গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?
A
ধারা ২৬
B
ধারা ২৭
C
ধারা ২৮
D
ধারা ২৯
উত্তরের বিবরণ
আইন অনুযায়ী সমতা (অনুচ্ছেদ ২৭)
বাংলাদেশ সংবিধানের ২৭ নং অনুচ্ছেদ অনুসারে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সকলের আইনের সমান আশ্রয় গ্রহণের অধিকার রয়েছে। এর অর্থ, কোনো ব্যক্তি তার ধর্ম, জাতি, লিঙ্গ বা সামাজিক অবস্থার কারণে আইন থেকে বঞ্চিত হতে পারবে না।
সংবিধানে মৌলিক অধিকার
বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে ২৭ নং অনুচ্ছেদ থেকে ৪৭ নং অনুচ্ছেদ পর্যন্ত নাগরিকদের মৌলিক অধিকারসমূহ বর্ণিত আছে। এই অধিকারগুলো নাগরিকদের জীবনে ন্যায়, সমতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে।
কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ
-
অনুচ্ছেদ ২১: নাগরিক ও সরকারি কর্মকর্তাদের কর্তব্য নির্ধারণ।
-
অনুচ্ছেদ ২২: নির্বাহী ও বিচার বিভাগকে পৃথক করা।
-
অনুচ্ছেদ ২৪: জাতীয় স্মৃতিনিদর্শন সংরক্ষণ।
-
অনুচ্ছেদ ২৫: আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা।
-
অনুচ্ছেদ ২৬: মৌলিক অধিকারের সঙ্গে বিরোধপূর্ণ আইন বাতিল।
-
অনুচ্ছেদ ২৮: ধর্ম বা অন্যান্য কারণে বৈষম্য করা যাবে না।
-
অনুচ্ছেদ ২৯: সরকারি চাকরি ও নিয়োগে সুযোগের সমতা।
-
অনুচ্ছেদ ৩০: বিদেশী উপাধি বা খেতাব গ্রহণে বিধিনিষেধ।
-
অনুচ্ছেদ ৪৭: কিছু নির্দিষ্ট আইন রক্ষার বিষয় নির্দেশ।
উৎস: বাংলাদেশ সংবিধান; পৌরনীতি ও সুশাসন (দ্বিতীয় পত্র), এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধান অনুসারে, মন্ত্রিসভা কার কাছে সম্মিলিতভাবে দায়ী থাকে?
Created: 2 months ago
A
রাষ্ট্রপতির কাছে
B
স্পিকারের কাছে
C
জাতীয় সংসদের কাছে
D
জনগণের কাছে
মন্ত্রিসভা ও সংসদীয় দায়বদ্ধতা
-
বাংলাদেশের সংবিধানের ৫৫ অনুচ্ছেদে বলা হয়েছে, মন্ত্রিসভা যৌথভাবে জাতীয় সংসদের নিকট দায়ী।
-
অর্থাৎ, প্রধানমন্ত্রীসহ সকল মন্ত্রী সংসদের প্রতি দায়বদ্ধ থাকেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে সংসদকে জবাবদিহি করতে হয়।
-
এটি গণতান্ত্রিক শাসনব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি, যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সরকারের কর্মকাণ্ড তদারকি করে।
-
সংসদে যদি মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করা হয় এবং তা গৃহীত হয়, তাহলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়।
-
এই যৌথ দায়বদ্ধতা সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এবং নির্বাহী বিভাগের ক্ষমতা সীমাবদ্ধ রাখে।
-
ফলে, সংসদ কর্তৃক নিয়ন্ত্রণের এই ব্যবস্থা কার্যত জনগণের অধিকার ও মতামতের প্রতিফলন ঘটায়।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 months ago
সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
Created: 2 months ago
A
দ্বিতীয় ভাগ
B
তৃতীয় ভাগ
C
চতুর্থ ভাগ
D
পঞ্চম ভাগ
সংবিধানে মৌলিক অধিকার:
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩য় ভাগে ‘মৌলিক অধিকার’ উল্লেখ করা হয়েছে।
-
সংবিধানের তৃতীয় ভাগে ২৬ নং থেকে ৪৭ নং অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকারসমূহ সংযোজিত আছে।
-
-
সংবিধানের ভাগসমূহ:
-
প্রথম ভাগ: প্রজাতন্ত্র
-
দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
-
তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
-
চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
-
পঞ্চম ভাগ: আইনসভা
-
ষষ্ঠ ভাগ: বিচার বিভাগ
-
সপ্তম ভাগ: নির্বাচন
-
অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
-
দশম ভাগ: সংবিধান-সংশোধন
-
একাদশ ভাগ: বিবিধ
-
সূত্র: বাংলাদেশের সংবিধান।

0
Updated: 2 months ago
সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয় -
Created: 4 weeks ago
A
১১ এপ্রিল, ১৯৭২ সালে
B
১২ অক্টোবর, ১৯৭২
C
২২ মার্চ, ১৯৭২ সালে
D
১২ সেপ্টেম্বর, ১৯৭২
বাংলাদেশ সংবিধান প্রণয়ন সংক্রান্ত তথ্য:
-
সংবিধান প্রণয়ন কমিটি গঠন: ১১ এপ্রিল, ১৯৭২
-
কমিটির প্রধান: ড. কামাল হোসেন
-
সদস্য সংখ্যা: ৩৪ জন
-
একমাত্র মহিলা সদস্য: বেগম রাজিয়া বানু
-
একমাত্র বিরোধী দলীয় সদস্য: সুরঞ্জিত সেন গুপ্ত
-
খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন: ১২ অক্টোবর, ১৯৭২
-
গণপরিষদে সংবিধান গৃহীত: ৪ নভেম্বর, ১৯৭২

0
Updated: 4 weeks ago