২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে -
A
দুবাই
B
সিউল
C
কাতার
D
বার্লিন
উত্তরের বিবরণ
ফুটবল বিশ্বকাপ ২০২২
-
আয়োজক দেশ: কাতার
-
বিশ্বকাপের আসর: ২২তম
-
সময়কাল: ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২২
-
অংশগ্রহণকারী দেশ: ৩২টি
-
চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (তৃতীয়বারের মতো জয়)
-
রানার্স আপ: ফ্রান্স
-
গোল্ডেন বল (সেরা খেলোয়াড়): লিওনেল মেসি (আর্জেন্টিনা)
-
সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি গোল)
-
গোল্ডেন গ্লাভস (সেরা গোলরক্ষক): এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
-
সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
-
টুর্নামেন্টের সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিল বনাম সার্বিয়া)
-
বিশেষ ঘটনা: এই বিশ্বকাপে প্রথমবারের মতো নারী রেফারি মাঠে নেতৃত্ব দেন
উৎস:
FIFA ওয়েবসাইট

0
Updated: 1 month ago
ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়?
Created: 2 weeks ago
A
১৯২৯
B
১৯৩০
C
১৯৩১
D
১৯৩২
FIFA হলো আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ সংস্থা, যা বিশ্বব্যাপী ফুটবল খেলার মান ও প্রতিযোগিতা নিয়ন্ত্রণ করে। এটি বিভিন্ন দেশের ফুটবল সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং ফুটবল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
পূর্ণরূপ: Federation of International Football Association (FIFA)
-
প্রতিষ্ঠা: ২১ মে, ১৯০৪
-
প্রাথমিক সদস্য দেশ: ৭টি
-
বর্তমান সদস্য দেশ: ২১১টি
-
বাংলাদেশের সদস্যপদ: ১৯৭৬ সালে
-
বর্তমান প্রেসিডেন্ট: জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino)
-
সেক্রেটারি জেনারেল: ফাতমা সাম্বা দিয়াউফ (Fatma Samba Diouf)
-
প্রথম বিশ্বকাপ আয়োজন: ১৯৩০
-
২২তম ফিফা বিশ্বকাপ: ২০২২, ২১ নভেম্বর – ১৮ ডিসেম্বর, কাতার

0
Updated: 2 weeks ago
বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?
Created: 2 months ago
A
পেলে
B
জিদান
C
বেকেনবাওয়ার
D
ম্যারাডোনা
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক যা পরিবর্তনশীল।
- বিগত ৫০ বছরের সেরা ফুটবলার পেলে।
উল্লেখ্য,
- ২৫তম বিসিএস ২০০৪ সালে অনুষ্ঠিত হয়।
- তখন-এর সময় বিবেচনায় পেলে-কে উত্তর হিসেবে নেওয়া হয়েছে।
- তবে বর্তমানের প্রাসঙ্গিক হলে উত্তর হবে মেসি।
উৎস: Goal.com

0
Updated: 2 months ago
নারী কোপা আমেরিকা টুর্নামেন্ট- ২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
ব্রাজিল
B
কলম্বিয়া
C
আর্জেন্টিনা
D
উরুগুয়ে
নারী কোপা আমেরিকা- ২০২৫:
- কলম্বিয়াকে হারিয়ে টানা পঞ্চমবার নারী কোপা আমেরিকা ফুটবলে শিরোপা জিতেছে ব্রাজিল।
- ইকুয়েডরের কুইটোতে ৪-৪ গোলে সমতার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় ব্রাজিল।
- ব্রাজিলের মেয়েদের এটি টানা পঞ্চম ও রেকর্ড নবম শিরোপা।
- তাদের এই জয়ের মূল কারিগর মার্তা। জোড়া গোল উপহার দেন এই ফরোয়ার্ড।
- সেই সাথে হয়েছেন কোপা আমেরিকা ২০২৫-এর সেরা খেলোয়াড়।
উল্লেখ্য,
- গত ১২ জুলাই থেকে শুরু হয় মেয়েদের কোপা আমেরিকা।
- দুটি গ্রুপ মিলিয়ে মোট ১০টি দল অংশ নেয় এই টুর্নামেন্টে।
- ১৯৯১ থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে এক আসর বাদে প্রতিবারই শিরোপা নিজেদের করে নেয় ব্রাজিলের মেয়েরাই।
- মাঝে ২০০৬-এ ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
- সব মিলিয়ে ১০ আসরের মধ্যে ৯বারই শিরোপা জিতে ব্রাজিল।

0
Updated: 1 month ago