A
নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
B
আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
C
সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
D
কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না
উত্তরের বিবরণ
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা
১. ভোটার যোগ্যতা:
গণপ্রতিনিধিত্ব আদেশ (The Representation of the Peoples Order, RPO) অনুযায়ী, কোনো ব্যক্তি যদি বাংলাদেশের কোনো নির্বাচনী এলাকার ভোটার না হন, তবে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
২. সংসদ নির্বাচনে যোগ্যতা:
সংবিধান অনুযায়ী (ধারা ৬৬), সংসদ সদস্য নির্বাচিত হতে হলে একজন প্রার্থীর অবশ্যই নিম্নলিখিত যোগ্যতাগুলো থাকা প্রয়োজন:
-
বাংলাদেশি নাগরিক হতে হবে।
-
বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।
-
আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষণা করা হয়নি।
-
দেউলিয়া ঘোষণার পর দায়মুক্তি পেয়েছেন।
-
কোনো বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ বা আনুগত্য স্বীকার করা হয়নি।
-
১৯৭২ সালের যোগসাজশকারী আদেশ অনুযায়ী কোন অপরাধে দণ্ডিত হননি।
-
আইনে উল্লিখিত কোনো পদাধিকারী নন।
-
নৈতিক বা ফৌজদারী অপরাধে দুই বছরের বেশি কারাদণ্ড পেয়েছেন, এবং সেই দণ্ড শেষে কমপক্ষে ৫ বছর অতিবাহিত হয়েছে।
এই শর্তগুলো পূরণ করলে একজন ব্যক্তি সংসদ নির্বাচনের জন্য প্রার্থী হতে পারেন।
উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট, বাংলাদেশের সংবিধান।

0
Updated: 1 day ago
১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশি এভারেস্ট জয় করেন?
Created: 1 week ago
A
ওয়াসফিয়া নাজনীন
B
মুসা ইব্রাহিম
C
এম.এ. মুহিত
D
নিশাত মজুমদার
নিশাত মজুমদার ও এভারেস্ট জয়
-
নিশাত মজুমদার বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী।
-
তিনি ২০১২ সালের ১৯ মে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ করেন।
-
নিশাতের অন্যান্য উল্লেখযোগ্য অভিযানগুলোর মধ্যে রয়েছে: মেরা, সিংগু চুলি, মাকালু, চেকিগো, শিশাপাংমা, কিয়োজো রি, পিসাং, এলব্রুস, ইমজা সে ও লবুচে পর্বত।
বাংলাদেশী এভারেস্ট জয়ী
-
মাউন্ট এভারেস্ট (Mount Everest) প্রথম জয় করেন এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে, ১৯৫৩ সালে।
-
বাংলাদেশ ৬৭তম দেশ হিসেবে এভারেস্ট জয় করেছে।
-
এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ছয়জন ব্যক্তি এভারেস্ট জয় করেছেন:
-
মুসা ইব্রাহিম – ২০১০ সালের ২৩ মে
-
এম এ মুহিত – ২০১১ সালের ২১ মে
-
নিশাত মজুমদার – ২০১২ সালের ১৯ মে
-
ওয়াসফিয়া নাজরিন – ২০১২ সালের ২৬ মে
-
বাবর আলী – ২০২৪ সালের ১৯ মে
-
মো. খালেদ হোসেন – ২০১৩ সালের ২০ মে (দুর্ভাগ্যবশত চূড়া থেকে নামার পথে দুর্ঘটনায় মৃত্যুবরণ করায় আনুষ্ঠানিকভাবে জয়ী হিসেবে নিবন্ধিত হননি)
-
উৎস: The Business Standard, ২০ মে ২০২৪, প্রথম আলো, ২৯ আগস্ট ২০২২

0
Updated: 1 week ago
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন?
Created: 1 day ago
A
মুশফিক
B
তামিম
C
সাব্বির
D
লিটন দাস
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ইতিহাস
-
টেস্ট স্ট্যাটাস অর্জন: ২০০০ সালে।
-
প্রথম টেস্ট ম্যাচ: ২০০০ সালের ১০ নভেম্বর, ভারতের বিরুদ্ধে।
-
অধিনায়ক: নাইমুর রহমান।
-
-
প্রথম টেস্ট জয়: ২০০৫ সালে, জিম্বাবুয়ের বিরুদ্ধে চট্টগ্রামে।
-
প্রথম টেস্ট সেঞ্চুরি: আমিনুল ইসলাম বুলবুল।
-
প্রথম ডাবল সেঞ্চুরি: মুশফিকুর রহিম।
-
প্রথম ১০০০ রান সংগ্রাহক: হাবিবুল বাশার।
বিশেষ মুহূর্ত:
-
বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে, কলম্বোতে।
-
শততম টেস্টে সেঞ্চুরি করেছেন সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
-
রেকর্ডধারী কৃতিত্ব:
-
মোহাম্মদ আশরাফুল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরি সংগ্রাহক হিসেবে নাম লেখান।
-
২০০১ সালে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার টেস্টের তৃতীয় দিনে আশরাফুল সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরি করেন।
-
সূত্র: ESPN Cricinfo

0
Updated: 1 day ago
বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি?
Created: 1 week ago
A
যুদ্ধাপরাধীদের বিচার
B
সমুদ্রসীমা বিজয়
C
বৈদেশিক মুদ্রার রিজার্ভ
D
বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি
বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় অর্জন হিসেবে সাধারণত সমুদ্রসীমা বিজয়কে ধরা হয়।
ব্যাখ্যা:
-
২০১২ সালে আন্তর্জাতিক আদালতের রায়ে (ICJ) বাংলাদেশের সমুদ্রসীমা চূড়ান্তভাবে স্বীকৃত হয়েছে, যা দেশের জন্য কৌশলগত, অর্থনৈতিক ও জ্বালানি সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
যুদ্ধাপরাধীদের বিচার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, এবং বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিও গুরুত্বপূর্ণ, কিন্তু আন্তর্জাতিক গুরুত্ব এবং জাতীয় স্থায়িত্বের দিক থেকে সমুদ্রসীমা বিজয়কে বড় অর্জন ধরা হয়।
✅ সঠিক উত্তর: সমুদ্রসীমা বিজয়

0
Updated: 1 week ago