সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান কর্তৃক ঘোষিত স্ট্রেটেজিক ডিফেন্স ইনিসিয়েটিভ (এসডিআই) এর জনপ্রিয় নাম ছিল:
A
থাড
B
শয়তানের সাম্রাজ্যে আক্রমণ
C
তারকা যুদ্ধ
D
ম্যাড
উত্তরের বিবরণ
তারকা যুদ্ধ (Star Wars)
“তারকা যুদ্ধ” নামটি মূলত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ (SDI) এর সাথে সংযুক্ত। এটি রোনাল্ড রিগ্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট, ১৯৮১–১৯৮৯ সালে প্রবর্তিত করেছিলেন।
এই প্রকল্পের উদ্দেশ্য ছিল পারমাণবিক হামলা থেকে আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করা, যার মাধ্যমে ভূমি ও মহাকাশ থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা সম্ভব হতো। সমালোচকরা একে “নক্ষত্র যুদ্ধ” নামেও ডেকেছিলেন।
রোনাল্ড রিগ্যান সংক্ষেপে:
-
মার্কিন রাজনীতিবিদ ও ৪০তম রাষ্ট্রপতি।
-
১৯৮১–১৯৮৯ সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
-
রাষ্ট্রপতিত্বের আগে হলিউডের চলচ্চিত্র অভিনেতা ছিলেন।
-
১৯৮৩ সালের ২৩ মার্চ তিনি SDI বা “Star Wars” পরিকল্পনা হাতে নেন।
উৎস: Britannica

0
Updated: 1 day ago