(তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। অনুগ্রহ করে বর্তমান তথ্য জেনে নিন) ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা-
A
৭.০০%
B
৭.১২%
C
৭.৩০%
D
৭.৪০%
উত্তরের বিবরণ
বাংলাদেশ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২০-২০২৫)
মেয়াদ: জুলাই ২০২০ – জুন ২০২৫
মূল লক্ষ্য: অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং জনগণের জীবনমান উন্নয়ন।
মেয়াদান্তে প্রধান সূচকসমূহ:
-
জিডিপি প্রবৃদ্ধি: ৮.৫১%
-
মোট জিডিপি: ১৭,০৮৭ বিলিয়ন টাকা
-
মাথাপিছু আয়: ৩,০৫৯ মার্কিন ডলার
-
মুদ্রাস্ফীতি: ৪.৬%
-
দারিদ্র্যের হার: ন্যূনতম ৭.৪%, সর্বাধিক ১৫.৬%
-
গড় প্রত্যাশিত আয়ু: ৭৪ বছর
-
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১৮%
-
বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা: ৩০,০০০ মেগাওয়াট
সুত্র: পরিকল্পনা কমিশনের ওয়েবসাইট।
[মনে রাখবেন- এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

0
Updated: 1 month ago
২০২৫–২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা কত?
Created: 1 month ago
A
৬.২%
B
৫.৫%
C
৬.৫%
D
৫.০%
• বাজেট ২০২৫-২৬:
-
বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
-
বাজেট বক্তৃতার শিরোনাম: ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
-
বাজেটের পরিমাণ: ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
-
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা: ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
-
বাজেট ঘাটতি: বাজেটের ৩.৬২ শতাংশ।
-
বাজেটের পরিচালন ব্যয়: ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
-
উন্নয়ন ব্যয়: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
-
জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৫.৫ শতাংশ।
-
মূল্যস্ফীতির লক্ষ্য: ৬.৫ শতাংশ।
-
উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
-
পরিচালন বাজেটে বরাদ্দ: ৫,৪৪,৩৯১ কোটি টাকা।
-
সামাজিক অবকাঠামোতে বরাদ্দ: ২,০৭,৬২৯ কোটি টাকা।
উৎস: বাজেট ২০২৫-২৬

0
Updated: 1 month ago
বাংলাদেশের জাতীয় আয়ের (জিডিপি-র) কত শতাংশ কৃষি থেকে আসে?
Created: 2 months ago
A
১২.৪০%
B
১২.৮৯%
C
১৩.০২%
D
১৩.৩৫%
বাংলাদেশের জাতীয় আয়ে বিভিন্ন খাতের অবদান (সাম্প্রতিক তথ্য অনুযায়ী)
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) এবং বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪ এর তথ্য অনুযায়ী দেশের জিডিপি বা মোট অভ্যন্তরীণ উৎপাদনে তিনটি প্রধান খাতের অবদান নিচের মতো—
কৃষি খাত
-
অবদান (BBS): ১১.৬২%
-
অবদান (অর্থনৈতিক সমীক্ষা ২০২৪): ১১.০২%
-
প্রবৃদ্ধির হার:
-
BBS অনুযায়ী: ১.৭৯%
-
অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী: ৩.২১%
-
-
কৃষিতে কর্মরত জনসংখ্যা: প্রায় ৪৫%
নোট: অনেক পুরনো প্রশ্নে এখনো ১৩.৩৫% অবদান উল্লেখ করা হয়, যা আপডেট নয়।
শিল্প খাত
-
অবদান (BBS): ৩৪.৮১%
-
অবদান (অর্থনৈতিক সমীক্ষা ২০২৪): ৩৭.৯৫%
-
প্রবৃদ্ধির হার:
-
BBS অনুযায়ী: ৪.৩৪%
-
অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী: ৬.৬৬%
-
-
শিল্পে কর্মরত জনসংখ্যা: প্রায় ১৭%
সেবা খাত
-
অবদান (BBS): ৫৩.৫৬%
-
অবদান (অর্থনৈতিক সমীক্ষা ২০২৪): ৫১.০৪%
-
প্রবৃদ্ধির হার:
-
BBS অনুযায়ী: ৪.৫১%
-
অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী: ৫.৮০%
-
-
সেবায় কর্মরত জনসংখ্যা: প্রায় ৩৮%
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
-
মাথাপিছু আয় (২০২৪-২৫ অর্থবছরে): ২,৮২০ মার্কিন ডলার
তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS), বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪

0
Updated: 2 months ago
বাংলাদেশের জিডিপি (GDP)-তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
Created: 4 weeks ago
A
কৃষি
B
শিল্প
C
বাণিজ্য
D
সেবা
বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো এবং খাতভিত্তিক অবদান সম্পর্কে ২০২১ সালের সমীক্ষা অনুযায়ী তথ্যগুলো নিম্নরূপ।
-
কৃষি খাত: জিডিপিতে অবদান ১৩.৪৭%, এবং কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৪০.৬%।
-
শিল্প খাত: জিডিপিতে অবদান ৩৪.৯৯%, এবং শিল্প খাতে নিয়োজিত জনগোষ্ঠী ২০.৪%।
-
সেবা খাত: জিডিপিতে অবদান ৫১.৫৩%, এবং সেবা খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৩৯.০%।

0
Updated: 4 weeks ago