A
৩০ বছর
B
৩৫ বছর
C
৪০ বছর
D
৪৫ বছর
উত্তরের বিবরণ
রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ
১. রাষ্ট্রপতির ন্যূনতম বয়স:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীকে ন্যূনতম ৩৫ বছর বয়সী হতে হবে।
২. জাতীয় সংসদ:
-
জাতীয় সংসদ হলো বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা।
-
সংবিধানের পঞ্চম ভাগে জাতীয় সংসদ সম্পর্কে বিস্তারিত নির্দেশনা আছে।
-
বাংলাদেশে জাতীয় সংসদ এককক্ষবিশিষ্ট।
-
জাতীয় সংসদে মোট ৩৫০ জন সদস্য থাকেন, যেখানে সারাদেশ থেকে নির্বাচিত ৩০০ জন এবং সংরক্ষিত নারী আসন ৫০টি।
-
প্রতিটি সংসদ পাঁচ বছর মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
-
আইন অনুযায়ী, বাংলাদেশের যেকোনো নাগরিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন।
-
রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে প্রার্থীর বয়স ৩৫ বছর হতে হবে।
-
প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বয়সের ন্যূনতম সীমা ২৫ বছর।
৩. রাষ্ট্রপতি:
-
সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি হলো দেশের সর্বোচ্চ মর্যাদার পদ।
-
রাষ্ট্রপতি সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন।
-
রাষ্ট্রপতি হিসেবে তিনি সংবিধান ও আইন দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করবেন এবং দায়িত্ব পালন করবেন।
-
কোনো ব্যক্তি একাধিক দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতি পদে থাকতে পারবেন না, তা পরপর হোক বা না হোক।
-
রাষ্ট্রপতি সংসদের সদস্য হতে পারবেন না। যদি সংসদ সদস্য নির্বাচিত হন, তবে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার দিনই তার আসন খালি হবে।
-
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী অযোগ্য হবেন, যদি তার বয়স ৩৫ বছরের কম হয় বা সে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য না হয়।
-
রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করা যায় অভিশংসনের মাধ্যমে।
উৎস: বাংলাদেশের সংবিধান, অনুচ্ছেদ-৪৮

0
Updated: 1 day ago
সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে?
Created: 5 days ago
A
১৩০
B
১৩১
C
১৩৭
D
১৪০
সংবিধান ও সরকারি কর্ম কমিশন
বাংলাদেশের সংবিধান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও তাদের দায়িত্বের কথা উল্লেখ করেছে। বিশেষ করে সরকারি কর্ম কমিশন সম্পর্কিত বিষয়টি অনুচ্ছেদ ১৩৭-এ বলা হয়েছে।
এখানে বলা আছে যে, আইন অনুযায়ী বাংলাদেশে এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা করা যেতে পারে। প্রতিটি কমিশনে একজন সভাপতি এবং আইন অনুযায়ী অন্যান্য সদস্য থাকবেন।
এর সঙ্গে আরও কিছু প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১৩০: অস্থায়ী মহা হিসাব-নিরীক্ষকের নিয়োগ।
-
অনুচ্ছেদ ১৩১: প্রজাতন্ত্রের হিসাব-রক্ষার পদ্ধতি ও কাঠামো।
-
অনুচ্ছেদ ১৪০: সরকারি কর্ম কমিশনের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ।
সূত্র: বাংলাদেশের সংবিধান।

0
Updated: 5 days ago
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?
Created: 5 days ago
A
ইন্দোনেশিয়া
B
মালয়েশিয়া
C
মালদ্বীপ
D
পাকিস্তান
বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ইতিহাস
বাংলাদেশ স্বাধীনতার পর বিভিন্ন দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা হলো:
-
প্রথম অনারব ও আফ্রিকান দেশ:
-
প্রথম মুসলিম দেশ হিসেবে মালয়েশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ৩১ জানুয়ারি।
-
প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেনেগাল স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি।
-
-
বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া আরব দেশসমূহ:
-
ইরাক: আরব রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৮ জুলাই ১৯৭২।
-
লেবানন: ২৮ মার্চ ১৯৭৩।
-
ইরান: ২২ ফেব্রুয়ারি ১৯৭৪।
-
সৌদি আরব: ১৬ আগস্ট ১৯৭৫।
-
-
অন্যান্য উল্লেখযোগ্য দেশসমূহ:
-
প্রথম এশিয়ার মুসলিম দেশ: মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
-
প্রথম এশিয়ার বাইরে দেশ: পূর্ব জার্মানি (১১ জানুয়ারি ১৯৭২)।
-
প্রথম পশ্চিমা দেশ: গ্রেট ব্রিটেন (৪ ফেব্রুয়ারি ১৯৭২)।
-
মার্কিন যুক্তরাষ্ট্র: ৪ এপ্রিল ১৯৭২।
-
দক্ষিণ আমেরিকা: ভেনিজুয়েলা (২ মে ১৯৭২)।
-
ফ্রান্স: ১৪ ফেব্রুয়ারি ১৯৭২।
-
ব্রাজিল: ১৫ মে ১৯৭২।
-
আর্জেন্টিনা: ২৫ মে ১৯৭২।
-
উৎস: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়

0
Updated: 5 days ago
NILG এর পূর্ণরূপ-
Created: 5 days ago
A
National Information Legal Guide
B
National Institute of Local Government
C
National Identity Licence Guide
D
National Industrial League Group
NILG (জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট)
-
পূর্ণরূপ: National Institute of Local Government (NILG)
-
মূল কাজ: বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় কর্মরত মানুষদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে নিয়োজিত একটি স্বনামধন্য শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান।
-
প্রতিষ্ঠার ইতিহাস: প্রতিষ্ঠানটি ১৯৬৯ সালের ১ জুলাই “ইস্ট পাকিস্তান গভর্নমেন্ট এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউশনস অর্ডিন্যান্স, ১৯৬১” অনুযায়ী ‘স্থানীয় সরকার ইনস্টিটিউট’ নামে প্রতিষ্ঠিত হয়।
-
নাম পরিবর্তন: ১৯৮০ সালে এর নাম পরিবর্তন করে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (NILG) রাখা হয়।
-
প্রশাসনিক নিয়ন্ত্রণ: NILG স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে পরিচালিত হয় এবং এটি “জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আইন, ১৯৯২”-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে।
তথ্যসূত্র: জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ওয়েবসাইট।

0
Updated: 5 days ago