল, যার নাম ছিল পূর্ব তুর্কিস্থান।
-
স্বাধীনতা হারানোর পর চীনা কমিউনিস্ট সরকার দ্বারা এখানকার মুসলিমদের উপর কঠোর দমন চালানো হচ্ছে।
-
-
বর্তমান পরিস্থিতি:
-
পুনঃশিক্ষা কেন্দ্র বা "বন্দিশিবিরে" প্রায় ১২ লাখ উইঘুর মুসলিম আটক রয়েছেন।
-
এই কারণে জিনজিয়াংকে প্রায়ই “পৃথিবীর বৃহত্তম কারাগার” বলা হয়।
-
রোহিঙ্গাদের পরে উইঘুররা বিশ্বের সবচেয়ে বেশি নির্যাতিত জনগোষ্ঠীর মধ্যে পড়ে।
-
তথ্যসূত্র: Amnesty International, Human Rights Watch, ব্রিটানিকা, Council on Foreign Relations (CFR) ও অন্যান্য অনলাইন সূত্র।

0
Updated: 1 week ago
'War and Peace' উপন্যাসের রচয়িতা -
Created: 1 week ago
A
লিও টলস্টয়
B
ডেভিড রিকার্ডো
C
কার্ল মার্কস
D
জেন অস্টিন
‘War and Peace’ উপন্যাসের রচয়িতা – লিও টলস্টয়
লিও টলস্টয় সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
লিও টলস্টয় ছিলেন একজন রাশিয়ান লেখক।
-
তিনি একটি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।
-
শুরুতে টলস্টয় বাস্তববাদী গল্প এবং আংশিক আত্মজীবনীমূলক উপন্যাস লিখেছেন। পরে তিনি নৈতিক ও আধ্যাত্মিক বিষয়েও গুরুত্ব দিয়েছেন।
War and Peace সম্পর্কিত তথ্য:
-
লিও টলস্টয় ‘War and Peace’ উপন্যাসের রচয়িতা।
-
তিনি স্ত্রী ও সন্তানদের সঙ্গে ‘ইয়াসনায়া পলিয়ানা’ (Yasnaya Polyana) বসবাস করার সময় এই উপন্যাসের কাজ শুরু করেন।
-
উপন্যাসের একটি অংশ প্রথম প্রকাশিত হয় ১৮৬৫ সালে, যার শিরোনাম ছিল "The Year 1805"।
-
১৮৬৮ সালের মধ্যে তিনি আরও তিনটি অংশ প্রকাশ করেন এবং ১৮৬৯ সালে উপন্যাসটি সম্পূর্ণ রূপ পায়।
-
‘War and Peace’-এ টলস্টয় দেখিয়েছেন যে জীবনের উদ্দেশ্য এবং মান মূলত আমাদের প্রতিদিনের কাজ ও আচরণের মধ্যেই নিহিত।
লিও টলস্টয়-এর কিছু বিখ্যাত রচনা:
-
War and Peace (1869)
-
Anna Karenina (1878)
-
A Confession (1880)
-
The Death of Ivan Ilyich (1886)
-
Resurrection (1899)
উৎস: Britannica

0
Updated: 1 week ago