A
শেরে বাংলা এ কে ফজলুল হক
B
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
C
মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
D
নবাব স্যার সলিমুল্লাহ
উত্তরের বিবরণ
১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচন
এই নির্বাচনে নবাব স্যার সলিমুল্লাহ কোনোভাবেই যুক্ত ছিলেন না।
যুক্তফ্রন্ট গঠন
-
১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে “যুক্তফ্রন্ট” গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
-
আনুষ্ঠানিকভাবে যুক্তফ্রন্ট গঠিত হয় ৪ ডিসেম্বর, ১৯৫৩ সালে।
-
এটি মূলত চারটি বিরোধী রাজনৈতিক দলকে একত্র করে গঠিত একটি জোট।
যুক্তফ্রন্টের চার দল
-
আওয়ামী মুসলিম লীগ – নেতৃত্বে ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
-
কৃষক-শ্রমিক পার্টি – নেতৃত্বে ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক।
-
নেজাম-ই-ইসলামী – নেতৃত্বে ছিলেন মওলানা আতাহার আলী।
-
গণতন্ত্রী দল – নেতৃত্বে ছিলেন হাজী দানেশ।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 day ago
বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক -
Created: 1 day ago
A
বাংলাদেশ কৃষি ব্যাংক
B
সোনালী ব্যাংক
C
অগ্রণী ব্যাংক
D
রূপালী ব্যাংক
বিশেষায়িত ব্যাংক
বাংলাদেশে বর্তমানে ৩টি বিশেষায়িত ব্যাংক রয়েছে। এ ব্যাংকগুলোর মালিকানা পুরোপুরি বাংলাদেশ সরকারের হাতে। প্রতিটি ব্যাংক নির্দিষ্ট বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য প্রতিষ্ঠিত।
এই তিনটি ব্যাংক হলো—
১. বাংলাদেশ কৃষি ব্যাংক
২. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
৩. প্রবাসী কল্যাণ ব্যাংক
অ-তফসিলী ব্যাংক
যেসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তফসিলভুক্ত তালিকায় নেই, সেগুলোকে অ-তফসিলী ব্যাংক বলা হয়। এ ধরনের ব্যাংক সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের সব বিধিনিষেধ মেনে চলে না।
বাংলাদেশে বর্তমানে ৫টি অ-তফসিলী ব্যাংক রয়েছে। এগুলো হলো—
-
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক
-
কর্মসংস্থান ব্যাংক
-
গ্রামীণ ব্যাংক
-
জুবিলি ব্যাংক
-
পল্লী সঞ্চয় ব্যাংক
উৎস: বাংলাদেশ ব্যাংক (অফিসিয়াল ওয়েবসাইট)

0
Updated: 1 day ago
নিচের কোনটি নাগরিকের দায়িত্ব?
Created: 1 day ago
A
রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
B
শিল্প কারখানায় অধিক শ্রমিক নিয়োগ দেয়া
C
দক্ষ জনশক্তি তৈরি করা
D
রাজনৈতিক সংগঠনে অন্তর্ভুক্ত হওয়া
নাগরিকের দায়িত্ব ও কর্তব্য
-
রাষ্ট্র নাগরিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং অধিকার প্রদান করে। ঠিক তেমনই, নাগরিকদেরও রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়।
-
নাগরিকের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখানো।
-
রাষ্ট্রের প্রণীত আইন এবং সংবিধান মেনে চলা, এবং আইনের প্রতি সম্মান প্রদর্শন করা নাগরিকের অন্যতম দায়িত্ব। উদাহরণস্বরূপ, রাস্তায় চলাকালে ট্রাফিক আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
-
কেউ যদি আইন অমান্য করে, তবে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় এবং স্বাভাবিক জীবন ব্যাহত হয়। তাই শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নাগরিকদের অবশ্যই আইন মেনে চলতে হবে।
-
সততার সাথে এবং বিবেচনা করে ভোট দেওয়া নাগরিকের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর ফলে যোগ্য ও উপযুক্ত প্রার্থী জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়। অযোগ্য বা দুর্নীতিবাজ প্রার্থীর জন্য ভোট না দেওয়া উচিত।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 1 day ago
NILG এর পূর্ণরূপ-
Created: 5 days ago
A
National Information Legal Guide
B
National Institute of Local Government
C
National Identity Licence Guide
D
National Industrial League Group
NILG (জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট)
-
পূর্ণরূপ: National Institute of Local Government (NILG)
-
মূল কাজ: বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় কর্মরত মানুষদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে নিয়োজিত একটি স্বনামধন্য শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান।
-
প্রতিষ্ঠার ইতিহাস: প্রতিষ্ঠানটি ১৯৬৯ সালের ১ জুলাই “ইস্ট পাকিস্তান গভর্নমেন্ট এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউশনস অর্ডিন্যান্স, ১৯৬১” অনুযায়ী ‘স্থানীয় সরকার ইনস্টিটিউট’ নামে প্রতিষ্ঠিত হয়।
-
নাম পরিবর্তন: ১৯৮০ সালে এর নাম পরিবর্তন করে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (NILG) রাখা হয়।
-
প্রশাসনিক নিয়ন্ত্রণ: NILG স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে পরিচালিত হয় এবং এটি “জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আইন, ১৯৯২”-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে।
তথ্যসূত্র: জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ওয়েবসাইট।

0
Updated: 5 days ago