২০২৩ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২৮ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল?
A
১৯৩
B
১৬৮
C
১৯৯
D
১৯৬
উত্তরের বিবরণ
কপ সম্মেলন (COP Conference)
-
COP-এর পূর্ণরূপ: Conference of the Parties।
-
উদ্দেশ্য: মানুষের কর্মকাণ্ডের কারণে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমানো এবং এ সংক্রান্ত অগ্রগতি পর্যবেক্ষণ করা।
-
পটভূমি: ১৯৯২ সালে ১৫৪টি দেশ জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC) স্বাক্ষর করে।
-
অনুষ্ঠান: জলবায়ু পরিবর্তন বিষয়ক COP সম্মেলন প্রতি বছর অনুষ্ঠিত হয়। এখানে ক্ষতিকর প্রভাব কমানোর উপায়, নীতি এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।
সাম্প্রতিক কপ-২৮ সম্মেলন
-
তারিখ ও স্থান: ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩, সংযুক্ত আরব আমিরাত।
-
প্রধান আলোচনা বিষয়: পরিবেশ দূষণ কমানো ও জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধান।
-
সভাপতি: সুলতান আহমেদ আল জাবের, আবুধাবি জাতীয় তেল কোম্পানির সিইও ও সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তি মন্ত্রী।
-
অংশগ্রহণকারী দেশ: ১৯৯টি দেশ।
সূত্র: UNFCCC ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?
Created: 1 month ago
A
২৫%
B
৩৫%
C
৪৫%
D
৫৫%
মিয়ানমারের সংসদে সেনার সংরক্ষিত আসন
মিয়ানমারের সংবিধান অনুযায়ী, দেশটির সংসদে ২৫% আসন নির্দিষ্টভাবে সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। অর্থাৎ, সামরিক সদস্যরা নির্বাচনের মাধ্যমে নয়, বরং সরাসরি অংশগ্রহণ করে এই আসনগুলো পায়। বর্তমানে এটি মোট ১৬৬টি আসন।
মিয়ানমার সম্পর্কে কিছু তথ্য:
-
দেশটি বার্মা নামেও পরিচিত।
-
রাজধানী: নেপিদো
-
মুদ্রা: কিয়াট
-
ভাষা: বার্মিজ
-
বর্তমান রাষ্ট্রপতি: মিন্ট সোয়ে
-
সীমান্ত রক্ষার জন্য রয়েছে বর্ডার গার্ড পুলিশ (BGP)।
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
১৯৬২ থেকে ২০১১ পর্যন্ত দেশটি ৪৭ বছর ধরে সামরিক শাসনের অধীনে ছিল।
-
২০১১ সালে নির্বাচনের মাধ্যমে সামরিক বাহিনী নামমাত্র ক্ষমতা হস্তান্তর করে বেসামরিক সরকারের হাতে।
-
২০১৫ সালে অং সাং সু চি’র নেতৃত্বাধীন NLD সরকার গঠন করে।
-
২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সাং সু চি ও তার সরকারের পতন ঘটে।
উৎস: Britannica

0
Updated: 1 month ago
ইরানের ফর্দো (Fordow) পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত?
Created: 3 weeks ago
A
ইসফাহান
B
ইলাম (ভুল উত্তর)
C
বুমেহর
D
আলবোজ
ইরানের ফর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোম (Qom) প্রদেশে অবস্থিত এবং প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
-
ইরানের মোট প্রদেশ সংখ্যা হচ্ছে ৩১টি।
-
প্রশ্নাবলীর মধ্যে যেগুলো দেওয়া ছিল—ইস্ফাহান, ইলাম, আলবোজ, বুশেহর—এসব ফোর্দো (Fordow) কেন্দ্রের নিকটস্থ নয়; এগুলো আলাদা আলাদা প্রদেশ।
-
ফোর্দো (Fordow) পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটির বৈশিষ্ট্য:
-
তেহরান থেকে প্রায় ১৬০ কিমি দক্ষিণে, কোম শহরের কাছে পাহাড়ের নিচে অবস্থিত।
-
প্রধান কক্ষগুলো মাটির প্রায় ৮০–৯০ মিটার নিচে নির্মিত।
-
এখানে ইউরেনিয়াম enrichment করা হয় এবং বলা হয় প্লান্টটি বিমান হামলার বিরুদ্ধে অত্যন্ত সুরক্ষিত।
-
এখানে অন্তত ৩,০০০ সেন্ট্রিফিউজ রাখার ব্যবস্থা আছে, যা ইউরেনিয়ামকে অস্ত্র-যখন প্রয়োজনীয় স্তরে সমৃদ্ধ করতে সক্ষম হতে পারে।
-
সেন্ট্রিফিউজ হলো এমন একটি যন্ত্র যা ইউরেনিয়ামকে সমৃদ্ধ (enrich) করার কাজে ব্যবহৃত হয়।
-
ইরান ২০০৯ সালের অক্টোবরে IAEA-কে জানিয়েছিল যে সম্ভাব্য সামরিক হামলার হুমকির কারণে তাদের এই স্থাপনাটি ভূগর্ভে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল; ফোর্দোকে নাতাঞ্জ কেন্দ্রের বিকল্প হিসেবেও তৈরি করা হয়েছিল।
-
-
নাতাঞ্জ (Natanz) ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র:
-
নাতাঞ্জ ফুয়েল এনরিচমেন্ট প্লান্ট (FEP) হলো ইরানের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র।
-
এটি ২০০৭ সালের ফেব্রুয়ারিতে কার্যক্রম শুরু করে।
-
এখানে সেন্ট্রিফিউজ প্রযুক্তি ব্যবহার করা হয় এবং প্লান্টটির দুটি ইউনিট মাটির নিচে বিশেষ সুরক্ষা সহ নির্মিত।
-
-
খোনদাব (Khondab) হেভি ওয়াটার রিঅ্যাক্টর (আগে আরাক):
-
এটি ইরানের মারকাজি (Markazi) প্রদেশে খোনদাব শহরের কাছে অবস্থিত।
-
রিঅ্যাক্টরটি মূলত গবেষণার উদ্দেশ্যে নির্মিত হলেও এটি প্লুটোনিয়াম উৎপাদন করতে সক্ষম, যা পারমাণবিক বোমার উপাদান হতে পারে; এজন্য আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে।
-
-
ইস্পাহান পারমাণবিক প্রযুক্তি কেন্দ্র:
-
এখানে ইউরেনিয়ামকে প্রক্রিয়াজাত করে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড (UF₆) তৈরি করা হয়, যা পরে নাতাঞ্জ বা ফোর্দোতে পাঠানো হয় সমৃদ্ধকরণের জন্য।
-
এ ছাড়া এখানেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি প্রস্তুত করা হয়, যার মধ্যে বুশেহর বিদ্যুৎকেন্দ্রও অন্তর্ভুক্ত।
-
-
বুশেহর (Bushehr) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র:
-
ইরানের একমাত্র বৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যা বুশেহর শহরের দক্ষিণে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত।
-
নির্মাণ কাজ ১৯৭৫ সালে জার্মানির সহায়তায় শুরু হয়।
-
এখানে ব্যবহৃত ইউরেনিয়াম রাশিয়া থেকে আনা হয় এবং ব্যবহৃত জ্বালানি ফের রাশিয়ায় ফেরত পাঠানো হয়, যাতে তা পারমাণবিক অস্ত্র নির্মাণে না ব্যবহার করা যায়।
-

0
Updated: 3 weeks ago
বিগত কপ-২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়?
Created: 4 weeks ago
A
জেনেভা
B
প্যারিস
C
গ্লাসগো
D
ব্রাসেলস
কপ সম্মেলনের আয়োজনের স্থান ও তারিখসমূহ: কপ (COP) সম্মেলনগুলি জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত আন্তর্জাতিক আলোচনা ও চুক্তি প্রণয়নের জন্য অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের সময়সূচি ও আয়োজনের স্থান নিম্নরূপ:
-
কপ-২৬: অনুষ্ঠিত হয়েছে গ্লাসগো, স্কটল্যান্ড, ৩১ অক্টোবর – ১২ নভেম্বর, ২০২১।
-
কপ-২৭: অনুষ্ঠিত হবে শারম আল শেখ, মিশর, ২০২২ সালে।
-
কপ-২৮: অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত, ২০২৩ সালে।

0
Updated: 4 weeks ago