A
হ্যাকার গ্রুপ
B
ডাটাবেজ সফটওয়্যার
C
কম্পিউটার ভাইরাস
D
কম্পিউটার অ্যান্টিভাইরাস
উত্তরের বিবরণ
Code Red (কম্পিউটার ওয়ার্ম)
২০০১ সালে প্রথম আবিষ্কৃত হয়।
এটি একটি কুখ্যাত কম্পিউটার ওয়ার্ম।
Microsoft IIS web server-এর buffer overflow vulnerability কাজে লাগিয়ে ছড়ায়।
নেটওয়ার্কে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ওয়েব সার্ভার অচল করে দেয়।
কম্পিউটার ভাইরাস
কম্পিউটার ভাইরাস এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম।
স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট হয়ে তথ্য ও উপাত্তকে আক্রমণ করে।
VIRUS = Vital Information Resources Under Seize (গুরুত্বপূর্ণ তথ্য দখলে নেওয়া বা ক্ষতিসাধন করা)।
ডেটা ফাইল নষ্ট করে, বুটে বাধা দেয়, হার্ডডিস্ক ক্ষতিগ্রস্ত করে।
উদাহরণ: Melissa, Trojan Horse, Code Red, Worm।
অ্যান্টিভাইরাস সফটওয়্যার
ভাইরাস প্রতিরোধ ও ধ্বংস করার সফটওয়্যার।
একসাথে অনেক ভাইরাস সনাক্ত ও ধ্বংস করতে সক্ষম।
উদাহরণ: AVG, Avira, Norton, Avast, Bitdefender।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 day ago
কম্পিউটার ভাইরাস কি?
Created: 2 weeks ago
A
একটি ক্ষতিকারক জীবাণু
B
একটি ক্ষতিকারক সার্কিট
C
একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাক্স
D
একটি ক্ষতিকারক প্রোগ্রাম
কম্পিউটার ভাইরাস
-
কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারের মেমরিতে প্রবেশ করে গোপনে ছড়ায়। এটি মূল্যবান তথ্য বা প্রোগ্রাম নষ্ট করতে পারে এবং অনেক সময় পুরো কম্পিউটারকে অচল করে দিতে পারে।
-
CIH ভাইরাস বা চেরনোবিল ভাইরাস এর রচয়িতা হলেন চেন ইং-হাও (Chen Ing-hau), যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন। ভাইরাসটির নামও তার নামের আদ্যক্ষর থেকে এসেছে – CIH।
-
এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller নামেও ডাকা হয়।
-
২৬ এপ্রিল ১৯৯৯ সালে, এই ভাইরাসের আক্রমণে বাংলাদেশসহ বিশ্বব্যাপী লক্ষ লক্ষ কম্পিউটার বিপর্যয়ের মুখোমুখি হয়।
কিছু পরিচিত কম্পিউটার ভাইরাসের উদাহরণ:
-
ভিবিএস/হেল্পার
-
ওয়ার্ম
-
ভিবিএস/আকুই
-
ট্রোজান হর্স
-
এক্স ৯৭এম/হপার.আর
-
মাইক্রো ভাইরাস
-
বুট সেক্টর ভাইরাস
-
জেরুজালেম
-
স্টোন
-
ঢাকা ভাইরাস
-
ভিয়েনা
-
সিআইএইচ
উৎসঃমাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 weeks ago