A
১৯৭৯ সালে
B
১৯৭২ সালে
C
১৯৭৩ সালে
D
১৯৭৪ সালে
উত্তরের বিবরণ
আদমশুমারি (বাংলাদেশ প্রেক্ষাপট)
-
স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে।
-
সে সময় দেশের মোট জনসংখ্যা ছিল প্রায় ৭ কোটি ৬৪ লাখ।
-
এখন পর্যন্ত বাংলাদেশে মোট ৬টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে।
-
আদমশুমারি হয়েছে যথাক্রমে ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ ও ২০২২ সালে।
-
সাধারণত প্রতি ১০ বছর অন্তর এ শুমারি অনুষ্ঠিত হয়।
-
সর্বশেষ তথা ৬ষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে ২০২২ সালের ১৫-২১ জুন, যার নাম ছিল “জনশুমারি ও গৃহগণনা”।
-
এ কাজ পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।
উল্লেখযোগ্য বিষয় হলো, ব্রিটিশ আমলে ভারতের ভাইসরয় লর্ড মেয়ো প্রথম পরিসংখ্যান জরিপ শুরু করেন। তার আমলেই ১৮৭২ সালে উপমহাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়।
তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS), পরিকল্পনা মন্ত্রণালয়।

0
Updated: 1 day ago
মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ইংরেজি ভাষার প্রথম বাংলাদেশি চলচ্চিত্র কোনটি?
Created: 2 weeks ago
A
জঁ ক্যা ১৯৭১
B
দ্য ট্রুথ অব সেভেনটি ওয়ান
C
দ্য লাস্ট কমান্ড
D
কোনটি নয়
মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ইংরেজি চলচ্চিত্র
-
মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত প্রথম ইংরেজি ভাষার বাংলাদেশি চলচ্চিত্র হলো ‘জঁ ক্যা ১৯৭১’।
-
পরিচালক: ফাখরুল আরেফিন খান (ভুবন মাঝি, গণ্ডি খ্যাত)।
-
সত্য ঘটনার ভিত্তিতে নির্মিত।
-
ঘটনা:
-
৩ ডিসেম্বর ১৯৭১ সালে ফ্রান্সের তরুণ জঁ ক্যা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (PIA) একটি বিমান ছিনতাই করেন।
-
তার একমাত্র দাবি ছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য ২০ টন ওষুধ পাঠানো।
-
-
কাহিনি মূলত জঁ ক্যা-র এই মানবিক ও সাহসী ঘটনাকে কেন্দ্র করে।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

0
Updated: 2 weeks ago
মুক্তিযুদ্ধের সময় ২ নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন -
Created: 1 week ago
A
মেজর রফিকুল ইসলাম
B
মেজর মীর শওকত আলী
C
মেজর খালেদ মোশাররফ
D
মেজর নাজমুল হক
বাংলাদেশ বিষয়াবলি
জনশুমারি ও গৃহ গণনা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
No subjects available.
মুক্তিযুদ্ধের সেক্টর ও কমান্ডারগণ
-
১ নং সেক্টর: প্রথমে মেজর জিয়াউর রহমান, পরে মেজর রফিকুল ইসলাম।
-
২ নং সেক্টর: প্রথমে মেজর খালেদ মোশাররফ, পরে মেজর এ.টি.এম হায়দার।
-
৩ নং সেক্টর: প্রথমে মেজর কে.এম শফিউল্লাহ, পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান।
-
৪ নং সেক্টর: প্রথমে মেজর চিত্তরঞ্জন দত্ত, পরে ক্যাপ্টেন এ রব।
-
৫ নং সেক্টর: মেজর মীর শওকত আলী।
-
৬ নং সেক্টর: উইং কমান্ডার এম. খাদেমুল বাশার।
-
৭ নং সেক্টর: মেজর নাজমুল হক; পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।
-
৮ নং সেক্টর: মেজর আবু ওসমান চৌধুরী; পরে মেজর এম.এ মঞ্জুর।
-
৯ নং সেক্টর: মেজর এম.এ জলিল; পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।
-
১০ নং সেক্টর: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে গঠিত; নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না।
-
১১ নং সেক্টর: মেজর এম. আবু তাহের; গুরুতর আহত হলে স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহ দায়িত্ব পান।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন কে?
Created: 1 week ago
A
রফিক
B
নূর হোসেন
C
শামসুজ্জোহা
D
আসাদ
বাংলাদেশ বিষয়াবলি
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
জনশুমারি ও গৃহ গণনা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
No subjects available.
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন
-
১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক অভ্যুত্থারের মাধ্যমে সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা দখল করে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেন।
-
এরশাদের ক্ষমতা দখলের পর স্বৈরাচারবিরোধী আন্দোলন শুরু হয় প্রধানত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
-
টানা ৯ বছর চলা আন্দোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠে সর্বদলীয় ছাত্র ঐক্য, যা স্বৈরশাসক এরশাদের পতনের মূল শক্তি হিসেবে কাজ করে।
-
১৯৯০ সালের ৬ ডিসেম্বর অবশেষে এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন।
-
আন্দোলনের সময়ে গণতান্ত্রিক অধিকারের দাবিতে রাস্তায় নামা তরুণ নুর হোসেন পুলিশের গুলিতে শহিদ হন।
-
নুর হোসেন শহিদের মৃত্যু হয় ১৯৮৭ সালের ১০ নভেম্বর।
তথ্যসূত্র: বিবিসি বাংলা।

0
Updated: 1 week ago