মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
A
ক্যাপ্টেন এম মনসুর আলী
B
তাজউদ্দীন আহমদ
C
এ. এইচ. এম কামারুজ্জামান
D
খন্দকার মোশতাক আহমদ
উত্তরের বিবরণ
মুজিবনগর সরকার (১৯৭১)
-
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল।
-
পরবর্তীতে এই সরকার আনুষ্ঠানিকভাবে ১৭ এপ্রিল শপথ গ্রহণ করে এবং ইতিহাসে এটি মুজিবনগর সরকার নামে পরিচিত হয়।
সরকারের প্রধান পদাধিকারীরা
-
রাষ্ট্রপতি – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (তৎকালীন সময়ে পাকিস্তানে কারাবন্দী থাকায় তাঁর অনুপস্থিতিতেই দায়িত্ব নির্ধারিত হয়)।
-
উপ-রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি – সৈয়দ নজরুল ইসলাম।
-
প্রধানমন্ত্রী – তাজউদ্দিন আহমেদ।
-
স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী – এ. এইচ. এম. কামরুজ্জামান।
-
অর্থ ও বাণিজ্যমন্ত্রী – এম. মনসুর আলী।
-
পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী – খন্দকার মুশতাক আহমেদ।
এই সরকার মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে, মুক্তিযোদ্ধাদের পরিচালনা করতে এবং রাজনৈতিক নেতৃত্ব প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী

0
Updated: 1 month ago
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। অনুগ্রহ করে ব্যাখ্যা থেকে সাম্প্রতিক তথ্য দেখে নিন] ২০১৮-১৯ অর্থবছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে-
Created: 1 month ago
A
সাড়ে ৪ হাজার কোটি টাকা
B
সাড়ে ৫ হাজার কোটি টাকা
C
সাড়ে ৩ হাজার কোটি টাকা
D
সাড়ে ৬ হাজার কোটি টাকা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

0
Updated: 1 month ago
বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান -
Created: 1 month ago
A
BARI
B
BINA
C
BADC
D
BRRI
বাংলাদেশে প্রধান সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC), যা দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কৃষকদের মানসম্মত কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করে।
-
BADC বাংলাদেশের প্রধান সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান।
-
এটি কৃষি উপকরণ সরবরাহের দায়িত্বে নিয়োজিত এবং দেশের কৃষি উন্নয়নের কাজ তদারকি করে।
-
BADC বিভিন্ন ফসলের উফশী বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ করে।
-
এছাড়াও এটি সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষক পর্যায়ে মানসম্মত সার সরবরাহ নিশ্চিত করে।
-
১৯৬১ সালে প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন দেশ স্বাধীন হওয়ার পর BADC নাম ধারণ করে।
-
এর প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।

0
Updated: 1 month ago
সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে?
Created: 1 month ago
A
১৩০
B
১৩১
C
১৩৭
D
১৪০
সংবিধান ও সরকারি কর্ম কমিশন
বাংলাদেশের সংবিধান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও তাদের দায়িত্বের কথা উল্লেখ করেছে। বিশেষ করে সরকারি কর্ম কমিশন সম্পর্কিত বিষয়টি অনুচ্ছেদ ১৩৭-এ বলা হয়েছে।
এখানে বলা আছে যে, আইন অনুযায়ী বাংলাদেশে এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা করা যেতে পারে। প্রতিটি কমিশনে একজন সভাপতি এবং আইন অনুযায়ী অন্যান্য সদস্য থাকবেন।
এর সঙ্গে আরও কিছু প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১৩০: অস্থায়ী মহা হিসাব-নিরীক্ষকের নিয়োগ।
-
অনুচ্ছেদ ১৩১: প্রজাতন্ত্রের হিসাব-রক্ষার পদ্ধতি ও কাঠামো।
-
অনুচ্ছেদ ১৪০: সরকারি কর্ম কমিশনের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ।
সূত্র: বাংলাদেশের সংবিধান।

0
Updated: 1 month ago