A
01010
B
00110
C
00101
D
01011
উত্তরের বিবরণ
২-এর পরিপূরক (2's Complement)
কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিট উল্টে দিলে (0 → 1, 1 → 0) যে সংখ্যা পাওয়া যায় তাকে ১-এর পরিপূরক (1’s Complement) বলে।
কোনো বাইনারি সংখ্যার ১-এর পরিপূরকের সাথে ১ যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ২-এর পরিপূরক (2’s Complement) বলা হয়।
১৯৪৫ সালে জন ভন নিউম্যান (John von Neumann) প্রথম EDSAC কম্পিউটারে ২-এর পরিপূরক ব্যবহারের প্রস্তাব করেন।
উদাহরণ:
প্রদত্ত সংখ্যা = 11010
Step 1: ১-এর পরিপূরক নির্ণয়
11010 → 00101
Step 2: এতে ১ যোগ করতে হবে
00101 + 1 = 00110
অতএব, 11010 এর ২-এর পরিপূরক হলো 00110
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি

0
Updated: 1 day ago