বেল্ট ও রোড ইনিসিয়েটিভ (বিআরআই) প্রস্তাব করেছে :
A
চীন
B
জাপান
C
ভারত
D
আসিয়ান
উত্তরের বিবরণ
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) হলো চীনের একটি বিশাল পরিকল্পনা যা ২০১৩ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো ঘোষণা করেন। এটি ওয়ান বেল্ট ওয়ান রোড বা নিউ সিল্ক রোড নামেও পরিচিত।
এই প্রকল্পের মূল লক্ষ্য হলো পূর্ব এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত ভৌত অবকাঠামোর মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগকে সংযুক্ত করা, অর্থাৎ বিভিন্ন দেশকে একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা।
বিশ্বব্যাংকের বিশ্লেষণ:
মে ২০১৮ থেকে, বিশ্বব্যাংক ১৯টি ব্যাকগ্রাউন্ড পেপার প্রকাশ করেছে এবং একটি সারসংক্ষেপ প্রতিবেদন তৈরি করেছে, যা দেখায় BRI কীভাবে বাণিজ্য, বিনিয়োগ, ঋণ, পরিবেশ, দারিদ্র্য হ্রাস ও অবকাঠামোর উন্নয়নের সঙ্গে সংযুক্ত।
BRI-র প্রতিদ্বন্দ্বী উদ্যোগ – PGII
চীনের BRI-কে সমান্তরালে মোকাবিলা করার জন্য জি-৭ (G7) দেশগুলো একটি নতুন প্রকল্প শুরু করেছে, যার নাম PGII।
-
পূর্ণরূপ: Partnership for Global Infrastructure and Investment
-
প্রকল্পের উদ্দেশ্য: বৈশ্বিক অবকাঠামো ও বিনিয়োগ অংশীদ্বারিত্ব গড়ে তোলা এবং BRI-এর প্রভাবের মোকাবিলা করা।
-
উল্লেখযোগ্য ঘটনা: ৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলন ২০২২ সালের ২৬–২৮ জুন জার্মানির ব্যাভারিয়ান রাজ্যের শ্লোস এলমাই শহরে অনুষ্ঠিত হয়।
উৎস: Britannica

0
Updated: 1 month ago
সুয়েজ খাল কোন বছর চালু হয়?
Created: 1 month ago
A
১৯০৩
B
১৮৬৯
C
১৮৮৯
D
১৮৫৪
সুয়েজ খাল
-
সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত।
-
এটি একটি কৃত্রিম খাল যা ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করে।
-
খালটির নির্মাণ কাজ শুরু হয় ২৫ এপ্রিল, ১৮৫৯ সালে এবং প্রায় দশ বছরের পর, ১৭ নভেম্বর, ১৮৬৯ সালে এটি সর্বসাধারণের জন্য চালু করা হয়।
-
বর্তমানে খালটি মিশরের সুয়েজ ক্যানেল অথোরিটি কর্তৃক পরিচালিত হয়।
-
উল্লেখযোগ্য যে, মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের ১৯৫৬ সালে সুয়েজ খালকে জাতীয়করণ করেন এবং এটি মধ্যপ্রাচ্য থেকে তেলের গুরুত্বপূর্ণ রপ্তানি পথ হিসেবে মিশরের নিয়ন্ত্রণে আসে।
উৎসঃ Britannica

0
Updated: 1 month ago
জিরোসাম গেম (Zero-Sum Game) আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট?
Created: 1 month ago
A
বাস্তববাদ
B
মার্ক্সবাদ
C
গঠনবাদ
D
উদারতাবাদ
জিরো-সাম গেম (Zero-Sum Game) এবং আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব
জিরো-সাম গেম কী?
জিরো-সাম গেম হলো গেম থিওরির একটি গুরুত্বপূর্ণ ধারণা। এতে বলা হয় যে, কোনো দুটি বা ততোধিক পক্ষ যখন একটি নির্দিষ্ট সম্পদ পেতে চেষ্টা করে, তখন এক পক্ষ যা জিতবে, ঠিক সেই পরিমাণ অন্য পক্ষ হারাবে। অর্থাৎ, সব পক্ষের নিট (net) লাভ-ক্ষতি মিলিয়ে ফলাফল শূন্য হবে।
জিরো-সাম গেমের মূল বৈশিষ্ট্য:
-
চাহিদার তুলনায় সম্পদের যোগান সর্বদা সীমিত থাকে।
-
সম্পদের মোট পরিমাণ অপরিবর্তিত থাকে; নতুন কিছু তৈরি হয় না বা নষ্ট হয় না।
-
সব পক্ষের নেট পরিবর্তন মিলিয়ে শূন্য হয়।
বাস্তববাদ (Realism) ও জিরো-সাম গেম
বাস্তববাদের মূল ধারণা
-
মানুষ স্বভাবতই স্বার্থপর এবং বিশৃঙ্খল।
-
যেহেতু মানুষ বিশৃঙ্খল, তাই রাষ্ট্রও প্রায়শই দ্বন্দ্বে জড়িত থাকে।
-
রাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং সামরিক শক্তি বৃদ্ধি করা।
-
বাস্তববাদের দৃষ্টিতে আন্তর্জাতিক সম্পর্ক হলো এক ধরনের জিরো-সাম গেম, যেখানে এক পক্ষ জিতবে এবং অন্য পক্ষ হারবে।
উদাহরণ:
-
বর্তমান বিশ্বে আমেরিকার আগ্রাসী নীতি বাস্তববাদের উদাহরণ।
উদারতাবাদ (Liberalism)
উদারতাবাদের মূল ধারণা:
-
মানুষের প্রগতি ও মুক্তি নিশ্চিত করা।
-
ব্যক্তির স্বাতন্ত্র্য ও সম্ভাবনাকে বিকাশের সুযোগ দেওয়া।
-
শুধুমাত্র রাজনৈতিক জীবন নয়, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে মানুষের কল্যাণ এবং স্বাধীনতার জন্য কাজ করা।
উৎস: Investopedia, Zero-Sum Game Definition & Examples,

0
Updated: 1 month ago
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
লন্ডন
B
নিউইয়র্ক
C
প্যারিস
D
ভিয়েনা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
-
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
-
প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে।
-
সংস্থার সদর দপ্তর লন্ডন, যুক্তরাজ্য-এ অবস্থিত।
-
সংস্থার বর্তমান মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড, যিনি ফ্রান্সের নাগরিক।
-
অ্যাগনেস ক্যালামার্ডকে ২০২১ সালে মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।
-
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে।
উৎস: Amnesty International ওয়েবসাইট।

0
Updated: 1 month ago