A
২টি
B
৩টি
C
৪টি
D
৫টি
উত্তরের বিবরণ
বাংলাদেশের সীমান্তবর্তী জেলা
বাংলাদেশের দুইটি আন্তর্জাতিক সীমান্ত রয়েছে — একটির সাথে ভারত এবং অন্যটির সাথে মিয়ানমার। দেশে মোট ৩২টি জেলা আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত।
এর মধ্যে ভারতের সাথে ৩০টি জেলা সীমান্ত ভাগ করে এবং মিয়ানমারের সাথে ৩টি জেলা সীমান্তবর্তী।
মিয়ানমারের সীমান্তবর্তী জেলাগুলো হলো:
-
কক্সবাজার
-
রাঙ্গামাটি
-
বান্দরবান
উল্লেখযোগ্যভাবে, রাঙ্গামাটি জেলা হলো একমাত্র জেলা যা ভারতের পাশাপাশি মিয়ানমারের সাথেও সীমান্ত ভাগ করে।
উৎস: বর্ডার গার্ড বাংলাদেশ এর ওয়েবসাইট।

0
Updated: 1 day ago
বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?
Created: 1 week ago
A
আলমগীরনামা
B
আইন-ই-আকবরী
C
আকবরনামা
D
তুজুক-ই-আকবরী
বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তি
আইন-ই-আকবরী গ্রন্থে বাংলা নামের উৎপত্তি প্রসঙ্গে সবচেয়ে বেশি উল্লেখ পাওয়া যায়।
আইন-ই-আকবরী
-
মুঘল সম্রাট আকবরের (১৫৫৬-১৬০৫) রাজদরবারের ঐতিহাসিক আবুল ফজল এই গ্রন্থটি রচনা করেন।
-
এটি মূলত আকবরনামা নামের বৃহৎ ইতিহাসগ্রন্থের তৃতীয় খণ্ড।
-
আকবর যে সব প্রশাসনিক আইন ও নীতি কার্যকর করেছিলেন, সেগুলোর বিস্তারিত বিবরণ এখানে পাওয়া যায়।
-
যদিও এটি আকবরনামার অংশ, তবুও আইন-ই-আকবরী নিজেই একটি পূর্ণাঙ্গ গ্রন্থ হিসেবে স্বীকৃত।
-
বাংলার ইতিহাস পুনর্গঠনে এ গ্রন্থের তথ্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
বাংলা নামের উৎপত্তি
গ্রন্থে উল্লেখ আছে—
-
বাংলার প্রাচীন নাম ছিল বঙ্গাল।
-
কারণ, এই দেশের রাজারা সারাদেশে চওড়া ‘আল’ (উঁচু বাঁধ/মাটি তোলা রাস্তা) নির্মাণ করতেন।
-
তাই ‘বঙ্গ’ + ‘আল’ = ‘বঙ্গাল’, যেখান থেকে বাংলা নামের উৎপত্তি হয়েছে।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
Created: 1 week ago
A
রাঙামাটি
B
খাগড়াছড়ি
C
বান্দরবান
D
সিলেট
প্রান্তিক হ্রদ
প্রান্তিক হ্রদ বা প্রান্তিক লেক বান্দরবান জেলায় অবস্থিত। এটি প্রায় ২৫ একর এলাকা জুড়ে বিস্তৃত একটি কৃত্রিম জলাশয়। লেকটির চারপাশে বিভিন্ন প্রজাতির গাছগাছালি দেখা যায়।
অবস্থান:
-
বান্দরবান-কেরানীহাট সড়কের পাশে হলুদিয়া এলাকায় অবস্থিত।
-
জেলা সদর থেকে লেক পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দূরত্ব।
সুবিধা:
-
লেকের পাশে আছে উন্মুক্ত মাটির মঞ্চ, পিকনিক স্পট, বিশ্রামাগার এবং একটি উঁচু গোল ঘর।
বান্দরবান জেলা
-
বান্দরবান ১৮৬০ সালে পার্বত্য চট্টগ্রামের অংশ হিসেবে জেলা ঘোষণা করা হয়।
-
১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন অনুযায়ী অঞ্চলটি তিনটি সার্কেলে বিভক্ত হয়: চাকমা সার্কেল, মং সার্কেল এবং বোমাং সার্কেল।
-
বান্দরবান তৎকালীন সময়ে বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত ছিল, তাই জেলার প্রাথমিক নাম ছিল বোমাং থং।
-
১৯৫১ সালে বান্দরবান মহকুমা হিসেবে প্রশাসনিক কার্যক্রম শুরু করে।
-
১৯৮১ সালের ১৮ এপ্রিল, বান্দরবান পার্বত্য জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়, যেখানে লামাসহ সাতটি উপজেলা অন্তর্ভুক্ত।
-
ভৌগোলিক অবস্থান: দক্ষিণে মায়ানমার, পূর্বে ভারত।
-
প্রধান পাহাড়ি অঞ্চল: মিরিঞ্জা, ওয়ালটং, তামবাং এবং পলিতাই।
-
প্রধান নদী: সাঙ্গু, মাতামুহুরী এবং বাঁকখালী।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 1 week ago
BTRC-এর ইংরেজি পূর্ণরূপ কোনটি?
Created: 2 weeks ago
A
Bangladesh Telephone Regulatory Commission
B
Bangladesh Telecommunication Regulatory Commission
C
Bangladesh Telecom Regulatory Commission
D
Bangladesh Telephone and Telegraph Regulatory Commission
BTRC (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন)
-
পূর্ণরূপ: Bangladesh Telecommunication Regulatory Commission।
-
প্রতিষ্ঠা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (Bangladesh Telecommunication Regulatory Act, 2001) অনুযায়ী ৩১ জানুয়ারি ২০০২-এ BTRC গঠিত হয়।
-
উদ্দেশ্য:
-
বাংলাদেশে টেলিযোগাযোগ সেবা নিয়ন্ত্রণ ও উন্নয়ন।
-
সেলুলার নেটওয়ার্ক, পিএসটিএন, কৃত্রিম উপগ্রহ, ক্যাবল এবং অন্যান্য টেলিযোগাযোগ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ।
-
-
পূর্ববর্তী ইতিহাস:
-
১৯৭৯ সালে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড গঠিত হয়।
-
১৯৯৫ সালে বোর্ড সম্পর্কিত অধ্যাদেশ সংশোধন করা হয়।
-
-
কর্তৃত্ব ও দায়িত্ব: BTRC চালু হওয়ার পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃত্ব ও দায়িত্ব BTRC-এর ওপর হস্তান্তর করা হয়।
সূত্র: BTRC ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago