রেজিস্টার (Register):
-
রেজিস্টার হলো প্রসেসরের ভিতরে থাকা উচ্চগতির অস্থায়ী স্টোরেজ।
-
এটি একগুচ্ছ ফ্লিপ-ফ্লপ ও লজিক গেইট দ্বারা গঠিত।
-
প্রতিটি ফ্লিপ-ফ্লপ 1 বিট ডেটা সংরক্ষণ করতে পারে।
-
যদি রেজিস্টারটি n-বিট ডেটা রাখতে পারে, তবে সেখানে nটি ফ্লিপ-ফ্লপ থাকে।
-
CPU-তে প্রথম মেমোরি ডিভাইস হিসেবে রেজিস্টার থাকে এবং প্রসেসিং চলাকালীন অস্থায়ীভাবে ডেটা সঞ্চয় করে।
-
ক্লক পালস দ্বারা পরিচালিত হয়।
ধরণ অনুযায়ী রেজিস্টার:
-
প্যারালাল লোড রেজিস্টার (Parallel Load Register)
-
শিফট রেজিস্টার (Shift Register)
রেজিস্টারের ব্যবহার (Applications):
-
অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করা।
-
ক্যাশ মেমোরি হিসেবে ব্যবহার।
-
প্রিন্টার ও কী-বোর্ড বাফারে ব্যবহার।
-
ক্যালকুলেটর ও ডিজিটাল ঘড়িতে ব্যবহার।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।