বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?
A
বিকন অন্বেষা
B
ব্র্যাক অন্বেষা
C
নোয়া ১৮
D
নোয়া ১৯
উত্তরের বিবরণ
ব্র্যাক অন্বেষা
-
ব্র্যাক অন্বেষা হলো বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট।
-
এটি ২০১৭ সালের ৪ জুন যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে কক্ষপথে পাঠানো হয়।
-
ন্যানো স্যাটেলাইটটি তৈরি করেছেন বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী: আব্দুল্লাহ হিল কাফি, রায়হানা শামস ইসলাম অন্তরা এবং মাইসুন ইবনে মনোয়ার। তারা এটি জাপানের কিউশু ইন্সটিটিউট অব টেকনোলজি-র সহায়তায় নির্মাণ করেন।
-
স্যাটেলাইটটির ওজন মাত্র ১ কেজি এবং আকার ১০ সেন্টিমিটার।
-
এটি দুর্যোগ পূর্বাভাস এবং উচ্চমানের চিত্র প্রেরণ করতে সক্ষম।
সূত্র: ডেইলি স্টার বাংলা, ৪ জুন, ২০১৭

0
Updated: 1 month ago
বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক -
Created: 1 month ago
A
বাংলাদেশ কৃষি ব্যাংক
B
সোনালী ব্যাংক
C
অগ্রণী ব্যাংক
D
রূপালী ব্যাংক
বিশেষায়িত ব্যাংক
বাংলাদেশে বর্তমানে ৩টি বিশেষায়িত ব্যাংক রয়েছে। এ ব্যাংকগুলোর মালিকানা পুরোপুরি বাংলাদেশ সরকারের হাতে। প্রতিটি ব্যাংক নির্দিষ্ট বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য প্রতিষ্ঠিত।
এই তিনটি ব্যাংক হলো—
১. বাংলাদেশ কৃষি ব্যাংক
২. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
৩. প্রবাসী কল্যাণ ব্যাংক
অ-তফসিলী ব্যাংক
যেসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তফসিলভুক্ত তালিকায় নেই, সেগুলোকে অ-তফসিলী ব্যাংক বলা হয়। এ ধরনের ব্যাংক সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের সব বিধিনিষেধ মেনে চলে না।
বাংলাদেশে বর্তমানে ৫টি অ-তফসিলী ব্যাংক রয়েছে। এগুলো হলো—
-
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক
-
কর্মসংস্থান ব্যাংক
-
গ্রামীণ ব্যাংক
-
জুবিলি ব্যাংক
-
পল্লী সঞ্চয় ব্যাংক
উৎস: বাংলাদেশ ব্যাংক (অফিসিয়াল ওয়েবসাইট)

0
Updated: 1 month ago
'জীবনঢুলী' কি?
Created: 1 month ago
A
একটি উপন্যাসের নাম
B
একটি কাব্যগ্রন্থের নাম
C
একটি আত্মজীবনীর নাম
D
একটি চলচ্চিত্রের নাম
জীবনঢুলী
বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো জীবনঢুলী। ছবিটি পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল এবং এটি মুক্তি পায় ২০১৩ সালে।
চলচ্চিত্রের মূল কাহিনি গড়ে উঠেছে নিম্নবর্ণের এক হিন্দু ঢাকি জীবনকৃষ্ণ দাস ও তার পরিবারের জীবনের চারপাশে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তারা কীভাবে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়, সেই অভিজ্ঞতাই ছবির প্রধান বিষয়বস্তু।
বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত এ চলচ্চিত্রে বিশেষভাবে তুলে ধরা হয়েছে চুকনগর গণহত্যা। ১৯৭১ সালের ২০ মে পাকিস্তানি সেনারা খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের চুকনগর বাজারে ভয়ংকর হত্যাযজ্ঞ চালায়, যা ইতিহাসে “চুকনগর গণহত্যা” নামে পরিচিত হয়ে আছে।
উৎস: প্রথম আলো, ১৯ জানুয়ারি ২০১৪, জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 1 month ago
যশোর জেলায় অবস্থিত বিল-
Created: 1 month ago
A
হাইল
B
পাথরচাওলি
C
ভবদহ
D
আড়িয়াল
ভবদহ বিল – যশোর জেলায়
ভবদহ বিল বাংলাদেশের যশোর জেলায় অবস্থিত।
যশোর জেলা সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
যশোর জেলা বাংলাদেশের অন্যতম প্রাচীন জেলা। এটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় ১৭৮৬ সালে, অর্থাৎ প্রায় দুইশত বছর আগে।
-
ইতিহাসে যশোরের শাসকদের মধ্যে মহারাজ বিক্রমমাদিত্য, রাজা প্রতাপাদিত্য ও রাজা সীতারাম রায় বিশেষভাবে উল্লেখযোগ্য।
-
১৮৭৬ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত জেলা প্রশাসনের গঠন ও পুনর্বিন্যাস ক্রমাগত চলতে থাকে।
-
১৯৮৪ সালে বাংলাদেশ সরকার প্রশাসনিক উন্নয়নের জন্য যশোরকে ভেঙ্গে পুনর্গঠন করে।
-
বাংলাদেশের স্বাধীনতার সময় প্রথম পতাকা উত্তোলন করা হয়েছিল যশোর থেকেই।
ভূগোল ও নদী:
-
যশোর এক ধরণের মৃতপ্রায় ব-দ্বীপ হিসেবে পরিচিত।
-
জেলার প্রধান নদীসমূহ: ভৈরব, চিত্রা, কপোতাক্ষ, হরিহর, দাদরা, বেত্রাবতী, কোদলা ও ইছামতি।
বিল সমূহ:
-
যশোরের গুরুত্বপূর্ণ বিলের মধ্যে রয়েছে ভবদহ, জলেশ্বর, বকর ও হরিণা।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 1 month ago