A
২৫
B
২৭
C
২৯ ( ব্যাখ্যা দেখুন)
D
৩১
উত্তরের বিবরণ
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

0
Updated: 1 day ago
যশোর জেলায় অবস্থিত বিল-
Created: 1 week ago
A
হাইল
B
পাথরচাওলি
C
ভবদহ
D
আড়িয়াল
ভবদহ বিল – যশোর জেলায়
ভবদহ বিল বাংলাদেশের যশোর জেলায় অবস্থিত।
যশোর জেলা সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
যশোর জেলা বাংলাদেশের অন্যতম প্রাচীন জেলা। এটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় ১৭৮৬ সালে, অর্থাৎ প্রায় দুইশত বছর আগে।
-
ইতিহাসে যশোরের শাসকদের মধ্যে মহারাজ বিক্রমমাদিত্য, রাজা প্রতাপাদিত্য ও রাজা সীতারাম রায় বিশেষভাবে উল্লেখযোগ্য।
-
১৮৭৬ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত জেলা প্রশাসনের গঠন ও পুনর্বিন্যাস ক্রমাগত চলতে থাকে।
-
১৯৮৪ সালে বাংলাদেশ সরকার প্রশাসনিক উন্নয়নের জন্য যশোরকে ভেঙ্গে পুনর্গঠন করে।
-
বাংলাদেশের স্বাধীনতার সময় প্রথম পতাকা উত্তোলন করা হয়েছিল যশোর থেকেই।
ভূগোল ও নদী:
-
যশোর এক ধরণের মৃতপ্রায় ব-দ্বীপ হিসেবে পরিচিত।
-
জেলার প্রধান নদীসমূহ: ভৈরব, চিত্রা, কপোতাক্ষ, হরিহর, দাদরা, বেত্রাবতী, কোদলা ও ইছামতি।
বিল সমূহ:
-
যশোরের গুরুত্বপূর্ণ বিলের মধ্যে রয়েছে ভবদহ, জলেশ্বর, বকর ও হরিণা।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 1 week ago
বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে-
Created: 1 day ago
A
ভারত থেকে
B
চীন থেকে
C
জাপান থেকে
D
সিঙ্গাপুর থেকে
বাংলাদেশের দেশভিত্তিক আমদানি (২০২৩-২৪ অর্থবছর, জুলাই-ফেব্রুয়ারি)
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে বাংলাদেশের সবচেয়ে বেশি আমদানি চীন থেকে হয়েছে। অন্যান্য দেশের তুলনায় চীনের শীর্ষ অবস্থান দেখা যায়। প্রধান আমদানিকারক দেশ ও তাদের মার্কিন ডলারে আমদানির পরিমাণ নিম্নরূপ:
-
চীন: ১২,৫৫৩ মিলিয়ন ডলার (২৮.৪৬%)
-
ভারত: ৫,৯১৮ মিলিয়ন ডলার (১৩.৪২%)
-
যুক্তরাষ্ট্র: ১,৯৯০ মিলিয়ন ডলার (৪.৫১%)
-
মালয়েশিয়া: ১,৪৮২ মিলিয়ন ডলার (৩.৩৬%)
-
সিঙ্গাপুর: ১,৩৮৯ মিলিয়ন ডলার (৩.১৫%)
-
জাপান: ১,৩৪৭ মিলিয়ন ডলার (৩.০৫%)
-
দক্ষিণ কোরিয়া: ৭৫২ মিলিয়ন ডলার (১.৭০%)
গুরুত্বপূর্ণ তথ্য:
-
টাকার ভিত্তিতে সর্বোচ্চ আমদানি হয়েছে চীনের কাছ থেকে, দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।
-
আমদানির শুল্ক ব্যবস্থা: মোট ৬টি ধাপ/স্টেপে শুল্ক নির্ধারণ করা হয়, যেখানে সর্বোচ্চ শুল্কহার ২৫%।
-
ইউরোপীয় ইউনিয়ন (EU) বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা বজায় থাকায় আগামী ৩ বছরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা প্রদান অব্যাহত রাখবে।
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪, বাংলাদেশ ব্যাংক

0
Updated: 1 day ago
ECNEC-এর চেয়ারম্যান বা সভাপতি কে?
Created: 1 week ago
A
অর্থমন্ত্রী
B
প্রধানমন্ত্রী
C
পরিকল্পনামন্ত্রী
D
স্পীকার
একনেক (ECNEC)
-
পূর্ণরূপ: Executive Committee of the National Economic Council (ECNEC)
-
প্রতিষ্ঠা: ১৯৮২ সালে
-
চেয়ারম্যান/সভাপতি: প্রধানমন্ত্রী
-
বিকল্প সভাপতি: অর্থমন্ত্রী
-
সদস্য: পরিকল্পনা মন্ত্রী
-
মূল কাজ: দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রকল্প অনুমোদন ও পর্যালোচনা করা
তথ্যসূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ

0
Updated: 1 week ago