A
ক্যাপ্টেন এম মনসুর আলী
B
তাজউদ্দীন আহমদ
C
এ. এইচ. এম কামারুজ্জামান
D
খন্দকার মোশতাক আহমদ
উত্তরের বিবরণ
মুজিবনগর সরকার (১৯৭১)
-
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল।
-
পরবর্তীতে এই সরকার আনুষ্ঠানিকভাবে ১৭ এপ্রিল শপথ গ্রহণ করে এবং ইতিহাসে এটি মুজিবনগর সরকার নামে পরিচিত হয়।
সরকারের প্রধান পদাধিকারীরা
-
রাষ্ট্রপতি – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (তৎকালীন সময়ে পাকিস্তানে কারাবন্দী থাকায় তাঁর অনুপস্থিতিতেই দায়িত্ব নির্ধারিত হয়)।
-
উপ-রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি – সৈয়দ নজরুল ইসলাম।
-
প্রধানমন্ত্রী – তাজউদ্দিন আহমেদ।
-
স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী – এ. এইচ. এম. কামরুজ্জামান।
-
অর্থ ও বাণিজ্যমন্ত্রী – এম. মনসুর আলী।
-
পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী – খন্দকার মুশতাক আহমেদ।
এই সরকার মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে, মুক্তিযোদ্ধাদের পরিচালনা করতে এবং রাজনৈতিক নেতৃত্ব প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী

0
Updated: 1 day ago
দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে-
Created: 1 day ago
A
নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
B
আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
C
সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
D
কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা
১. ভোটার যোগ্যতা:
গণপ্রতিনিধিত্ব আদেশ (The Representation of the Peoples Order, RPO) অনুযায়ী, কোনো ব্যক্তি যদি বাংলাদেশের কোনো নির্বাচনী এলাকার ভোটার না হন, তবে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
২. সংসদ নির্বাচনে যোগ্যতা:
সংবিধান অনুযায়ী (ধারা ৬৬), সংসদ সদস্য নির্বাচিত হতে হলে একজন প্রার্থীর অবশ্যই নিম্নলিখিত যোগ্যতাগুলো থাকা প্রয়োজন:
-
বাংলাদেশি নাগরিক হতে হবে।
-
বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।
-
আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষণা করা হয়নি।
-
দেউলিয়া ঘোষণার পর দায়মুক্তি পেয়েছেন।
-
কোনো বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ বা আনুগত্য স্বীকার করা হয়নি।
-
১৯৭২ সালের যোগসাজশকারী আদেশ অনুযায়ী কোন অপরাধে দণ্ডিত হননি।
-
আইনে উল্লিখিত কোনো পদাধিকারী নন।
-
নৈতিক বা ফৌজদারী অপরাধে দুই বছরের বেশি কারাদণ্ড পেয়েছেন, এবং সেই দণ্ড শেষে কমপক্ষে ৫ বছর অতিবাহিত হয়েছে।
এই শর্তগুলো পূরণ করলে একজন ব্যক্তি সংসদ নির্বাচনের জন্য প্রার্থী হতে পারেন।
উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট, বাংলাদেশের সংবিধান।

0
Updated: 1 day ago
সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে?
Created: 5 days ago
A
১৩০
B
১৩১
C
১৩৭
D
১৪০
সংবিধান ও সরকারি কর্ম কমিশন
বাংলাদেশের সংবিধান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও তাদের দায়িত্বের কথা উল্লেখ করেছে। বিশেষ করে সরকারি কর্ম কমিশন সম্পর্কিত বিষয়টি অনুচ্ছেদ ১৩৭-এ বলা হয়েছে।
এখানে বলা আছে যে, আইন অনুযায়ী বাংলাদেশে এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা করা যেতে পারে। প্রতিটি কমিশনে একজন সভাপতি এবং আইন অনুযায়ী অন্যান্য সদস্য থাকবেন।
এর সঙ্গে আরও কিছু প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১৩০: অস্থায়ী মহা হিসাব-নিরীক্ষকের নিয়োগ।
-
অনুচ্ছেদ ১৩১: প্রজাতন্ত্রের হিসাব-রক্ষার পদ্ধতি ও কাঠামো।
-
অনুচ্ছেদ ১৪০: সরকারি কর্ম কমিশনের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ।
সূত্র: বাংলাদেশের সংবিধান।

0
Updated: 5 days ago
বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয়-
Created: 1 week ago
A
আষাঢ়-শ্রাবণ মাসে
B
ভাদ্র-আশ্বিন মাসে
C
অগ্রহায়ণ-পৌষ মাসে
D
মাঘ-ফাল্গুন
বাংলাদেশে ধানের মৌসুমভিত্তিক চাষ ও কাটার সময় ভিন্ন ভিন্ন হয়।
আমন ধান
-
আমন ধান দুই প্রকার – রোপা আমন ও বোনা আমন।
-
রোপা আমন হলো সেই ধান, যেখানে আগে আলাদা জমিতে চারা তৈরি করা হয়, পরে তা মূল জমিতে রোপণ করে ধান উৎপন্ন করা হয়।
-
রোপা আমনের বীজ বপন করা হয় আষাঢ় মাসে, আর মূল জমিতে চারা রোপণ হয় শ্রাবণ থেকে ভাদ্র মাসে।
-
সাধারণত রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ-পৌষ মাসে (ডিসেম্বর – জানুয়ারির শুরুতে)।
আউশ ধান
-
আউশ ধান রোপণ করা হয় মধ্য মার্চ থেকে মধ্য এপ্রিলের মধ্যে।
-
এটি কাটা হয় মধ্য জুলাই থেকে আগস্টের শুরু পর্যন্ত।
বোরো ধান
-
বোরো ধানের চারা রোপণ করা হয় মধ্য নভেম্বর থেকে মধ্য জানুয়ারির মধ্যে।
-
এটি উত্তোলন করা হয় এপ্রিল থেকে মে মাসে।
অর্থাৎ, বাংলাদেশে বছরে মূলত তিন মৌসুমে ধান চাষ হয় – আউশ, আমন ও বোরো।
উৎস: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট; কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২১ (বিবিএস)।

0
Updated: 1 week ago