দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে-
A
নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
B
আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
C
সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
D
কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না
উত্তরের বিবরণ
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা
১. ভোটার যোগ্যতা:
গণপ্রতিনিধিত্ব আদেশ (The Representation of the Peoples Order, RPO) অনুযায়ী, কোনো ব্যক্তি যদি বাংলাদেশের কোনো নির্বাচনী এলাকার ভোটার না হন, তবে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
২. সংসদ নির্বাচনে যোগ্যতা:
সংবিধান অনুযায়ী (ধারা ৬৬), সংসদ সদস্য নির্বাচিত হতে হলে একজন প্রার্থীর অবশ্যই নিম্নলিখিত যোগ্যতাগুলো থাকা প্রয়োজন:
-
বাংলাদেশি নাগরিক হতে হবে।
-
বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।
-
আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষণা করা হয়নি।
-
দেউলিয়া ঘোষণার পর দায়মুক্তি পেয়েছেন।
-
কোনো বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ বা আনুগত্য স্বীকার করা হয়নি।
-
১৯৭২ সালের যোগসাজশকারী আদেশ অনুযায়ী কোন অপরাধে দণ্ডিত হননি।
-
আইনে উল্লিখিত কোনো পদাধিকারী নন।
-
নৈতিক বা ফৌজদারী অপরাধে দুই বছরের বেশি কারাদণ্ড পেয়েছেন, এবং সেই দণ্ড শেষে কমপক্ষে ৫ বছর অতিবাহিত হয়েছে।
এই শর্তগুলো পূরণ করলে একজন ব্যক্তি সংসদ নির্বাচনের জন্য প্রার্থী হতে পারেন।
উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট, বাংলাদেশের সংবিধান।

0
Updated: 1 month ago
সংবিধানের কোন অনুচ্ছেদে 'সরকারি কর্ম কমিশন' (PSC) গঠনের উল্লেখ আছে?
Created: 1 month ago
A
১৩৭ নং অনুচ্ছেদে
B
১৩৫ নং অনুচ্ছেদে
C
১৩৮ নং অনুচ্ছেদে
D
১৩৪ নং অনুচ্ছেদে
সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদ
বাংলাদেশের সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে, আইন প্রণয়নের মাধ্যমে দেশের জন্য একটি বা একাধিক সরকারি কর্ম কমিশন গঠন করা যাবে।
প্রতিটি কমিশনে একজন চেয়ারম্যান এবং আইন দ্বারা নির্ধারিত সংখ্যক অন্যান্য সদস্য থাকবে।
এছাড়াও—
-
১৩৫ নং অনুচ্ছেদে অসামরিক সরকারি কর্মচারীদের বরখাস্ত বা শাস্তি সম্পর্কিত বিষয় উল্লেখ আছে।
-
১৩৮ নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের কথা বলা হয়েছে।
-
১৩৯ নং অনুচ্ছেদে তাদের কার্যকালের মেয়াদ নির্ধারণ করা হয়েছে।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়?
Created: 1 month ago
A
২৫ মার্চ ১৯৭১
B
২৬ মার্চ ১৯৭১
C
১৪ ডিসেম্বর ১৯৭১
D
১৬ ডিসেম্বর ১৯৭১
মুক্তিযুদ্ধকালের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে মর্মস্পর্শী ঘটনা হলো বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতে ঢাকায় দুই শতাধিক বুদ্ধিজীবীকে তাদের বাড়ি থেকে তুলে নেয়া হয় এবং নির্মমভাবে হত্যা করা হয়।
এই হত্যাকাণ্ড মূলত পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের স্থানীয় সহযোগীদের পরিকল্পিতভাবে পরিচালিত হয়েছিল। হত্যার লক্ষ্য ছিল বাঙালি জাতিকে নেতৃত্বহীন ও বুদ্ধিবৃত্তিকভাবে দুর্বল করে ফেলা। এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, চিকিৎসক, লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদেরকেও হত্যার শিকার হতে হয়।
প্রধান তথ্যসমূহ:
-
সার্বিক নির্দেশনা: জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজী (পাক সেনা, ইস্টার্ন কমান্ড)
-
সার্বিক তত্ত্বাবধায়ন: মেজর জেনারেল রাও ফরমান আলী
-
বাস্তবায়নে: ব্রিগেডিয়ার বশির, লেঃ কর্নেল হেজাজী, মেজর আসলাম, মেজর জহুর, ক্যাপ্টেন নাসের, ক্যাপ্টেন কাইউম
-
স্থানীয় সহযোগী: আলবদর ও আলশামস বাহিনী
-
আলবদর: জামাত ইসলামের ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘের সদস্যরা
-
আলশামস: মুসলিম লীগ, জামায়েত ইসলামি ও উর্দুভাষী বিহারীদের সমন্বয়ে গঠিত
-
-
হত্যা সংঘটিত স্থান: ঢাকার মিরপুর, নাখালপাড়া, রাজারবাগ, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা
১৯৭১ সালের এই হত্যাকাণ্ডের স্মরণে প্রতি বছর ১৪ ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয়, যেখানে দেশ এই মহান বীর সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
উৎস: উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন (২য় পত্র), বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশী ইউটিউব (YouTube) প্রতিষ্ঠা করেন?
Created: 1 month ago
A
জাবেদ করিম
B
ফজলুল করিম
C
জাওয়াদুল করিম
D
মঞ্জুরুল করিম
ইউটিউব (YouTube)
-
ইউটিউব হল একটি জনপ্রিয় ওয়েবসাইট যা ভিডিও আপলোড, শেয়ার এবং দেখা সম্ভব করে।
-
এটি ১৪ ফেব্রুয়ারি, ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়।
-
ইউটিউবের সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে অবস্থিত।
-
এটি গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠান।
-
বর্তমান CEO: Neal Mohan।
প্রতিষ্ঠাতা:
ইউটিউবের প্রতিষ্ঠাতা হলেন তিনজন প্রাক্তন পেপাল কর্মী: স্টিভ চেন, চ্যাড হারলি এবং জাবেদ করিম। জাবেদ করিম বাংলাদেশী বংশোদ্ভূত।
উৎস: Encyclopaedia Britannica

0
Updated: 1 month ago