কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
A
দ্বি-জাতি তত্ত্ব
B
সামাজিক চেতনা
C
অসাম্প্রদায়িকতা
D
বাঙালি জাতীয়তাবাদ
উত্তরের বিবরণ
ভাষা আন্দোলনের ভিত্তি
পূর্ব বাংলায় ভাষা আন্দোলনের মূল ভিত্তি ছিল বাঙালি জাতীয়তাবাদ। এই আন্দোলনই ছিল বাঙালির মুক্তি সংগ্রামের সূচনা।
ভাষা আন্দোলনের মাধ্যমে পূর্ব বাংলার মানুষ নিজেদের জাতীয় পরিচয় ও আত্মপরিচয়ের প্রতি সচেতন হয়ে ওঠে।
বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি ছিল এ জাতীয়তাবোধের মূল ভরকেন্দ্র। এর ফলে মানুষের মধ্যে এক ধরনের জাতীয় ঐক্য গড়ে ওঠে, যা পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রধান অনুপ্রেরণা হিসেবে কাজ করে।
তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 month ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত 'ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রের নির্মাতা কে?
Created: 1 month ago
A
আলমগীর কবির
B
খান আতাউর রহমান
C
হুমায়ূন আহমেদ
D
সুভাষ দত্ত
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র: ধীরে বহে মেঘনা (১৯৭৩)
-
পরিচালক: আলমগীর কবির
-
কাহিনী: ভারতীয় এক মেয়ের, অনিতার, প্রেমিক মুক্তিযুদ্ধে শহীদ হয়। অনিতা ঢাকায় এসে যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করলে তার মর্ম আরও গভীর হয়।
-
অভিনয়: বুলবুল আহমেদ, ববিতা, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, খলিল উল্লাহ প্রমুখ
-
সঙ্গীত: হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান
অন্যান্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র:
-
আবার তোরা মানুষ হ – পরিচালনা: খান আতাউর রহমান
-
আগুনের পরশমণি – হুমায়ূন আহমেদের চলচ্চিত্র
-
অরুনোদয়ের অগ্নিসাক্ষী – পরিচালনা: সুভাষ দত্ত
সূত্র: প্রথম আলো, তারিক মনজুর (শিক্ষক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
বাংলাদেশ ইকোনমিক রিভিউ, ২০১৬ অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার (প্রতি হাজার জীবিত জন্মে)-
Created: 1 month ago
A
২৫
B
২৭
C
২৯ ( ব্যাখ্যা দেখুন)
D
৩১
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

0
Updated: 1 month ago
১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থায় কোন পত্রিকাটি নিষিদ্ধ ছিল?
Created: 3 weeks ago
A
দৈনিক ইত্তেফাক
B
বাংলাদেশ অবজার্ভার
C
দৈনিক গণকণ্ঠ
D
বাংলাদেশ টাইমস
১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থায় বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে সীমিত হয় এবং বিশেষ করে দৈনিক গণকণ্ঠ পত্রিকাটি নিষিদ্ধ হয়।
♦ সংবাদপত্র নিষিদ্ধকরণ:
-
১৯৭৫ সালে বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা কার্যকর করা হয়।
-
বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হয়।
-
বাকশাল সরকার সংবাদপত্র নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করে।
-
৪টি সরকার নিয়ন্ত্রিত পত্রিকা—দ্য অভজারভার, দ্য বাংলাদেশ টাইমস, দৈনিক বাংলা, দৈনিক ইত্তেফাক—রাখা হয়, এবং দেশের ২৯টি দৈনিক ও ১৩৮টি সাপ্তাহিক পত্রিকা নিষিদ্ধ করা হয়।
-
এই নিষেধাজ্ঞা গণমাধ্যমের স্বাধীনতায় বড় আঘাত হানে।
-
এর ফলে সংবাদপত্র শুধুমাত্র সরকারি প্রচারণার মাধ্যমে পরিণত হয়।

0
Updated: 3 weeks ago