ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে:
A
৫
B
৩
C
৪
D
২
উত্তরের বিবরণ
OIC (The Organisation of Islamic Cooperation)
-
পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation (OIC)।
-
ধরণ: এটি মুসলিম দেশগুলোর মধ্যে একটি ইসলামিক সহযোগিতা ও রাজনৈতিক জোট।
-
গঠন: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাবাত শহরে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে গঠিত।
-
প্রেক্ষাপট: ইসরাইলের দ্বারা আল আকসা মসজিদে অগ্নিসংযোগের ঘটনার প্রতিক্রিয়ায় OIC-এর সৃষ্টি হয়।
-
সদস্য সংখ্যা: প্রথমে ২৪টি দেশ, বর্তমানে ৫৭টি দেশ।
-
সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
-
বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
-
অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
-
প্রথম শীর্ষ সম্মেলন: ১৯৬৯ সালে রাবাত, মরক্কোতে অনুষ্ঠিত।
উৎস: OIC ওয়েবসাইট

0
Updated: 1 month ago
কে প্রথম 'গ্লোবাল ভিলেজ' ধারাটির উপস্থাপন করেন?
Created: 2 months ago
A
হার্বার্ট মার্শাল ম্যাকলুহান
B
রবার্ট কিংসলে
C
হেনরি জি. ম্যাকমিলান
D
ডব্লিউ জি. পেরি
গ্লোবাল ভিলেজ (Global Village):
‘গ্লোবাল ভিলেজ’ ধারণাটি প্রথম উপস্থাপন করেন কানাডীয় গণযোগাযোগ বিশেষজ্ঞ মার্শাল ম্যাকলুহান।
-
গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলতে বোঝায় এমন এক সমাজ, যেখানে পৃথিবীর সব মানুষ ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত থেকে একে অপরকে সেবা দেয়।
-
মার্শাল ম্যাকলুহান টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন এবং ‘দি মিডিয়াম ইজ দি মেসেজ’ ও ‘গ্লোবাল ভিলেজ’ ধারণার প্রবক্তা হিসেবে পরিচিত।
-
১৯৬২ সালে তাঁর বই The Gutenberg Galaxy: The Making of Typographic Man এবং ১৯৬৪ সালে Understanding Media গ্রন্থে তিনি ‘গ্লোবাল ভিলেজ’ ধারণা তুলে ধরেন।
-
তাঁর সময়ে ইলেকট্রনিক কমিউনিকেশন প্রযুক্তির ব্যাপক বিস্তার ঘটে, যা সময় ও দূরত্বকে সংকুচিত করে পৃথিবীকে একটি গ্রামের মতো করে ফেলে।
-
তিনি এই প্রযুক্তির বিস্তৃতিকে ‘ইলেকট্রনিক নার্ভাস সিস্টেম’ (Electronic Nervous System) বলে আখ্যায়িত করেন, যা পৃথিবীকে গ্লোবাল ভিলেজে রূপান্তরিত করেছে।

0
Updated: 2 months ago
কোনটি 'ওআইসি'-এর অঙ্গসংস্থা নয়?
Created: 4 months ago
A
আন্তর্জাতিক ইসলামী আদালত
B
সাধারণ সচিবালয়
C
ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র
D
ইসলামী উন্নয়ন ব্যাংক
OIC (The Organisation of Islamic Cooperation)
-
OIC-এর পূর্ণরূপ হলো The Organisation of Islamic Cooperation, যা একটি ইসলামি সহযোগিতা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত।
-
এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট হিসেবে কাজ করে।
-
গঠন করা হয় ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
-
OIC গঠনের মূল প্রেক্ষাপট ছিল ইসরাইলের দ্বারা আল আকসা মসজিদে অগ্নিসংযোগ।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল ২৪টি।
-
বর্তমানে এর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭টি।
-
OIC-এর সদরদপ্তর অবস্থিত জেদ্দা, সৌদি আরব-এ।
-
বর্তমানে মহাসচিবের পদে কর্মরত আছেন ইব্রাহিম তাহা।
-
সংস্থার অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহৃত হয় আরবি, ইংরেজি এবং ফরাসি।
-
প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৬৯ সালে রাবাত, মরক্কোতে।
OIC-এর প্রধান অঙ্গসংস্থা সমূহ
-
ইসলামী শীর্ষ সম্মেলন
-
পররাষ্ট্র মন্ত্রী পরিষদ
-
স্থায়ী কমিটি
-
কার্যনির্বাহী কমিটি
-
ইন্টারন্যাশনাল ইসলামিক কোর্ট অফ জাস্টিস
-
স্বাধীন স্থায়ী মানবাধিকার কমিশন
-
স্থায়ী প্রতিনিধিদের কমিটি
-
সাধারণ সচিবালয়
-
সহায়ক অঙ্গ
-
বিশেষায়িত অঙ্গ
-
অধিভুক্ত প্রতিষ্ঠান
বিশেষ দ্রষ্টব্য: ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র (Islamic Centre for Development of Trade) OIC-এর অঙ্গ প্রতিষ্ঠান নয়।
উৎস: OIC-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 4 months ago
"রোটারি ইন্টারন্যাশনাল" এর প্রতিষ্ঠাতা কে?
Created: 1 month ago
A
জর্জ ডব্লিউ. কার্ভার
B
হেনরি ডুনান্ট
C
উইলিয়াম জে. মরগান
D
পল পি. হ্যারিস
রোটারি ইন্টারন্যাশনাল (Rotary International)
• প্রতিষ্ঠাতা: পল পি. হ্যারিস (Paul P. Harris)
• প্রতিষ্ঠার সাল: ১৯০৫
• প্রতিষ্ঠার স্থান: শিকাগো, মার্কিন যুক্তরাষ্ট্র
• প্রকার: ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গঠিত সেবামূলক আন্তর্জাতিক সংগঠন
• মূল লক্ষ্য: সমাজসেবা, মানবকল্যাণ ও বিশ্বব্যাপী উন্নয়নমূলক কর্মকাণ্ড
• নীতিবাক্য: "নিজের উপরে সেবা"
• সদর দপ্তর: ইভানস্টন, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র
সূত্র: Rotary International ওয়েবসাইট

0
Updated: 1 month ago