সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না, কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে-
A
রাজনৈতিক দল
B
সুশীল সমাজ
C
বিচার বিভাগ
D
প্রশাসন বিভাগ
উত্তরের বিবরণ
সুশীল সমাজ (Civil Society)
-
সুশীল সমাজ হলো সমাজের শিক্ষিত ও সচেতন মানুষদের একটি অংশ, যারা সরকার বা বড় কোম্পানিতে চাকরি করেন না, তবুও সমাজের উপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে সক্ষম।
-
এটি কোনো রাজনৈতিক দলের বা সরকারের পক্ষপাতিত্বে কাজ করে না এবং নির্দিষ্ট মতাদর্শ প্রচার করা সুশীল সমাজের কাজ নয়।
-
সুশীল সমাজ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অংশ হিসেবেও বিবেচিত হতে পারে।
-
আজকাল সুশীল সমাজ মানবসম্পদ উন্নয়ন, সমাজসেবা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
-
এটি সরকারের জবাবদিহিতা, দায়িত্বশীলতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সাহায্য করে।
-
সুশীল সমাজ সরকারকে গঠনমূলক সমালোচনা করে, যার ফলে সরকার সহজেই তাদের পরামর্শ বা সুপারিশকে উপেক্ষা করতে পারে না।
-
এছাড়া, সমাজে সাম্প্রদায়িক শান্তি বজায় রাখা এবং মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করা সুশীল সমাজের দায়িত্ব।
তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, ১ম পত্র, প্রফেসর মো. মোজাম্মেল হক।

0
Updated: 1 month ago
১৯৬৬ সালের ৬ দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
Created: 1 month ago
A
৩টি
B
৪টি
C
৫টি
D
৬টি
‘ছয় দফা’ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি, যা ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষামূলক দাবির ভিত্তিতে ঘোষণা করা হয়।
এই কর্মসূচি বাঙালি জাতির স্বাধীনতার আন্দোলনের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয় এবং ইতিহাসে একে ‘মুক্তির সনদ’ বা ‘ম্যাগনেকার্টা’ হিসেবে অভিহিত করা হয়।
তথ্যগুলো হলো:
-
১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের দাবিসমূহ নিয়ে একটি সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন।
-
২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করা হয়।
-
৬ দফা দাবির ভিত্তি ছিল ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’।
ছয় দফার বিবরণ:
-
প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন।
-
দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা।
-
তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা।
-
চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা।
-
পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা।
-
ষষ্ঠ দফা: আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।
অর্থনৈতিক বিষয়ক দফা:
-
তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা।
-
চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা।
-
পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা।

0
Updated: 1 month ago
'Let There Be light ' - বিখ্যাত ছবিটি পরিচালনা করেন-
Created: 1 month ago
A
আমজাদ হোসেন
B
জহির রায়হান
C
খান আতাউর রহমান
D
শেখ নিয়ামত আলী
জহির রায়হান ও তাঁর চলচ্চিত্র
‘Let There Be Light’
-
এটি জহির রায়হানের নির্মাণাধীন একটি চলচ্চিত্র।
-
ছবিটি অসমাপ্ত থেকে যায়, কারণ চলচ্চিত্র শেষ হওয়ার আগেই মুক্তিযুদ্ধ শুরু হয়।
জহির রায়হান সম্পর্কে
-
জন্ম: ১৯৩৫ সালে ফেনী জেলায়।
-
তিনি ছিলেন একাধারে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক।
-
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ।
তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্র সাফল্য
-
বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র ‘সঙ্গম’ তাঁর সৃষ্টি।
-
পরিচালিত প্রথম ছবি ‘কখনো আসেনি’।
-
দেশের প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র ‘বাহানা’।
-
‘কাঁচের দেয়াল’ চলচ্চিত্রটি নিগার পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়।
অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
-
Let There Be Light
-
Stop Genocide
-
কখনো আসেনি
-
কাজল
-
কাঁচের দেয়াল
-
বেহুলা
-
আনোয়ারা
-
সঙ্গম
-
বাহানা ইত্যাদি।
উৎস: বাংলাপিডিয়া, প্রথম আলো

0
Updated: 1 month ago
'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রের পরিচালক কে?
Created: 1 week ago
A
গুরু দত্ত
B
শিবু সিরিল
C
শ্যাম বেনেগাল
D
বিশাল ভরদ্বাজ
‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীকে কেন্দ্র করে নির্মিত একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট, যা বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে সিনেমার মাধ্যমে উপস্থাপন করে।
এটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এবং ভারতীয় খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত।
-
চলচ্চিত্রের নাম: মুজিব: একটি জাতির রূপকার (MUJIB: THE MAKING OF A NATION)।
-
বিষয়বস্তু: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম।
-
মুক্তির তারিখ: ১৩ অক্টোবর ২০২৩।
-
প্রাথমিক ট্রেলার: ১৯ মে ২০২২ সালে ফ্রান্সে অনুষ্ঠিত ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে প্রকাশিত।
-
পরিচালনা: ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল, বাংলাদেশের সাথে যৌথ প্রযোজনা।
-
নির্মাণ ব্যয়: মোট ৮৩ কোটি টাকা, যেখানে বাংলাদেশ প্রদান করেছে ৫০ কোটি টাকা এবং ভারত ৩৩ কোটি টাকা।
-
চিত্রনাট্যকার: শামা জাইদি ও অতুল তিওয়ারি।
-
ভাষা: বাংলা, হিন্দি ও ইংরেজি তিনটি ভাষায় নির্মিত।
-
বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়: আরিফিন শুভ।
অন্য চলচ্চিত্রের উল্লেখযোগ্য তথ্য:
-
চিরঞ্জীব মুজিব: ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত।
-
মুজিব আমার পিতা: দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র।
-
৫৭০: বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী ঘটনা কেন্দ্র করে নির্মিত।
-
তর্জনী: ৭ই মার্চের ভাষণে অনুপ্রাণিত, নির্মাতা সোহেল রানা বয়াতি।
-
দ্য স্পিচ: ১৯৭১ সালের ৭ মার্চের রেসকোর্স ময়দানের দৃপ্ত ভাষণ নিয়ে নির্মিত তথ্যচিত্র, নির্মাতা ফাখরুল আরেফীন।

0
Updated: 1 week ago