A
সফটওয়্যার চালানো
B
ডেটা সংরক্ষণ করা
C
নেটওয়ার্ক সংযোগ প্রদান করা
D
ডেটা এনক্রিপ্ট করা
উত্তরের বিবরণ
SSD (Solid-State Drive)
পূর্ণরূপ: Solid-State Drive
স্টোরেজ ডিভাইস, যা NAND Flash মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে।
প্রচলিত HDD (Hard Disk Drive)-এর তুলনায়:
দ্রুতগতি
টেকসই
কম বিদ্যুৎ খরচ
SSD বৈশিষ্ট্য
ফ্ল্যাশ-ভিত্তিক মেমোরি ব্যবহার করে।
কম্পিউটার পরিচালনায় উল্লেখযোগ্য গতি বৃদ্ধি করে।
তাপ উৎপাদন কম।
কোনো যান্ত্রিক অংশ নেই → কম নোয়াইজ, বেশি স্থায়িত্ব।
HDD বনাম SSD
বৈশিষ্ট্য SSD HDD
মেমোরি টাইপ ফ্ল্যাশ মেমোরি চৌম্বকীয় ডিস্ক
গতি দ্রুত ধীর
শক্তি খরচ কম বেশি
যান্ত্রিক অংশ নেই আছে
তাপ উৎপাদন কম বেশি
উৎস: Avast website

0
Updated: 1 day ago