সার্কের সদর দপ্তর কোথায়?
A
ঢাকা
B
নয়াদিল্লী
C
কলম্বো
D
কাঠমান্ডু
উত্তরের বিবরণ
SAARC (দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা ফোরাম)
-
পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation
-
প্রতিষ্ঠা: ৮ ডিসেম্বর ১৯৮৫, ঢাকায়
-
প্রথম মহাসচিব: আবুল আহসান (বাংলাদেশ), দায়িত্বকাল: ১৬ জানুয়ারি ১৯৮৭ – ১৫ অক্টোবর ১৯৮৯
-
সদরদপ্তর: কাঠমুন্ডু, নেপাল
-
সদস্য দেশ (বর্তমান ৮টি):
১. বাংলাদেশ
২. ভারত
৩. পাকিস্তান
৪. নেপাল
৫. শ্রীলংকা
৬. ভুটান
৭. মালদ্বীপ
৮. আফগানিস্তান (সর্বশেষ সদস্য, ৩ এপ্রিল ২০০৭ সালে যোগ দেয়) -
প্রথম সার্ক সম্মেলন: ৭–৮ ডিসেম্বর ১৯৮৫, ঢাকায়
-
প্রতিষ্ঠাতা সদস্য: মূল ৭টি দেশ (আফগানিস্তান পরে যোগ হয়)
উৎস: SAARC ওয়েবসাইট

0
Updated: 1 month ago
'গ্লাসনস্ত নীতি' কোন দেশে চালু হয়েছিল?
Created: 1 month ago
A
চীন
B
সাবেক সোভিয়েত ইউনিয়ন
C
হাঙ্গেরি
D
পোল্যান্ড
সাবেক সোভিয়েত ইউনিয়নে ‘গ্লাসনস্ত’ ও ‘পেরেস্ত্রোইকা’ নীতি
সোভিয়েত ইউনিয়নে ১৯৮৫ সালে মিখাইল গর্বাচেভ ক্ষমতায় আসার পর দুইটি সংস্কারমূলক নীতি চালু করেন: গ্লাসনস্ত এবং পেরেস্ত্রোইকা।
গ্লাসনস্ত নীতি
-
অর্থ: “খোলা দরজা” বা খোলামেলা আলোচনা।
-
উদ্দেশ্য: সোভিয়েত নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।
-
এটি ছিল রাজনৈতিক সংস্কার কর্মসূচি, যার মাধ্যমে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গণমত ও স্বচ্ছতা আনতে চাওয়া হয়।
-
গ্লাসনস্ত নীতির আওতায় কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ ছিল:
১. নির্বাচিত কোনো ব্যক্তি একই পদে একের বেশিবার দুবারের বেশি থাকতে পারবে না।
২. “কংগ্রেস অব পিপলস ডেপুটি” হবে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃত্ব, যার সদস্য সংখ্যা হবে ২২৫০।
৩. ডেপুটিদের মধ্য থেকে একটি স্থায়ী কার্যনির্বাহী “সুপ্রিম সোভিয়েত” নির্বাচিত হবে।
৪. রাষ্ট্রের প্রেসিডেন্টকে কংগ্রেস অব পিপলস ডেপুটি গোপন ভোটে নির্বাচন করবে। -
উল্লেখযোগ্য: গ্লাসনস্তের জন্য গর্বাচেভ ১৯৯০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।
পেরেস্ত্রোইকা নীতি
-
অর্থ: অর্থনৈতিক পুনর্গঠন।
-
এটি ছিল অর্থনৈতিক সংস্কার কর্মসূচি, যার লক্ষ্য ছিল সোভিয়েত অর্থনীতিতে আধুনিকীকরণ এবং দক্ষতা বৃদ্ধি।
সূত্র: তারেক শামসুর রেহমান, বিশ্বরাজনীতির ১০০ বছর

0
Updated: 1 month ago
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর শীর্ষ পদটি কি?
Created: 1 month ago
A
প্রশাসক
B
মহাপরিচালক
C
মহাসচিব
D
প্রেসিডেন্ট
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (UNDP) ও প্রশাসক
-
পূর্ণরূপ: United Nations Development Programme (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী)।
-
প্রতিষ্ঠা: ২২ নভেম্বর, ১৯৬৫।
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলিতে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান।
-
মূল কাজ: মানব উন্নয়ন সূচক (HDI) রিপোর্ট প্রকাশ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও আর্থিক সহায়তা দেওয়া।
প্রশাসক:
-
UNDP-এর শীর্ষ পদ হলো প্রশাসক।
-
প্রশাসক ৩৬ সদস্যের নির্বাহী বোর্ডের তত্ত্বাবধানে কাজ করেন, যেখানে উন্নয়নশীল ও উন্নত দেশের প্রতিনিধিরা থাকেন।
-
বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।
উৎস: UNDP ওয়েবসাইট

0
Updated: 1 month ago
ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
Created: 1 month ago
A
মন্টিনিগ্রো
B
লিথুয়ানিয়া
C
আলবেনিয়া
D
সুইডেন
NATO (ন্যাটো)
-
পূর্ণরূপ: North Atlantic Treaty Organisation
-
প্রকৃতি: এটি একটি আন্তঃসরকারি সামরিক জোট, যা উত্তর আটলান্টিক চুক্তির ভিত্তিতে গঠিত।
-
প্রতিষ্ঠা: ৪ এপ্রিল, ১৯৪৯
-
উদ্দেশ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপে নিরাপত্তা নিশ্চিত করা।
-
প্রথম সদস্য: ১২টি দেশ
-
বর্তমান সদস্য: ৩২টি দেশ
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
বর্তমান মহাসচিব: মার্ক রুট
-
মুসলিম দেশ সদস্য: আলবেনিয়া ও তুরস্ক
-
সর্বশেষ যোগদানকারী (৩২তম): সুইডেন
-
সংযোজনীয় তথ্য:
-
৭ মার্চ ২০২৪-এ সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেয়।
-
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর সুইডেন ন্যাটোতে যোগদানের আবেদন করে।
-
উৎস: NATO ওয়েবসাইট

0
Updated: 1 month ago