A
মুশফিক
B
তামিম
C
সাব্বির
D
লিটন দাস
উত্তরের বিবরণ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ইতিহাস
-
টেস্ট স্ট্যাটাস অর্জন: ২০০০ সালে।
-
প্রথম টেস্ট ম্যাচ: ২০০০ সালের ১০ নভেম্বর, ভারতের বিরুদ্ধে।
-
অধিনায়ক: নাইমুর রহমান।
-
-
প্রথম টেস্ট জয়: ২০০৫ সালে, জিম্বাবুয়ের বিরুদ্ধে চট্টগ্রামে।
-
প্রথম টেস্ট সেঞ্চুরি: আমিনুল ইসলাম বুলবুল।
-
প্রথম ডাবল সেঞ্চুরি: মুশফিকুর রহিম।
-
প্রথম ১০০০ রান সংগ্রাহক: হাবিবুল বাশার।
বিশেষ মুহূর্ত:
-
বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে, কলম্বোতে।
-
শততম টেস্টে সেঞ্চুরি করেছেন সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
-
রেকর্ডধারী কৃতিত্ব:
-
মোহাম্মদ আশরাফুল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরি সংগ্রাহক হিসেবে নাম লেখান।
-
২০০১ সালে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার টেস্টের তৃতীয় দিনে আশরাফুল সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরি করেন।
-
সূত্র: ESPN Cricinfo

0
Updated: 1 day ago
বাংলামতি কি?
Created: 1 month ago
A
এক প্রকার ধান
B
এক প্রকার গম
C
এক প্রকার আম
D
একটি নদীর নাম
বাংলামতি ধান
বাংলামতি হলো একটি উন্নত জাতের ধান, যা দেখতে ও গন্ধে বাসমতি ধানের মতো। এটি ব্রি ধান-৫০ নামে পরিচিত এবং বোরো মৌসুমে চাষের উপযোগী।
-
উদ্ভাবন করেছে: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)
-
জীবনকাল: প্রায় ১৫৫ দিন
-
উৎপাদন (সেচসহ): প্রতি হেক্টরে প্রায় ৬ টন
বাংলামতি ধানের বৈশিষ্ট্য:
-
গাছের উচ্চতা প্রায় ৮২ সেন্টিমিটার
-
গাছ সাধারণত হেলে পড়ে না
-
চাল লম্বা, চিকন, সাদা ও সুগন্ধি
-
ভাত ঝরঝরে হয়
-
চালের প্রোটিনের পরিমাণ ৮.২%
আরও কিছু উন্নত জাতের ধান (বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত)
-
ইরাটম
-
ব্রি হাইব্রিড-১
-
চান্দিনা
-
হীরা
-
মালা
-
বিপ্লব
-
দুলাভোগ
-
মোহিনী
-
সুফলা
-
আশা
-
প্রগতি
তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস

0
Updated: 1 month ago
বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে-
Created: 1 day ago
A
ভারত থেকে
B
চীন থেকে
C
জাপান থেকে
D
সিঙ্গাপুর থেকে
বাংলাদেশের দেশভিত্তিক আমদানি (২০২৩-২৪ অর্থবছর, জুলাই-ফেব্রুয়ারি)
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে বাংলাদেশের সবচেয়ে বেশি আমদানি চীন থেকে হয়েছে। অন্যান্য দেশের তুলনায় চীনের শীর্ষ অবস্থান দেখা যায়। প্রধান আমদানিকারক দেশ ও তাদের মার্কিন ডলারে আমদানির পরিমাণ নিম্নরূপ:
-
চীন: ১২,৫৫৩ মিলিয়ন ডলার (২৮.৪৬%)
-
ভারত: ৫,৯১৮ মিলিয়ন ডলার (১৩.৪২%)
-
যুক্তরাষ্ট্র: ১,৯৯০ মিলিয়ন ডলার (৪.৫১%)
-
মালয়েশিয়া: ১,৪৮২ মিলিয়ন ডলার (৩.৩৬%)
-
সিঙ্গাপুর: ১,৩৮৯ মিলিয়ন ডলার (৩.১৫%)
-
জাপান: ১,৩৪৭ মিলিয়ন ডলার (৩.০৫%)
-
দক্ষিণ কোরিয়া: ৭৫২ মিলিয়ন ডলার (১.৭০%)
গুরুত্বপূর্ণ তথ্য:
-
টাকার ভিত্তিতে সর্বোচ্চ আমদানি হয়েছে চীনের কাছ থেকে, দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।
-
আমদানির শুল্ক ব্যবস্থা: মোট ৬টি ধাপ/স্টেপে শুল্ক নির্ধারণ করা হয়, যেখানে সর্বোচ্চ শুল্কহার ২৫%।
-
ইউরোপীয় ইউনিয়ন (EU) বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা বজায় থাকায় আগামী ৩ বছরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা প্রদান অব্যাহত রাখবে।
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪, বাংলাদেশ ব্যাংক

0
Updated: 1 day ago
বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়?
Created: 1 day ago
A
Permanent Court of Justice
B
International Tribunal for the Law of the Sea
C
International Court of Justice
D
Permanent Court of Arbitration
সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি
-
বাংলাদেশ–মিয়ানমার সমুদ্রসীমা:
২০১২ সালের ১৪ মার্চ, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্রসীমা বিরোধের মামলা নিষ্পত্তি হয়। এটি পরিচালিত হয় জার্মানির হামবুর্গে অবস্থিত আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইবুনাল (International Tribunal for the Law of the Sea – ITLOS) এ। এই রায়ের মাধ্যমে বাংলাদেশ ১,১১,৬৩১ বর্গকিলোমিটার সমুদ্রসীমা লাভ করে। -
বাংলাদেশ–ভারত সমুদ্রসীমা:
বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধ স্থায়ী সালিশি আদালত (Permanent Court of Arbitration – PCA) দ্বারা সমাধান করা হয়।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন সংবাদপত্রের রিপোর্ট।

0
Updated: 1 day ago