চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক-
A
রাঙ্গামাটি জেলায়
B
খাগড়াছড়ি জেলায়
C
বান্দরবান জেলায়
D
সিলেট জেলায়
উত্তরের বিবরণ
চাকমা জনগোষ্ঠী
-
চাকমা বাংলাদেশের সবচেয়ে বড় আদিবাসী জনগোষ্ঠী।
-
তারা নিজেদের পরিচয় দেয় চাঙমা নামে।
-
মূলত পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলে তাদের বসতি।
-
চাকমাদের ৯০% এর বেশি রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় বাস করে।
-
বাংলাদেশের বাইরে ভারতের অরুণাচল, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যেও কিছু চাকমা জনগোষ্ঠী বসবাস করে।
-
ইতিহাস অনুসারে, চাকমারা মধ্য মায়ানমার ও আরাকান অঞ্চলের অধিবাসী ছিলেন।
-
তাদের প্রধান বর্ষবরণ উৎসব হলো বিজু।
-
চাকমা ভাষার নিজস্ব লিপি রয়েছে, তবে বর্তমানে তা খুব বেশি ব্যবহৃত হয় না।
-
এখন চাকমা ভাষা সাধারণত বাংলা লিপিতে লেখা হয়।
জনসংখ্যা সংক্রান্ত তথ্য
-
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মোট জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন।
-
এর মধ্যে শুধু চট্টগ্রাম বিভাগেই বসবাস করছে প্রায় ৯ লাখ ৯০ হাজার ৮৬০ জন।
-
জেলার হিসেবে সবচেয়ে বেশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ থাকে রাঙ্গামাটিতে – মোট ৩ লাখ ৭২ হাজার ৮৬৪ জন।
এদের মধ্যে চাকমা জনগোষ্ঠী সংখ্যায় সবার শীর্ষে। -
এরপরের অবস্থানে আছে খাগড়াছড়ি জেলা, যেখানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা প্রায় ৩ লাখ ৪৯ হাজার ৩৭৮ জন।
উৎস ঃ বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
একনেক (ECNEC)-এর প্রধান কে?
Created: 1 month ago
A
প্রধানমন্ত্রী
B
অর্থমন্ত্রী
C
বাণিজ্যমন্ত্রী
D
পরিকল্পনা মন্ত্রী
একনেক (ECNEC) বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এটি দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও নীতি নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে।
-
প্রধান: একনেকের প্রধান হলেন প্রধানমন্ত্রী।
-
পূর্ণ নাম: একনেকের পূর্ণরূপ Executive Committee of the National Economic Council। এটি 1982 সালে গঠিত হয়।
-
বিকল্প সভাপতি: একনেকের বিকল্প সভাপতি হলেন অর্থমন্ত্রী।
-
সদস্য: এর একজন প্রধান সদস্য হলেন পরিকল্পনা মন্ত্রী।

0
Updated: 1 month ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত 'ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রের নির্মাতা কে?
Created: 1 month ago
A
আলমগীর কবির
B
খান আতাউর রহমান
C
হুমায়ূন আহমেদ
D
সুভাষ দত্ত
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র: ধীরে বহে মেঘনা (১৯৭৩)
-
পরিচালক: আলমগীর কবির
-
কাহিনী: ভারতীয় এক মেয়ের, অনিতার, প্রেমিক মুক্তিযুদ্ধে শহীদ হয়। অনিতা ঢাকায় এসে যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করলে তার মর্ম আরও গভীর হয়।
-
অভিনয়: বুলবুল আহমেদ, ববিতা, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, খলিল উল্লাহ প্রমুখ
-
সঙ্গীত: হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান
অন্যান্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র:
-
আবার তোরা মানুষ হ – পরিচালনা: খান আতাউর রহমান
-
আগুনের পরশমণি – হুমায়ূন আহমেদের চলচ্চিত্র
-
অরুনোদয়ের অগ্নিসাক্ষী – পরিচালনা: সুভাষ দত্ত
সূত্র: প্রথম আলো, তারিক মনজুর (শিক্ষক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
পূর্ব জার্মানি
C
স্পেন
D
গ্রিস
মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বীকৃতি প্রদান
-
৬ ডিসেম্বর ১৯৭১: মুক্তিযুদ্ধের পর প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান, এবং দ্বিতীয় দেশ হিসেবে ভারত।
-
১১ জানুয়ারি ১৯৭২: বিশ্বের তৃতীয় দেশ ও প্রথম ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি দেয়। একই দিন বুলগেরিয়া চতুর্থ দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে।
-
১২ জানুয়ারি ১৯৭২: পোল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
-
৪ ফেব্রুয়ারি ১৯৭২: যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
-
১৪ ফেব্রুয়ারি ১৯৭২: ফ্রান্স স্বীকৃতি দেয়।
-
১২ মে ১৯৭২: স্পেন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া, প্রথম আলো, নিউইয়র্ক টাইমস

0
Updated: 1 month ago