জুম চাষ হয়-
A
বরিশালে
B
ময়মনসিংহে
C
খাগড়াছড়িতে
D
দিনাজপুরে
উত্তরের বিবরণ
জুম চাষ (Jhum Cultivation) বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে প্রচলিত এক প্রাচীন চাষাবাদ পদ্ধতি। এর মূল বৈশিষ্ট্য হলো—এক জায়গায় কয়েক বছর চাষ করার পর জমির উর্বরতা পুনরুদ্ধারের জন্য সেটি ফেলে রেখে পাহাড়ের অন্য জায়গায় চাষ শুরু করা। অর্থাৎ জমি পরিবর্তনের মাধ্যমে চাষ করাকেই জুম বলা হয়।
এই চাষের জন্য প্রথমে পাহাড়ের জঙ্গল পরিষ্কার করা হয়, তারপর সেখানে ফসল ফলানো হয়। যারা এই চাষ করেন, তাঁদের বলা হয় জুমিয়া। পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবিকার প্রধান ভরসা হলো জুম চাষ। বর্তমানে প্রতি বছর প্রায় ২০ হাজার হেক্টর জমিতে এই পদ্ধতিতে চাষাবাদ করা হয়।
জুমে সাধারণত যেসব ফসল জন্মে তার মধ্যে রয়েছে—ধান, ভুট্টা, কাউন, তিল, শসা, মিষ্টি কুমড়া, তরমুজ, বরবটি, তুলা, কলা, আদা ও হলুদ।
বাংলাদেশের তিন পার্বত্য জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানেই মূলত জুম চাষ হয়ে থাকে।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 1 month ago
প্রতাপ আদিত্য কে ছিলেন?
Created: 1 month ago
A
বাংলার বারো ভূঁইয়াদের একজন
B
রাজপুত রাজা
C
বাংলার শাসক
D
মোগল সেনাপতি
বারো ভুঁইয়া
বারো ভুঁইয়া ছিলেন বাংলার স্থানীয় প্রধান ও জমিদার, যারা ষোড়শ ও সপ্তদশ শতকের মধ্যে মুগল শাসকদের অধীনে নিপীড়নের বিরুদ্ধে স্বতন্ত্রভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তারা নিজেদের শক্তিশালী সৈন্য ও নৌবাহিনী দিয়ে মোগল সেনাপতির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতেন এবং স্বাধীনতা রক্ষার চেষ্টা করতেন।
-
যশোরের রাজা প্রতাপাদিত্য ছিলেন বারো ভুঁইয়াদের মধ্যে সর্বাধিক ধনী ও ক্ষমতাশালী।
-
১৬০০ খ্রিষ্টাব্দের দিকে তাঁর খ্যাতি পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল।
-
বারো ভুঁইয়াদের নেতৃত্বে ছিলেন সোনারগাঁয়ের জমিদার ঈসা খাঁ, যিনি মারা যাওয়ার পর মোগলদের বিরুদ্ধে প্রতিরোধ কমে যায়।
আকবরনামা অনুসারে বারো ভুঁইয়ার নামের তালিকা হলো:
১) ঈসা খান মসনদ-ই-আলা
২) ইবরাহিম নরল
৩) করিমদাদ মুসাজাই
৪) মজলিস দিলওয়ার
৫) মজলিস প্রতাপ
৬) কেদার রায়
৭) শের খান
৮) বাহাদুর গাজী
৯) তিলা গাজী
১০) চাঁদ গাজী
১১) সুলতান গাজী
১২) সেলিম গাজী
১৩) কাসিম গাজী
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান -
Created: 1 month ago
A
BARI
B
BINA
C
BADC
D
BRRI
বাংলাদেশে প্রধান সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC), যা দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কৃষকদের মানসম্মত কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করে।
-
BADC বাংলাদেশের প্রধান সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান।
-
এটি কৃষি উপকরণ সরবরাহের দায়িত্বে নিয়োজিত এবং দেশের কৃষি উন্নয়নের কাজ তদারকি করে।
-
BADC বিভিন্ন ফসলের উফশী বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ করে।
-
এছাড়াও এটি সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষক পর্যায়ে মানসম্মত সার সরবরাহ নিশ্চিত করে।
-
১৯৬১ সালে প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন দেশ স্বাধীন হওয়ার পর BADC নাম ধারণ করে।
-
এর প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।

0
Updated: 1 month ago
কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
Created: 1 month ago
A
দ্বি-জাতি তত্ত্ব
B
সামাজিক চেতনা
C
অসাম্প্রদায়িকতা
D
বাঙালি জাতীয়তাবাদ
ভাষা আন্দোলনের ভিত্তি
পূর্ব বাংলায় ভাষা আন্দোলনের মূল ভিত্তি ছিল বাঙালি জাতীয়তাবাদ। এই আন্দোলনই ছিল বাঙালির মুক্তি সংগ্রামের সূচনা।
ভাষা আন্দোলনের মাধ্যমে পূর্ব বাংলার মানুষ নিজেদের জাতীয় পরিচয় ও আত্মপরিচয়ের প্রতি সচেতন হয়ে ওঠে।
বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি ছিল এ জাতীয়তাবোধের মূল ভরকেন্দ্র। এর ফলে মানুষের মধ্যে এক ধরনের জাতীয় ঐক্য গড়ে ওঠে, যা পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রধান অনুপ্রেরণা হিসেবে কাজ করে।
তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 month ago