নিচের কোনটি নাগরিকের দায়িত্ব?
A
রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
B
শিল্প কারখানায় অধিক শ্রমিক নিয়োগ দেয়া
C
দক্ষ জনশক্তি তৈরি করা
D
রাজনৈতিক সংগঠনে অন্তর্ভুক্ত হওয়া
উত্তরের বিবরণ
নাগরিকের দায়িত্ব ও কর্তব্য
-
রাষ্ট্র নাগরিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং অধিকার প্রদান করে। ঠিক তেমনই, নাগরিকদেরও রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়।
-
নাগরিকের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখানো।
-
রাষ্ট্রের প্রণীত আইন এবং সংবিধান মেনে চলা, এবং আইনের প্রতি সম্মান প্রদর্শন করা নাগরিকের অন্যতম দায়িত্ব। উদাহরণস্বরূপ, রাস্তায় চলাকালে ট্রাফিক আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
-
কেউ যদি আইন অমান্য করে, তবে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় এবং স্বাভাবিক জীবন ব্যাহত হয়। তাই শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নাগরিকদের অবশ্যই আইন মেনে চলতে হবে।
-
সততার সাথে এবং বিবেচনা করে ভোট দেওয়া নাগরিকের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর ফলে যোগ্য ও উপযুক্ত প্রার্থী জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়। অযোগ্য বা দুর্নীতিবাজ প্রার্থীর জন্য ভোট না দেওয়া উচিত।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 1 month ago
(তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়। অনুগ্রহ করে ব্যাখ্যা থেকে বর্তমান তথ্য দেখে নিন) বাংলাদেশের জিডিপিতে (GDP) কৃষি খাতের (ফসল, বন, প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ?
Created: 1 month ago
A
১৪.৭৯ শতাংশ
B
১৬.০০ শতাংশ
C
১২.০০ শতাংশ
D
১৮.০০ শতাংশ
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী,
জিডিপিতে বিভিন্ন খাতের অবদান:
- সেবা খাতের অবদান ৫১.২৪ শতাংশ।
- শিল্প খাতের অবদান ৩৭.৫৬ শতাংশ।
- কৃষি খাতের অবদান ১১.২০ শতাংশ।
- সেবা খাতের অবদান সবচেয়ে বেশি।
অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫.৩৩%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭.০২%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৭.৬৫%।
তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।

0
Updated: 1 month ago
[তৎকালীন গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনুগ্রহ করে বর্তমান তথ্য দেখে নিন] ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত-
Created: 1 month ago
A
১০০ : ১০৬
B
১০০ : ১০০.৬
C
১০০ : ১০০.৩
D
১০০ : ১০০
[তৎকালীন গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনুগ্রহ করে বর্তমান তথ্য দেখে নিন]
বাংলাদেশের সর্বশেষ (পঞ্চম) আদমশুমারি ২০১১ অনুযায়ী,
- নারীর সংখ্যা ৭,৪৭,৯১,৯৭৮ জন এবং পুরুষের সংখ্যা ৭,৪৯,৮০,৩৮৬ জন।
- নারী ও পুরুষের অনুপাত ১০০ : ১০০.৩।
--------------------
৬ষ্ঠ আদমশুমারির তথ্যানুযায়ী বাংলাদেশের:
মোট জনসংখ্যা (প্রাথমিক হিসাবে) : ১৬,৫১,৫৮,৬১৬
- পুরুষ জনসংখ্যা : ৮.১৭ কোটি
- নারী জনসংখ্যা : ৮.৩৩ কোটি।
চূড়ান্ত হিসাবে মোট জনসংখ্যা : ১৬,৯৮,২৮,৯১১)
- পুরুষ জনসংখ্যা : ৮.৪০ কোটি
- নারী জনসংখ্যা : ৮.৫৬ কোটি।
- পুরুষ-নারীর অনুপাত ৯৮ : ১০০।
তথ্যসূত্র: ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা প্রাথমিক প্রতিবেদন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট এবং লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

0
Updated: 1 month ago
বাংলাদেশে কোন নদী কার্পজাতীয় মাছের রেণুর প্রধান উৎস?
Created: 1 week ago
A
সালদা
B
হালদা
C
পদ্মা
D
কুমার
হালদা নদী বাংলাদেশের কার্পজাতীয় মাছের প্রজননের জন্য অন্যতম প্রধান উৎস। এটি দেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন ও সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব রাখে।
→ হালদা নদী সরকার ঘোষিত একটি মৎস্য অভয়াশ্রম।
→ এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের সীমানার মধ্যে উৎপত্তি ও সমাপ্তি হয়েছে।
→ চট্টগ্রামে অবস্থিত হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র।
→ নদীটি খাগড়াছড়ির বাদনাতলী থেকে শুরু হয়ে কর্ণফুলী নদীতে পতিত হয়।
→ সরকার এই নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ হিসেবে ঘোষণা করেছে।

0
Updated: 1 week ago