A
বরিশালে
B
ময়মনসিংহে
C
খাগড়াছড়িতে
D
দিনাজপুরে
উত্তরের বিবরণ
জুম চাষ (Jhum Cultivation) বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে প্রচলিত এক প্রাচীন চাষাবাদ পদ্ধতি। এর মূল বৈশিষ্ট্য হলো—এক জায়গায় কয়েক বছর চাষ করার পর জমির উর্বরতা পুনরুদ্ধারের জন্য সেটি ফেলে রেখে পাহাড়ের অন্য জায়গায় চাষ শুরু করা। অর্থাৎ জমি পরিবর্তনের মাধ্যমে চাষ করাকেই জুম বলা হয়।
এই চাষের জন্য প্রথমে পাহাড়ের জঙ্গল পরিষ্কার করা হয়, তারপর সেখানে ফসল ফলানো হয়। যারা এই চাষ করেন, তাঁদের বলা হয় জুমিয়া। পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবিকার প্রধান ভরসা হলো জুম চাষ। বর্তমানে প্রতি বছর প্রায় ২০ হাজার হেক্টর জমিতে এই পদ্ধতিতে চাষাবাদ করা হয়।
জুমে সাধারণত যেসব ফসল জন্মে তার মধ্যে রয়েছে—ধান, ভুট্টা, কাউন, তিল, শসা, মিষ্টি কুমড়া, তরমুজ, বরবটি, তুলা, কলা, আদা ও হলুদ।
বাংলাদেশের তিন পার্বত্য জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানেই মূলত জুম চাষ হয়ে থাকে।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 1 day ago
১৯৭১ সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানী বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং এর প্রতিবেদন প্রকাশ করে?
Created: 1 month ago
A
নিউইয়র্ক টাইমস
B
ডেইলি মেইল
C
ডেইলি টেলিগ্রাফ
D
দ্য ইনডিপেনডেন্ট
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং
১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যার খবর বিশ্বের সামনে প্রথমবারের মতো তুলে ধরেছিলেন ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং। তিনি ব্রিটেনের বিখ্যাত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় কাজ করতেন। ২৫ মার্চ রাতে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনীর শুরু করা বর্বর হামলা ও গণহত্যার প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি।
সাইমন ড্রিং ১৯৭১ সালের ৬ মার্চ কম্বোডিয়া থেকে ঢাকায় আসেন। তখন পাকিস্তান সরকার ঢাকায় অবস্থানরত প্রায় ৫০ জন বিদেশি সাংবাদিককে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আটকে রাখে এবং তাদেরকে দেশ ছেড়ে যেতে বাধ্য করে, যেন তারা গণহত্যার কোনো তথ্য প্রকাশ করতে না পারে। কিন্তু সাইমন ড্রিং লুকিয়ে থেকে গণহত্যার ছবি ও তথ্য সংগ্রহ করেন। তিনি হোটেলের ছাদ, কিচেন, বার এমনকি লবিতেও লুকিয়ে ছিলেন প্রায় ৩২ ঘণ্টা।
২৫ মার্চের রাতের গণহত্যা শেষে যখন ২৭ মার্চ কারফিউ উঠল, তখন তিনি ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন—বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইনস, পুরান ঢাকা ও ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি। এরপর ৩০ মার্চ তার লেখা প্রতিবেদন ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত হয়। এটাই ছিল মুক্তিযুদ্ধের প্রথম আন্তর্জাতিক প্রতিবেদন।
তিনি এরপর কলকাতা থেকে খবর পাঠিয়ে লন্ডনের পত্রিকায় প্রকাশ করতে থাকেন। ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সময় তিনি আবার ঢাকায় ফিরে আসেন এবং বঙ্গবন্ধুর ১০ জানুয়ারি ১৯৭২ সালের স্বদেশ প্রত্যাবর্তনের দিনেও ঢাকায় উপস্থিত ছিলেন।
২০১২ সালে বাংলাদেশ সরকার সাইমন ড্রিংকে মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদান করে।
অন্যান্য সাংবাদিকদের অবদান
-
এস্থনি ম্যাসকারেনহাস পাকিস্তানি বাহিনীর নৃশংসতা নিয়ে বিশ্বজুড়ে সচেতনতা তৈরি করেন।
-
বিবিসির সাংবাদিক মার্ক টালি মুক্তিযুদ্ধের পক্ষে অবিরত খবর প্রচার করেছেন।
-
অনেক বাংলাদেশি সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে দেশের ভেতর থেকে তথ্য বাইরে পাঠিয়েছেন।
-
নিজামউদ্দিন ও নাজমুল হক শহিদ হন সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে।
-
আকাশবাণী, বিবিসি ও ভয়েস অব আমেরিকা (ভোয়া) বাংলাদেশের পক্ষে প্রচার চালায়।
-
আকাশবাণী কলকাতা থেকে প্রচারিত “সংবাদ পরিক্রমা” ছিল খুবই জনপ্রিয়।
-
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে “বজ্রকণ্ঠ” ও “চরমপত্র” অনুষ্ঠানগুলো মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছে।
উৎসঃ দ্য ডেইলি স্টার পত্রিকা

0
Updated: 1 month ago
ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ-এর উৎপাদিত সার-এর নাম কোনটি?
Created: 1 week ago
A
ইউরিয়া এবং এএসপি
B
ইউরিয়া
C
টিএসপি এবং এএসপি
D
ডিএপি
ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড (NGFFL)
-
উৎপাদিত সার: ইউরিয়া এবং এ্যামোনিয়াম সালফেট (ASP)।
-
প্রতিষ্ঠা: ১৯৬১ সালে ফেঞ্চুগঞ্জ, সিলেট জেলায় বাংলাদেশের প্রথম ইউরিয়া কারখানা হিসেবে স্থাপিত হয়।
-
পরবর্তীতে সম্প্রসারণ: ১৯৬৯ সালে এখানে এ্যামোনিয়াম সালফেট প্ল্যান্ট স্থাপন করা হয়।
-
বার্ষিক উৎপাদন ক্ষমতা: ১,০৬,০০০ মেট্রিক টন।
-
বর্তমান অবস্থা:
-
২০১৩ সালের ২৫ নভেম্বর কারখানাটি বন্ধ হয়ে যায়।
-
২০১৬ সালের ৩০ জুন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।
-
-
প্রতিস্থাপন: একই স্থানে নতুন প্রযুক্তিতে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি চালু করা হয়েছে।
উৎসঃ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (BCIC) ওয়েবসাইট

0
Updated: 1 week ago
বাংলাদেশ ইকোনমিক রিভিউ, ২০১৬ অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার (প্রতি হাজার জীবিত জন্মে)-
Created: 1 day ago
A
২৫
B
২৭
C
২৯ ( ব্যাখ্যা দেখুন)
D
৩১
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

0
Updated: 1 day ago