A
রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
B
শিল্প কারখানায় অধিক শ্রমিক নিয়োগ দেয়া
C
দক্ষ জনশক্তি তৈরি করা
D
রাজনৈতিক সংগঠনে অন্তর্ভুক্ত হওয়া
উত্তরের বিবরণ
নাগরিকের দায়িত্ব ও কর্তব্য
-
রাষ্ট্র নাগরিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং অধিকার প্রদান করে। ঠিক তেমনই, নাগরিকদেরও রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়।
-
নাগরিকের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখানো।
-
রাষ্ট্রের প্রণীত আইন এবং সংবিধান মেনে চলা, এবং আইনের প্রতি সম্মান প্রদর্শন করা নাগরিকের অন্যতম দায়িত্ব। উদাহরণস্বরূপ, রাস্তায় চলাকালে ট্রাফিক আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
-
কেউ যদি আইন অমান্য করে, তবে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় এবং স্বাভাবিক জীবন ব্যাহত হয়। তাই শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নাগরিকদের অবশ্যই আইন মেনে চলতে হবে।
-
সততার সাথে এবং বিবেচনা করে ভোট দেওয়া নাগরিকের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর ফলে যোগ্য ও উপযুক্ত প্রার্থী জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়। অযোগ্য বা দুর্নীতিবাজ প্রার্থীর জন্য ভোট না দেওয়া উচিত।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 1 day ago
একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন?
Created: 1 month ago
A
১৫-২০%
B
২০-২৫%
C
৩০-৩৫%
D
৩৫-৪০%
বন: প্রাকৃতিক সম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ
একটি দেশের মোট জমির কমপক্ষে ২০ থেকে ২৫ শতাংশ বনভূমি থাকা খুবই জরুরি। এর মাধ্যমে ভূমির ক্ষয় রোধ, মাটি উর্বর রাখা, জলবায়ুর ভারসাম্য বজায় রাখা এবং বৃষ্টিপাত নিয়ন্ত্রণ সম্ভব হয়।
বাংলাদেশের বনভূমি
বাংলাদেশের বনভূমি পাঁচটি প্রধান অঞ্চলে ভাগ করা যায়:
১। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বন
২। সিলেটের বনাঞ্চল
৩। সুন্দরবন
৪। মধুপুর ও ভাওয়ালের বন
৫। দিনাজপুর ও রংপুরের বন
বাংলাদেশের বনাঞ্চলে সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, গর্জন, সেগুন, চাপালিস, গামারি, শিরীষ, শাল এর মতো গাছ পাওয়া যায়।
সুন্দরবনে গোলপাতা এবং সিলেট ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে বাঁশ ও বেত প্রচুর পরিমাণে জন্মে।
এগুলো থেকে কাঠ সংগ্রহ করে ঘর-বাড়ি, আসবাবপত্র, নৌকা, রেলওয়ের স্লিপার, খুঁটি ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়া বন থেকে আমরা জ্বালানি কাঠ, মধু, মোম, গোলপাতা প্রভৃতি পেয়ে থাকি, যা অনেক মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম।
বাংলাদেশের বনভূমির পরিমাণ
-
বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।
-
সরকার নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ প্রায় ২৩ লাখ হেক্টর, যা মোট জমির প্রায় ১৫.৫৮%।
-
বন অধিদপ্তর পরিচালিত বনভূমির পরিমাণ প্রায় ১৬ লাখ হেক্টর, যা দেশের মোট আয়তনের প্রায় ১০.৭৪%।
-
মোট বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ দেশের মোট জমির ২২.৩৭%।
উৎস: অর্থনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে-
Created: 5 days ago
A
চীন
B
ভারত
C
যুক্তরাজ্য
D
থাইল্যান্ড
বাংলাদেশের আমদানি পরিসংখ্যান অনুযায়ী, চীন থেকে সর্বাধিক পণ্য আমদানি করা হয়। অর্থাৎ, বাংলাদেশ চীনের পণ্য সবচেয়ে বেশি কিনছে।
২০২৩-২৪ অর্থবছরের (জুলাই-ফেব্রুয়ারি) পর্যন্ত দেশভিত্তিক আমদানি (মিলিয়ন ডলার):
-
চীন: ১২,৫৫৩ (২৮.৪৬%)
-
ভারত: ৫,৯১৮ (১৩.৪২%)
-
যুক্তরাষ্ট্র: ১,৯৯০ (৪.৫১%)
গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
-
টাকার পরিমাণে সবচেয়ে বেশি আমদানি হয় চীন থেকে, এবং দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
-
আমদানিতে ট্যারিফের ছয়টি ধাপ আছে; সর্বোচ্চ শুল্কহার ২৫%।
-
EU-ভুক্ত দেশগুলো বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরও পরবর্তী ৩ বছর শুল্কমুক্ত সুবিধা দেয়।
তথ্যসূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো, অর্থনৈতিক সমীক্ষা – ২০২৪

0
Updated: 5 days ago
আলুর একটি জাত-
Created: 5 days ago
A
ডায়মন্ড
B
রূপালী
C
ড্রামহেড
D
ব্রিশাইল
উচ্চ ফলনশীল ফসল ও তাদের জাত
কৃষি খাতে বিভিন্ন ফসলের উন্নত জাত নির্বাচনের মাধ্যমে ভালো ফলন নিশ্চিত করা যায়। নিচে কয়েকটি প্রধান ফসল ও তাদের উচ্চ ফলনশীল জাতের তালিকা দেওয়া হলো:
১. আলু:
উচ্চ ফলনশীল আলুর জাতের মধ্যে উল্লেখযোগ্য:
-
হীরা
-
আইলসা
-
ডায়মন্ড
-
কার্ডিনাল
-
চমক
-
সুন্দরী
-
কুফরী
২. তুলা:
উন্নত জাতের তুলা শস্যের একটি জনপ্রিয় জাত হলো:
-
রূপালী
৩. বাঁধাকপি:
উচ্চ ফলনশীল জাতের মধ্যে:
-
গ্রীন এক্সপ্রেস
-
ড্রামহেড
-
গোল্ডেন ক্রস
-
প্রভাতী
-
অগ্রদূত
৪. ধান:
উচ্চ ফলনশীল ধানের জাতের মধ্যে রয়েছে:
-
বিপ্লব
-
ইরাটম
-
ব্রিশাইল
-
ময়না
-
চান্দিনা
-
হরিধান
-
নারিফা
-
প্রগতি
৫. অন্যান্য:
-
সরিষা: সফল
-
ভুট্টা: উত্তরণ
-
বেগুন: শুকতারা
সূত্র: কৃষি তথ্য সার্ভিস (Agricultural Information Service) ও কৃষি শিক্ষা বোর্ডবই।

0
Updated: 5 days ago