A
৫
B
৩
C
৪
D
২
উত্তরের বিবরণ
OIC (The Organisation of Islamic Cooperation)
-
পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation (OIC)।
-
ধরণ: এটি মুসলিম দেশগুলোর মধ্যে একটি ইসলামিক সহযোগিতা ও রাজনৈতিক জোট।
-
গঠন: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাবাত শহরে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে গঠিত।
-
প্রেক্ষাপট: ইসরাইলের দ্বারা আল আকসা মসজিদে অগ্নিসংযোগের ঘটনার প্রতিক্রিয়ায় OIC-এর সৃষ্টি হয়।
-
সদস্য সংখ্যা: প্রথমে ২৪টি দেশ, বর্তমানে ৫৭টি দেশ।
-
সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
-
বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
-
অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
-
প্রথম শীর্ষ সম্মেলন: ১৯৬৯ সালে রাবাত, মরক্কোতে অনুষ্ঠিত।
উৎস: OIC ওয়েবসাইট

0
Updated: 1 day ago
কে প্রথম 'গ্লোবাল ভিলেজ' ধারাটির উপস্থাপন করেন?
Created: 1 month ago
A
হার্বার্ট মার্শাল ম্যাকলুহান
B
রবার্ট কিংসলে
C
হেনরি জি. ম্যাকমিলান
D
ডব্লিউ জি. পেরি
গ্লোবাল ভিলেজ (Global Village):
‘গ্লোবাল ভিলেজ’ ধারণাটি প্রথম উপস্থাপন করেন কানাডীয় গণযোগাযোগ বিশেষজ্ঞ মার্শাল ম্যাকলুহান।
-
গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলতে বোঝায় এমন এক সমাজ, যেখানে পৃথিবীর সব মানুষ ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত থেকে একে অপরকে সেবা দেয়।
-
মার্শাল ম্যাকলুহান টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন এবং ‘দি মিডিয়াম ইজ দি মেসেজ’ ও ‘গ্লোবাল ভিলেজ’ ধারণার প্রবক্তা হিসেবে পরিচিত।
-
১৯৬২ সালে তাঁর বই The Gutenberg Galaxy: The Making of Typographic Man এবং ১৯৬৪ সালে Understanding Media গ্রন্থে তিনি ‘গ্লোবাল ভিলেজ’ ধারণা তুলে ধরেন।
-
তাঁর সময়ে ইলেকট্রনিক কমিউনিকেশন প্রযুক্তির ব্যাপক বিস্তার ঘটে, যা সময় ও দূরত্বকে সংকুচিত করে পৃথিবীকে একটি গ্রামের মতো করে ফেলে।
-
তিনি এই প্রযুক্তির বিস্তৃতিকে ‘ইলেকট্রনিক নার্ভাস সিস্টেম’ (Electronic Nervous System) বলে আখ্যায়িত করেন, যা পৃথিবীকে গ্লোবাল ভিলেজে রূপান্তরিত করেছে।

0
Updated: 1 month ago
'Club of Vienna' কী?
Created: 3 months ago
A
অস্ট্রিয়ার একটি বিখ্যাত পান্থশালা
B
পশ্চিম ইউরোপের প্রধান বাণিজ্যিক ব্যাংকগুলোর বাৎসরিক সভা
C
একটি বিশ্ব উন্নয়ন সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান
D
পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন
ভিয়েনা ক্লাব
‘ভিয়েনা ক্লাব’ একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান, যা বৈশ্বিক উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কাজ করে। এর মূল লক্ষ্য হলো বিভিন্ন দেশের উন্নয়ন নীতি ও কৌশল নিয়ে গবেষণা ও আলোচনা পরিচালনা করা।
প্রধান লক্ষ্যসমূহ
১. সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে উন্নয়ন বিষয়ক গবেষণা ও মতবিনিময়促 করা।
২. উন্নয়নশীল দেশগুলোর জন্য কার্যকর নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা প্রদান।
৩. আন্তর্জাতিক সংস্থা, সরকার এবং গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা গড়ে তোলা।
মূল কার্যক্রম
১. উন্নয়ন বিষয়ক সেমিনার, সম্মেলন ও কর্মশালার আয়োজন।
২. নীতি, কৌশল ও উন্নয়ন গবেষণা নিয়ে বই ও প্রতিবেদন প্রকাশ।
৩. সদস্য দেশগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সহযোগিতা জোরদার করা।
উৎস: ভিয়েনা ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 3 months ago
World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?
Created: 5 days ago
A
UNDP
B
World Bank
C
IMF
D
BRICS
বিশ্বব্যাংক ও ‘World Development Report’
বিশ্বব্যাংক (World Bank)
-
বিশ্বব্যাংক মূলত IBRD (International Bank for Reconstruction and Development) বোঝায়।
-
প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র।
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৮৯টি দেশ।
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ, যিনি যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত।
-
বিশ্বব্যাংকের প্রধান অঙ্গসংস্থা ৫টি।
উদ্দেশ্য ও কার্যক্রম
-
মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ প্রদান করা এবং অর্থনৈতিক পরামর্শ দেওয়া।
-
প্রথম ঋণ গ্রহীতা দেশ: ফ্রান্স।
-
১৯৬০ সালে কিউবা বিশ্বব্যাংকের সদস্যপদ থেকে সরে যায়।
বিশ্ব উন্নয়ন প্রতিবেদন (World Development Report)
-
বিশ্বব্যাংক প্রতি বছর প্রকাশ করে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির তুলনামূলক প্রতিবেদন।
-
প্রতিবেদন তৈরি হয় মাথাপিছু আয়ের ভিত্তিতে, যা বিশ্বব্যাপী বিভিন্ন দেশের তুলনামূলক উন্নয়নকে তুলে ধরে।
-
প্রথম প্রকাশিত: ১৯৭৮ সাল থেকে।
উৎস: World Bank ওয়েবসাইট।

0
Updated: 5 days ago